![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসার মানুষটাকে না বলা কথাগুলো এখানে লিখি। http://on.fb.me/ZU9ABE
ইদানীং আমার লেখাগুলো কেমন যেন রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে। এক কথা বারবার লিখছি। একই বিষয় বারবার ভাবছি। একই ছবি বারবার হৃদয়ে আঁকছি। বুঝতে পারছি না, যত দিন যাচ্ছে তত স্মৃতিগুলো ম্লান হওয়ার বদলে আরও দৃঢ় ও স্পষ্ট হয়ে উঠছে কেন। স্মৃষ্টিকর্তা কেন হঠাৎ আমার কষ্ট বাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নিলেন মাথায় আসছে না। কেনই বা তুমিও আজ পর্যন্ত আমার মনের কষ্টটুকু বুঝতে পারলে না।
প্রতিটি নিঃসঙ্গ মুহূর্ত আমি তোমাকে সঙ্গী করে কাটাই। স্মৃতিগুলো মনে করতে চাই না তবুও মনে পড়ে যায়। কিন্তু স্মৃতির চেয়ে নতুন সব অনুভূতি আর ভালোবাসার কথা তোমার সঙ্গে মনে মনে বলেই কাটাই বেশি সময়। ভালো লাগে; মনে হয় তুমি শুনছো। আবার খারাপও লাগে, আমার কথা শেষেই যখন সেই অনুভূতিটি ফিরে আসে যে তুমি আসলে শুনছো না। আমার কথার পিঠে যখন তুমি আর কথা বলে উঠো না। সত্যটা যখন উপলব্ধি হয়, তখন মুষড়ে পড়ি। ভেঙ্গে পড়ি। মন খারাপ হয়ে যায়।
তোমাকে নিয়ে এতো এতো কথা জমে আছে যে, একা একা বলেও আমি ক্লান্ত হই না। হয়রান হই না। বিরক্তি আসে না। তোমাকে মিস করি বটে, কিন্তু তবুও তোমাকে ভালোবাসি - এই অনুভূতিটাই অন্যরকমভাবে উপভোগ করি। জানি তুমি নেই, জানি না তুমি আসবে কি না। কিন্তু আমি অপেক্ষায় থাকবো।
অনেকটা আমার রিডান্ডেন্ট কথা আর লেখার মতোই আমিও ঘুরেফিরে বারবার তোমার কাছেই ফিরে আসি। কেন তুমি আর একটিবার মাত্র আমার কাছে আসো না?
এভাবেই চলছে আমার প্রতিদিন প্রতিরাত। তবুও কেন যেন চোখ বন্ধের আগ মুহূর্তের উইশটা এমনই থাকে, "শুধু ভালো থেকো তুমি।"
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:০৬
রাহী আবদুল্লাহ বলেছেন: দিলেনতো মিজাজটা বিলা কইওরা! আপনার "তুমি" ভিন্ন আর কারোরই কি ভাল থাকার অধিকার নাই?