![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সঠিক তথ্য টা আমার যানা নেই যে বর্তমানে দেশে সরকারি কর্মকর্তা কত পারসেন্ট । যদি কার ও যানা থাকে কমান্ড এ জানাবেন । তবে অনেক আগে তথ্য টা আমার যানা ছিল । সেই হিসেব এ যদি এখন অনুমান করি , সর্বমোট প্রায় ১০ % এর বেশি সরকারি কর্মকর্তা দেশে হওয়ার কথা না ( ধারনা ) । সঠিক তথ্য এটা না , আমার ভুল ও হতে পারে ।
যাই হোক , সরকার কে সু - স্বাগতম । ১০০ % জনগন এর মধ্যে ১০ % জনগন কে নিয়ে অন্তত সু চিন্তা তো করছে ।
কিন্তু দেশে যে আর ও ৯০ % আবাল , ফইন্নি আছে !!!!!!!
এদের কথা কে ভাববে ?
কেউ ভাবুক আর না ভাবুক , আমি আমার নিয়ে ভাবা অল রেডি নিজেই শুরু করছি , সম্ভব হইলে আপনরাও ভাবেন !!!!
থুক্কু ,
আপনারা তো আবার কেউ সরকারি কর্মকর্তা , আবার কেউ টাকা ওয়ালা । ।
আপনারা ভাবতে যাইবেন কোন দুঃখে !!!!!!
ভাবতেছি একটা হারিকেন আর একটা মাটির চুলা কিনমু ।
জয় হোক সরকারি কর্মকর্তাদের , বিজয় হোক বাংলাদেশের , সেই প্রত্যাশা রইলো ।
২৮ শে আগস্ট, ২০১৫ রাত ২:১৫
এম এ মল্লিক সোহাগ বলেছেন: সারথি , , চুলা ,হ্যারিকেন এ কেনার মতো অ্যাবিলিটি নাই । আর আপনি আর ও একটা লিস্ট ধরাই দিলেন । যাই হোক , ব্যাম্বু কি কাজে দিব ভবিষ্যতে তা একটু যদি বইলা দিতেন , ভাইবা দেখতাম প্রস্তাবটা ।
তথ্য দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন ।
২| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ২:২৬
প্রামানিক বলেছেন: সরকারী কর্মচারীদের বেতন বাড়লে আমাগো তো বাড়বো না কিন্তু গ্যাস বিদুতের বাড়তি বিল তো দিতে হইবো। আমরা এহন কি করমু।
২৮ শে আগস্ট, ২০১৫ রাত ২:৪১
এম এ মল্লিক সোহাগ বলেছেন: আমিতো হ্যারিকেন এবং চুলা কেনার সিদ্ধান্ত নিয়েছি । এখন আপনি আপনার টা নিজেই ভাববেন , না অন্য কাউ কে দিয়ে ভাবাবেন ? তবে নিজের সিদ্ধান্ত নিজে নেয়াই ভালো !!!!!!! ধন্যবাদ ।
৩| ২৮ শে আগস্ট, ২০১৫ ভোর ৬:৪৪
তাশফিয়া নওরিন বলেছেন: Chorer satha rag korea matita vat kaila chorer problem nai borog maliker problem,
ajonno agea chor pitanor babosta kora dorker
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১:১০
এম এ মল্লিক সোহাগ বলেছেন: তা ঠিক বলছেন । কিন্তু চোর কে পিটানোর মত তো লাঠি এখন বাজারে নেই । সব লাঠি এখন তাদের হাতে জিম্মি । ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১:৫৩
অগ্নি সারথি বলেছেন: আহারে সক্কল চিন্তা আপনার ছোট্ট মাথাডায় আর ব্লগের বাকীগুলান সরকারী কর্মকর্তা আর টাকাওয়ালা। কি আর করা হ্যারিকেন আর মাটির চুলার সাথে একটা ব্যাম্বু ও কিইনেন ভবিষ্যতে কামে দিব।
আর হ্যা আমার জানামতে সরকারী চাকুরীতে নিয়োগপ্রাপ্ত ৫% এর মত।