![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসার মানুষটাকে না বলা কথাগুলো এখানে লিখি। http://on.fb.me/ZU9ABE
মনে পড়ে, এর আগে আরেকটা পোস্টের শিরোনাম ছিল শিরোনামহীন। কিছু কিছু মনের কথা লেখার সময় কোনো শিরোনাম লেখা যায় না। যেটা হয়তো ডায়েরির পাতায় পাতায় জীবনের বিভিন্ন ঘটনা থাকার পরেও কোনো শিরোনাম না থাকার আসল কারণ। কিন্তু তবুও লিখতে ইচ্ছে করে। মনের অনেক গভীরে, খাঁচার ঠিক কাছাকাছি কোনো স্থানে থাকা দুঃখগুলো ভাগাভাগি করে নেয়ার মতো যখন কাউকে পাওয়া না যায়, তখন লেখাই দুঃখগুলো শেয়ার করার একমাত্র উপায়। সেটা কেউ পড়ুক বা না পড়ুক।
এই মুহূর্তে আমার মনে অনেক অনেক কথা আর কষ্ট জমে আছে। যতই দিন যাচ্ছে, আমার তোমার কথা ততোই বেশি মনে পড়ছে। প্রতিটি মুহূর্তে তোমাকে আমি আরও বেশি মিস করছি। মানুষ বলে সময় নাকি সব দুঃখ ম্লান করে দেয়। আমি এই মুহূর্তে সত্যি সত্যি ভীষণ কনফিউজড। মানুষ কি সত্যিই মিথ্যে বলে? নাকি আমার ক্ষেত্রেই কেবল উল্টোটা ঘটছে?
আমি জানি না তুমি কেমন আছো কোথায় আছো কী করছো। হয়তো ভালো আছো। হয়তো তোমার জীবনে ভালোবাসার অন্তত কোনো অভাব নেই। অথবা সেই অভাব তুমি বন্ধু-বান্ধব নিয়ে ব্যস্ত থেকে পূরণ করে নিচ্ছো যদি তোমার কেউ না থেকে থাকে। কিন্তু আমি শত চেষ্টা করেই আর ঠিক থাকতে পারছি না। এতোদিন অনেক কষ্ট করে গভীরের কষ্টগুলোকে গভীরেই রেখে দিয়েছি। এখন আর সয় না। এখন কষ্টগুলো বারবার মাথাচাড়া দিয়ে ওঠে। বারবার আশেপাশের মানুষগুলোকে ইশারা দিয়ে জানিয়ে দিতে চায় তার অস্তিত্বের কথা।
আমি সত্যিই জানি না এর শেষ কোথায়। আমি চেষ্টা করেছি অন্য কারো মাঝে হারিয়ে যাবার। আমি চেষ্টা করেছি তুমি আসবে এই মিথ্যে ধারণা পুষে ভালো থাকার। কিন্তু কোনো চেষ্টাই বেশিদিন কাজে আসলো না। আমি জানি না সত্যিই আর কতদিন কীভাবে আমি কাটাবো।
তবে একটা কথা কি জানো, তুমি যদি সত্যি হাসিখুশি সময় কাটাও, তাহলে আমার মনে নিজের যত কষ্টই থাকুক না কেন, আমি কিছুটা কষ্ট পেলেও গভীরে কোথাও একটু স্বস্তি পাই। আফটারঅল, আমি তো তোমাকে সুখীই করতে চেয়েছিলাম। আমাকে ছাড়াই যদি তুমি সুখী হও, তাহলে সেটাই সই।
খামোকা আমার নিজের কষ্টগুলো কেবল পীড়া দিতে থাকে। অনেক কষ্টে দর্শকহীন ঘরে একটু হাসি ফোটাই মুখে। চোখে নানান কসরৎ করে চেষ্টা করি চোখের পানিটুকু ঠেকাতে। শেষ মুহূর্তে হাল ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে বলি, অনেক ভালোবাসি তোমাকে।
©somewhere in net ltd.