![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সকাল ১০ টায় বিদ্যুৎ চলে যায় বাসায় । তবে লোডশিডিং না , বাসায় প্রি -পেইড লাইন করা তাই টাকা শেষ হলে কারেন্ট ও চলে যায় সাথে সাথে । আমি গেলাম ডেসকো অফিস এ টাকা রিচারজ করতে । যেয়ে দেখি গেট এর বাহির পর্যন্ত বিশাল বড় লাইন । মাথায় নষ্ট লাইন দেখে !!! আমি আবার আমার পিছনে যে লোক দাঁড়ানো ছিল ওনাকে বললাম ভাই আমি চা খেতে গেলাম আমার লাইন টা একটু রাখিয়েন ।
শেষ পর্যন্ত অনেক কাছা কাছি গেলাম বিল সেকশন এর , তাও আমার সামনে তখন ও ২০ জন লোক তো হবেই । এমন সময় একটা মেয়ে এসে সোজা বিল সেকশন এর কাছে গেল , লাইন কে তোয়াক্কা না করেই । তবে যেয়ে কোন লাভ হল না । বিল সেকশন এ যিনি আছেন উনি লাইন ব্যতিত , টাকা রিচারজ করে দিবেনা ।
মেয়ে টা অসহায় এর মত দাড়ায় আছে । লাইন এ ও এসে দারাইতেছেনা , বিল সেকশন এর লোক ও লাইন ব্যতিত , টাকা রিচারজ করে দিসছেনা ।আর এত লোকের মাঝে একটা মেয়ে লাইন এ দাড়ানোটা একটু বেমানান এই মনে হসছিল আমার কাছে । আমি আবার বলতে চাসছিলাম বিল সেকশন এর ভাইকে , এক ফাকে যেন মেয়ে টা কে বিদায় দেয় । কিন্তু এটাও ভাবছিলাম অনেক আমজনতা আছে আমার কথার বিপক্ষে চলে যাইতে পারে ।তাই বলার সাহস পাইতেছিলাম না । আসলে কোন কাজ এ লাইন এ দারালে , সে সময় সবার মেজাজ টা কেন জানি অনেক হট এই থাকে ।
হঠাৎ এক ভাই পিছন থেকে বললো , বিল সেকশন এর লোকের উদ্দেশে ভাই ওই আপুর টাকাটা রিচারজ করে ছেড়ে দেন । তখন সাথে সাথেই অনেক আমজনতা বলে উঠলো , , , কেন ছাড়বে ওনাকে । উনি লাইন এ দাড়াতে পারেনা । আমরা এক ঘণ্টা লাইন এ দারিয়ে সিরিয়াল পাইনা । আর উনি এসেই পেয়ে যাবে । মেয়ে মানুষ দেখলে দরদ উথলাই পড়ে আপনাদের না । অনেক এ অনেক কথাই বলতে থাকলো । ওই ছেলে টার উদ্দেশে । । আমি চুপ চাপ ।
ভাবছিলাম আমি যদি কথা টা বলতাম , তা হলে আমিও এমন অপমান হয় তো হতাম । আমি ধারনা করেছিলা্ম , , বললে কিছু পাবলিক এমন কথা বলবেই ।
আসলে আমরা যেমন সন্মান কাউ কে দিতেও পারিনা , তাই সন্মান কার ও কাছ থেকে নিতেও পারিনা ।
২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৫
এম এ মল্লিক সোহাগ বলেছেন: মানবী , আপনাকেও ধন্যবাদ
২| ২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৮
নীল আকাশ বলেছেন: লাইনে দাড়াতে কষ্ট হয় ! কিন্তু সম অধিকার নিয়ে তো চিৎকার করে মাইক ফাটিয়ে ফেলেন। আপনাদের কষ্ট হয় আর যে লোকটা ২ ঘন্টা ধরে দাড়িয়ে আছে তার কষ্ট হয় না। এ ধরনের সস্তা মানসিকতা ত্যাগ করুন। নিজের বেলায় সুবিধা নেবেন আর অন্যের বেলায় সম অধিকার !!
২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১:০১
এম এ মল্লিক সোহাগ বলেছেন: নীল আকা ৩৯ , আপনি দামি মানসিকতা নিয়ে আছেন যেনে খুশি হলাম । চেষ্টা করবো আপনার মত দামি মানসিকতা তৈরি করতে । ভালো থাকবেন । ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৫
মানবী বলেছেন: প্রতিবাদটা অযৌক্তিক কিনা তা নিয়ে বলছিনা তবে তাঁদের মন্তব্য নিঃসন্দেহে কুরুচীপূর্ণ ছিলো। এসব ক্ষেত্রে ইতরদের দেখে ভদ্রলোকরাও ভড়কে যান আর তাই এই অবস্থার উন্নতি নেই আমাদের
আপনার ভাবনা আর যিনি অনুরোধ জানিয়েছিলেন তাঁকে ধন্যবাদ।