নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম এ মল্লিক সোহাগ

নাই

এম এ মল্লিক সোহাগ › বিস্তারিত পোস্টঃ

এখন ও মনে পড়ে

১০ ই মার্চ, ২০১৫ রাত ৩:৪৫

অনেক আগের কথা সম্ভবত ২০০৪ সাল হবে............... ঈদুল ফিতর এর পড়ের দিন আমি আর রনি [(আমার ভাতিজা আমার বন্ধু আমাদের সম্পর্কে হয় তো আর ও অনেক কিছুই সংযোজন করা যাবে ) ] যাই হোক , দু জন মিলে দিনাজপুরের সপ্ন পুরি গেলাম ঘুরতে ...............। ট্রেন এ চরে গেলাম, , ফুলবাড়ি রেল স্টেশন এ নামলাম.....................। বলে রাখা ভালো, দুজনের এই কখন ও এর আগে একা একা কোথাও যাওয়ার অভিজ্ঞতা ছিল না...............। স্টেশন এ নামার পর ওখান থেকে একটা রিকশা নিয়ে সপ্নপুরি যাবো এই প্লান করছিলাম দু জন মিলে ..................।। সিগারেট খাওয়ার অভ্যাস তখন ছিল না, , তার পর ও আগে থেকেই আমাদের প্লান ছিল আজ আমরা এক প্যাকেট সিগারেট নিবো এবং এক প্যাকেট সিগারেট পুরাটাই খাবো...............। তাই মনের আনন্দে দু জন মিলে এক প্যাকেট সিগারেট নিলাম , এবং দু জন দুই টা সিগারেট জালিয়ে মনের সুখে টানা শুরু করলাম.................. । রিকশায় ওঠার প্রস্তুতি নিসছিলাম , তখন দু জন এর এই ইসসে জাগলো প্রসাব এর কাজ টা সেরে তার পর এই রিকশায় উঠি...........................। যেই কথা সেই আমরা কাজ শুরু করে দিলাম.....................। ১০০ ভাগ এর মধ্যে ২৫ ভাগ কাজ মনে হয় সারছি , ঠিক তখন এই পিছন থেকে এক জন বলছে এখানে প্রসাব করছেন কেন..................... ? দেখছেন না এখানে লেখা আছে , এখানে প্রসাব করা নিষেদ.....................। দুই জন এই ২৫ ভাগ কাজ করেই থেমে গেলাম.................. । সেই লোক আমাদের কে আসামির মত করে নিয়ে গেল পাশের একটা দোকানে.............................. । সেই দোকান এ নিয়ে যে বললো ওখানে প্রসাব করা নিষেদ তোমরা দেখোনাই কেন , এখন তোমাদের দু জন এর ১০০ টাকা ফাইন দিতে হবে , তা হলেই তোমরা ছাড়া পাবা........................ । । যাই হোক পড়ে অনেক কষ্টে বুঝিয়ে টুঁঝিয়ে ১০ টাকা ফাইন দিয়ে ছাড়া পাইলাম.............................. । অবশেষে রনি এবং আমি দু জন মিলে সপ্নের সপ্নপুরি সে দিন আনন্দ ফুর্তি করে ঘুরে দেখে বাড়ি ফিরেছিলাম..............................।। রনি বাবাজি তোমার কি সেই কথা এখন ও মনে আছে .................................?? ......................................................... আমার সেই ১০ টাকা ফাইন এর কথা এখন ও মনে পড়ে , এবং সেই ঘটনা মনে পড়লে যে শুধু হাসি পায় তা না, , মনে পড়লেই আবার ও জিবন এর বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় করি................................. । । ।........................ সোহাগ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.