নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“অলৌকিক আনন্দের ভার, বিধাতা যাহারে দেন, তার বক্ষে বেদনা অপার”
আমার স্বদেশ, তোমার অন্ধকারে ছুঁইয়ে,
বীরবাণী আমি হৃদয়ে ধারায় রে।
পথের প্রদীপ বেজে আসে সূর্যের মুখ,
মুক্তির পথে, আমার চোখ পুজে বুক।
আগুনের স্রোতে ভেসে উঠছে মুক্তির গান,
হৃদয়ে প্রজাগিত এক আগুনের বাণী।
প্রাণহীন জগতে ফুটুক বয়ে আসছে,
আমাদের শহীদের আত্মা বলছে - একুশ শোক।
শহীদের চোখে বলছে এক কবিতা,
স্বপ্নের আকাশে উড়ান বাতাসের মত।
ধূসর রঙে রঙিয়ে গোধূলি সমুদ্রে,
শহীদের আত্মা বলছে - স্বপ্ন পূর্ণ হবে।
বদেশের সীমান্তে আমি দাঁড়াই,
মুক্তির পথে সর্বদা হব আমার মন।
আগুনের স্রোত বয়ে আসছে সূর্যের মুখ,
স্বপ্ন পূর্ণ হবে, আমার চোখ পুজে বুক।
---------------------------------------------
বিজয় দিবসের টি-শার্ট: বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবগাথা
মহান বিজয় দিবস টি শার্ট – কিনুন কম দামে একসাথে বিজয় দিবস উদযাপন করার জন্য অনেকেই একসাথে কয়েকটি টি-শার্ট পড়ে থাকেন তো আপনি কিন্তু বিজয় দিবসের টি-শার্ট গুলো অর্ডার করে নিতে পারেন আপনার পছন্দের ডিজাইন দিয়ে । অথবা ফেসবুক থেকে
০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৬
মঈনউদ্দিন বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য
২| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৭
বিজন রয় বলেছেন: আমি মতামতের সাথে একটি প্রশ্ন করেছি, সেটার উত্তর পেলাম না।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৮
রাজীব নুর বলেছেন: টির্শাট কিনবো।
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৬
বিজন রয় বলেছেন: সুন্দর কিন্তু এটা কি বিজ্ঞাপনী পোস্ট?