নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম এ মল্লিক সোহাগ

নাই

এম এ মল্লিক সোহাগ › বিস্তারিত পোস্টঃ

নিউজিল্যান্ড এর জয়ে একটু হলেও পেলাম সান্ত্বনা .....

২৫ শে মার্চ, ২০১৫ রাত ১:১৫


অনেক দিন পর একটা চরম ফাইটিং ম্যাচ উপভোগ করলাম । দুই দল এই চোকার । তাই ম্যাচ টার প্রতি অন্য রকম একটা আগ্রহ ছিল । শেষ পর্যন্ত আমার প্রিয় দল এর জয় তাই খুশি । আর আফ্রিকার জন্য ও আফসোস হসছে , প্রত্যেকবার ফেবারিট থাকে তাড়া আর প্রত্যেকবার এ দেয় শুধু হতাশা , ব্যাচেরারা । ভীলিয়ারস , মরকেল এর কান্না টা একটু বেশিই লক্ষ্য করলাম । আজ আমলাদের প্রতি ভালোই হামলা করলো , ম্যাক্কালাম আর এলিয়ট । ভীটোরি অনেক আগে থেকেই আমার পছন্দের ক্রিকেটারদের মধ্যে একজন , ৭ রান টা তার আজ ৭০ রান এর ইনিংস এর চেয়েও আমার কাছে বেশি মন হসছে ।
বাংলাদেশ নাই মনে কষ্ট আছে , সাথে আছে আফসোস । ।

ম্যাক্কালাম বাহিনী কাপ টা যদি নিতে পারে তা হলে সেটা সান্ত্বনা হিসেবে নিয়েই খুশি থাকবো ।
কারন বাংলাদেশ এর পর নিউজিল্যান্ড দল টাই আমার প্রিয় । তবে আর একটা দেশ ও ছিল , তবে ১৯ তারিখ এর পর থেকে এখন নেই ......। ।

শুভ কামনা নিউজিল্যান্ড দল কে .........। ।

সোহাগ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.