নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু র বয় বৃদ্ধার ব্লগ
পতৌদি প্রাসাদ - হারিয়ে যাওয়া সৃতি
জানতাম হারিয়ানা র নবাব ,সাইফ আলি খান , নাবাব এর প্রাসাদ হারিয়ানা তে সেটা অ জানতাম , কিন্তু আমার বাসার এত টা কাছে সেটা এ জানতাম না
শুক্রবার রাত এ আড্ডা ই হুট করে ই , আমাদের শামসু মিয়া র এর চোখে পৃথিবীর এক মাত্র লাস্যময়ী কারীনা র বিয়ে প্রসঙ্গ উঠল , বললাম ভাই বেগম কারীনা ত এখন পতৌদি প্রাসাদ এ , আপনার এত সামনে থেকে ঘুরে যাচ্ছে ,আপনি দাওয়াত পেলেন না, খুব এ দুঃখের কথা চলেন আপনাকে বেগম দেখায়েয়া নিয়ে আসি
দূরদর্শন ভালবাসা থুক্কু বড় ভালবাসা নাকি সব সময় গাছে এ তোলে না , আমাদের মতো ধান্দাবাজ দের কে ও ফেরেশতা বানায়েয়া দেয় । ( বলে রাখা ভাল কারীনা র মুভি মানেই ,আমাদের প্রথম দিন প্রথম শো র টিকিট মাগনা )
ভাই তো পারলে তক্ষনি যাত্রা সুরু করেন , সাথে আমাদের বুয়েট পাস ড্রাইভার ও তৈরি কিন্তু যেহেতু বাচ্চা গুল ঘুমাচ্ছে , যেহেতু আমাদের দলগত আড্ডা র সবচাইতে বড় টা উ ট টা আগে এ চলে গেছে , তাই ঠিক হল খুব ভোরে রওনা দিব ।
ছেলে ,মেয়ে , বাচ্চাদের বাবা সবাইকে সাজু গুজু করায়ে , সবাই যখন আমার এখানে , ঘড়ি তে দেখি সকাল ১১.২০
দুই ভাবি আমাকে জিজ্ঞেস করলেন , কেমন বেড়ালেন মনিরা ভাবি ? বেগম এর মেহমানদারি কেমন ছিল ? কত বড় প্রাসাদ ? সবাই যেতে পারে? মিষ্টি হাসি দেয়া ছাড়া কোন উত্তর ই দিতে পারি নাই । আসলে গত
কাল রাতে আমি একটু বেশি পরিমান জোর দিয়ে ই বলে ফেলেছিলাম , যদি ভোর এ আমরা তৈরি হতে পারি , তাহলে ৮ তার মাঝে পতৌদি পৌঁছে যাব , দুই ঘণ্টা থেকে ১১ থেকে ১১।৩০ তার মাঝে বাসায় তার মানে আমার দেয়া হিসেব এ এখন আমি ঘুরে ফিরে চলে এসছি
বড় গাড়ি তে ৫ বাচ্চা সহ আমরা তিন ভাবি , আর ( বুয়েট পাস, আই বি এর , এম বি এ ) ড্রাইভার এর সাথে দুই জন । সুরু হল আমাদের নবাব বেগম এর পতৌদি প্রাসাদ ভ্রমন
শিত এর ভ্রমন গুল একটু আলাদা এ হয় , তাছাড়া ১৫ , ২০ মিনিট রাস্তা পার হবার পর থেকে ই সুরু হয়ে গেল সর্ষে খেত , দিগন্ত জুড়ে গম এর খেত । বাচ্চা দের কিচির মিচির ,সব মিলিয়ে হারিয়ে যাবার নাই মানা ।
দূরত্ব যতই হোক ( মনে মনে ) কাছে থাকুন এর সত্য তা প্রমান এ দেখলাম আমাদের বাচ্চা দের বাপ গুল রাস্তার পাশে ধাবা তে গাড়ি থামাল ।
আড্ডা কি আর খালি পেটে জমে ? চা এবং পেয়ারা বিরতি ,
কাক্ষিত নিবাস
প্রবেশ পথ
স্বাগতম
মূল ভবন এর একাংশ
প্রাসাদ প্রবেশ
চলুন ঘুরে আসি অন্দর মহল
[img|http://ciu.somewherein.net/ciu/image/80236/small/?token_id=a62f3ae16bb07cf21e850870294b5d9
মহল
ছবি প্রদর্শন
হাওয়া মহল
হাওয়া মহল
সুইমিং পুল এর দৃশ হাওয়া মহল থেকে
মহল এর চারপাশ
অনেক ঘুরাঘুরি হল দেখা হোল , মাঝে বলতে ভুলে গেছি , আমরা দুপুর এর খাবার খেয়েছি , ৪০ ধরন এর , সাথে ছিল বেগম পসন্দ সেভই মানে আমাদের দুধ সেমাই জাকে বলে
যায়গা যেমন ই হোক , প্রিয় জন সাথে থাকলে, সেটাই হয়ে যায় পৃথিবীর ভূস্বর্গ
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭
মনিরা সুলতানা বলেছেন: সবুজ মহান , ভাইয়া আপনার ভাল লেগেছে জেনে আমার অ ভাল লাগ্ল , এটা আমার প্রথম ছবি ব্লগ , পরবর্তী তা আশা করছি , আরও সমৃদ্ধ হবে
২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
নিশাচর নাইম বলেছেন: দেখে যাওয়ার লোভ জাগছে...
আরো কিছু ছবি দিতেন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১
মনিরা সুলতানা বলেছেন: খুব বেশি আফসোস করার কিছু নাই নিশাচর ভাইয়া , আর দশ টার মতই এটা ।
ছবি আরও কয়েক শত দিতে পারব , কিন্তু ????/
আপনার মন্তব্য র জন্য ধন্যবাদ
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
ঢাকাবাসী বলেছেন: খুব সুন্দর পোষ্ট, ভাল লাগল।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ ঢাকাবাসী
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫
অদ্বিতীয়া আমি বলেছেন: খুব ভাল লাগল++++
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০
মনিরা সুলতানা বলেছেন: অদ্বিতীয়া আমি , অনেক ধন্যবাদ
আপনার + এর জন্য কৃতজ্ঞ
আপনার জন্য অনেক শুভকামনা
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪
পদ্মরাগ বলেছেন: জায়গা যেমন ই হোক , প্রিয় জন সাথে থাকলে, সেটাই হয়ে যায় পৃথিবীর ভূস্বর্গ জয়গা যেমন ই হোক , প্রিয় জন সাথে থাকলে, সেটাই হয়ে যায় পৃথিবীর ভূস্বর্গ
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
মনিরা সুলতানা বলেছেন: আপনি এ বলেন কথা সত্য কিনা ? আমার ত সত্যি বলেই মনে হয় নাকি তিন সত্যি বললেন ?
আপনার মন্তব্য জন্য ধন্যবাদ
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৭
প্রিন্স হেক্টর বলেছেন: নবাব পরিবারের সাথে ফটুক তুলেন নাই
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭
মনিরা সুলতানা বলেছেন: মাত্থা খারাপ নাকি আমার , ছবি তুল্লে ই ত প্রমান হয়া যাইব ,আমি অগ থিকা দেখতে পচা ।
কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে ?
অন্তত আমি ত না
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৯
মিজভী বাপ্পা বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।আপনি কি ইন্ডিয়াতে থাকেন নাকি???
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০
মনিরা সুলতানা বলেছেন: আমার পোস্ট পড়া ও মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বাপ্পা
জী স্বামী চাকরির সুবাদে আমি এখানে থাকি
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৪
শিরিষ গাছ বলেছেন: খুব ভালো লাগল। শর্মিলা ঠাকুর আপ্যায়ন করেছিলেন নাকি?
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ শিরিষ গাছ , উনারা তো আর নিজেরা আপ্যায়ন করেন না , তবে আপ্যায়ন এর জন্য , উনাদের বেতন ভুক্ত রা ছিলেন
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬
প্রিয়তমেষূ বলেছেন: শেয়ার করবার জন্য।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
মনিরা সুলতানা বলেছেন: আপনাকে ও অনেক ধন্যবাদ প্রিয় প্রিয়তমেষূ
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭
প্রিয়তমেষূ বলেছেন: ধন্যবাদ শেয়ার করবার জন্য।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
মনিরা সুলতানা বলেছেন:
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২
অন্যনায়ক বলেছেন: খুব সাধারণভাবে বলতে গেলে 'অসাধারণ', কারণ মন্তব্য করার ভাষা জানা থাকলে করতাম। ঈর্ষান্বিত বোধ করছি।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭
মনিরা সুলতানা বলেছেন: আমার জন্য অনেক বড় একটা বিষয় , আপনার এই 'অসাধারণ', মন্তব্য অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য ।
ঈর্ষান্বিত হবার প্রয়োজন নেই , চলে আসেন ঘুরতে
১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১
নাস্তিক দীপ বলেছেন: ভাল লাগলো
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আপনাকে ...
অনেক শুভেচ্ছা রইল
১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হায় হায়রে এত চমৎকার পোস্ট এত দেরিতে নজরে পড়লো !
ছবি গুলি হয়েছে অসাধারন ! ফটোগ্রাফারকে অভিনন্দন । পোস্ট দাতাকেও ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২
মনিরা সুলতানা বলেছেন: এহেম এহেম , প্রথম ছবি টা বাদে , বাকি সব গুল র ফটোগ্রাফার এবং পোস্ট দাতা একজন এ
অভিনন্দন গৃহীত হইল
১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬
ফিরেদেখা বলেছেন: ভাল লাগল। প্লাস।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ " ফিরেদেখা "
আপনার জন্য শুভকামনা
১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
মহসিন৭১ বলেছেন: হুম, ভাল ছবি
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
মনিরা সুলতানা বলেছেন: উম ম , ধন্যবাদ মহসিন৭১
১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
এম হুসাইন বলেছেন: প্রিন্স হেক্টর বলেছেন: নবাব পরিবারের সাথে ফটুক তুলেন নাই
পোস্ট অনেক ভাল্লাগসে! +
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
মনিরা সুলতানা বলেছেন: ভাবির কাছে আপনার পেজগি লাগায়েয়া দিলাম , এর পর অ আমার পোস্ট এ পিলাচ ????
আফনে ত বাই মহান
অনেক অনেক ধন্যবাদ
আপনাদের জন্য অনেক শুভকামনা
১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০
এম হুসাইন বলেছেন: আমার এ ঘর ভাঙিয়াছে যেবা/
আমি বাঁধি তার ঘর/
আপন করিতে কাঁদিয়া বেড়াই/
যে মোরে করেছে পর
শুভকামনা!
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
মনিরা সুলতানা বলেছেন: আহহা এই জন্যই কইছি
মহান..............................
১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২
আজনবী বলেছেন: ভাল লাগল।
আপনার বুয়েটপাশ ড্রাইভার কি বুয়েটের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিল?
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
মনিরা সুলতানা বলেছেন: আজনবী ...... অনেক অনেক ধন্যবাদ ভাল লাগার জন্য
জী না , বুয়েট পাস ড্রাইভার , আমার ড্রাইভার না ।। আমাদের মনবিজ্ঞানি ভাবীর ব্যক্তিগত ড্রাইভার
দুঃখের বিষয় যে , বুয়েটে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চালু হবার আগে ই উনি পড়াশুনা সমাপ্ত করেছেন
১৯| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২
আরজু পনি বলেছেন:
দশম ভালো লাগা জানালাম। আমারও যেতে ইচ্ছে করছে!
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পনি ...
সময় করে চলে আসলে ই হয় ...।
আমি ত আছি ইইইই
২০| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৬
একাকি উনমন বলেছেন: ভিশন ভিশন ভালো লাগলো . অনেক ধন্যবাদ এইসব ছবি আর তথ্য দেওয়ার জন্য ।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
মনিরা সুলতানা বলেছেন: সত্যি ভাল লেগেছে বলছেন ? আমি অনেক বেশি দ্বিধায় ছিলাম পোস্ট দেয়ার আগে ।
আপনাকে ও ধন্যবাদ আমার ব্লগ এ আসার জন্য
২১| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩
শের শায়রী বলেছেন: ভাল লাগা জানবেন। চমৎকার লিখছেন
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১
মনিরা সুলতানা বলেছেন: শের শায়রী , অনেক ধন্যবাদ ...।
অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য
২২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
সপ্নাতুর আহসান বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম।
Click This Link
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
মনিরা সুলতানা বলেছেন: ভাইয়া , আমিও কিন্তু ভাল লাগা জানিয়ে এসছি
অনেক ধন্যবাদ আপনাকে
২৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭
শোভন শামস বলেছেন: খুব সুন্দর পোষ্ট, ভাল লাগল। অনেক ধন্যবাদ
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
মনিরা সুলতানা বলেছেন: শোভন শামস ...।।
আমি তো লজ্জায় পরে গেলাম , আপনার মত গুনি একজন আমার এই অন্তঃসার শূন্য পোস্ট এর প্রশংসা করলেন
অনেক ধন্যবাদ আপনাকে
২৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০
টুং টাং বলেছেন: ধন্যবাদ
সুন্দর পোষ্ট,
ভাল লাগল
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ টুং টাং
পোস্ট এ ভাললাগা রেখে যাবার জন্য
২৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭
ইমরাজ কবির মুন বলেছেন:
বাব্বাহ!! খুব সুন্দর ||
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
মনিরা সুলতানা বলেছেন: আপনার কমেন্ট ও অপূর্ব ...।
অনেক ধন্যবাদ
২৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১
খেয়া ঘাট বলেছেন:
আপনার সাথেও আমারও ঘুরা হলেো বেশ,
রইলো আন্তরিক শুভেচ্ছা অশেষ।
আমার অনুসরনে আপনাকেও রাখলাম স্মরণে
দেখা হবে মাঝে মাঝে ব্লগীয় ভালোবাসার টানে।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ
কেন যেন মনে হচ্ছে , আমরা কাছা কাছি সময় এর বিশ্ববিদ্যালয় এর বাসিন্দা
২৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬
অক্টোপাস পল বলেছেন: ধন্যবাদ ছবিসমেত পোস্টটার জন্য। ভালো লাগলো।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭
মনিরা সুলতানা বলেছেন: আপনাকে ও ধন্যবাদ
শুভকামনা রইলো
২৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০
লোনলিফাইটার বলেছেন: দারুন পোস্ট +++
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ
২৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩
বটের ফল বলেছেন: অঅঅঅঅঅঅঅসাআআআআআআআআআআধারন পোষ্ট। ভালোলাগা দিয়ে গেলাম।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪
মনিরা সুলতানা বলেছেন: অঅঅঅঅঅঅঅসাআআআআআআআআআআধারন
কমেন্ট হয়েছে ...
ভালোলাগা নিয়ে নিলাম
৩০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫
যাযাবরমন বলেছেন: মূল ভবন এর উপরের পাখিগুল কি, কাক না কবুতর?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫
মনিরা সুলতানা বলেছেন: কবুতর ...
৩১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: নবাব তো সিরাম ইস্মার্ট আছিল...... পোলাটা তাইলে কার মত হইল?
ফটো পোস্ট ভাল লাগছে.......++++
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
মনিরা সুলতানা বলেছেন: +++ এর জন্য ধন্যবাদ ।।
পোলা ডা আর শুধু নবাব এর না...
৩২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০
আদম_ বলেছেন: সুন্দর। ভালো লাগল।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ভাইয়া ...
৩৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১
খেয়া ঘাট বলেছেন: প্রথম আলোর ভালোবাসার গল্প লিখা প্রতিযোগিতায় ফাস্টু হয়েছি, কেককুক খেয়ে বিল আমার নামে পাঠিয়ে দিয়েন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫
মনিরা সুলতানা বলেছেন: আমাকে কি ভাবছেন আপনি ?
নিজে তৈরি করে খাওয়ালে খাব , না হয় আসেন আমি করে খাওয়াবো ...।
অভিনন্দন আপনাকে
৩৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
ইয়ার শরীফ বলেছেন: এম হুসাইন বলেছেন: প্রিন্স হেক্টর বলেছেন: নবাব পরিবারের সাথে ফটুক তুলেন নাই
পোস্ট অনেক ভাল্লাগসে!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ ইয়ার শারিফ ।।
৩৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬
বাউন্ডুলে রুবেল বলেছেন: আপু আপনি কি আমার আগের ফেসবুক ফ্রেন্ড মনিরা আপু? ক্যান যেন চেনা চেনা লাগছে। ডি ইউ না আপনি?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮
মনিরা সুলতানা বলেছেন: হু চিঞ্ছস তাইলে ...।।
বউ কেমন আছে ?
৩৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
বাউন্ডুলে রুবেল বলেছেন: হাহাহা ব্রেকাপ হইয়া গেছে আপু। এতো কষ্ট কই রাখুম কন তো?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
মনিরা সুলতানা বলেছেন: হু
জব পাইয়া ......
বাউন্ডুলে কি ভদ্রলোক হয়ে গেল
ভাল থাকিস ......
৩৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
বাউন্ডুলে রুবেল বলেছেন: জব পাইছি তো। একমি তে জয়েন দিলাম এই মাসে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
মনিরা সুলতানা বলেছেন: ভাল খবর ...।
অনেক শুভ কামনা
৩৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬
মেহেরুন বলেছেন: চমৎকার পোস্ট। আচ্ছা এই প্রাসাদ কি সবার জন্য উন্মুক্ত???
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১
মনিরা সুলতানা বলেছেন: জি আপুনি , এখন এই প্রাসাদ আবাসিক হোটেল
আর দর্শনার্থী দের জন্য জনপ্রতি ৫০০ রুপি
অনেক ধন্যবাদ পোস্ট পড়ার জন্য
৩৯| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৫১
প্যাপিলন বলেছেন: দর্শনের জন্যই ৫০০ রুপি আর যারা এই পোস্টের মাধ্যমে প্রাসাদ ঘুরে এসেছে তাগো জন্য কত
০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০২
মনিরা সুলতানা বলেছেন: এইডা রে কয় পয়সা উসুল , ৫০০ রুপি দিয়া দেখে আসছি বলেই পোস্ট দিলাম
তাও বাথরুম এর ছবি তুলি নাই
৪০| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪২
না পারভীন বলেছেন: বেশ ভাল লেগেছে । জীবনে একটা নবাব প্যালেসে ঘুরতে গেছি অনেকবার , সেটা বগুড়ার নবাব প্যালেস । আজ সেই স্মৃতি মনে পড়ে গেছে ।
সবচেয়ে দ্রত গতির নেট স্লো । লাইক বাটন কাজ করছেনা । তবুও ১৯ তম ভাল লাগা গ্রহন করুন আপু ।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
মনিরা সুলতানা বলেছেন: সানন্দে গৃহীত হইলো
৪১| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭
স্পাইসিস্পাই001 বলেছেন: ছবির মাধ্যমে প্রাসাদ ঘুরতে মন্দ লাগল না .....
অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য ....
ভাল থাকবেন আপু ....শুভকামনা রইলো...
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৮
মনিরা সুলতানা বলেছেন: হু বুঝলাম ঘুরাঘুরি আপনার পছন্দ
শুভকামনার জন্য অনেক ধন্যবাদ ...
ভালথাকবেন
৪২| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৫
একজন আরমান বলেছেন:
আপু আপনার পোস্ট পড়ে তো ভারত ঘুরতে যেতে ইচ্ছে করছে।
কিন্তু এখনও পুরো বাংলাদেশ ই ভালো ভাবে দেখতে পারলাম না। আর তো ভারত।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৫
মনিরা সুলতানা বলেছেন: হু সাভার দেখেই শেষ করেন আগে
৪৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৫
একজন আরমান বলেছেন:
আপু আপনি জানলেন কি করে যে আমি সেদিন সাভার গিয়েছিলাম?
আপনি তো আমার ফেবু ফ্রেন্ডলিস্টে নেই। তাহলে !!!
পাবলিক স্ট্যাটাস !!!
সময়ের অনেক দাম। এখন বেকার তো তাই এই সময়ে শ্বশুরবাড়ির খোঁজ করে রাখছি। পরে কাজে দিবে।
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০
মনিরা সুলতানা বলেছেন: আমি আপনার পিছু নিয়েছি , অনেক আগেই ...
ভাল পরে জব পেয়ে গেলে, সময় নাও পেতে পারেন...।।
শুভস্য শিঘ্রম
৪৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৭
একজন আরমান বলেছেন:
কিভাবে আপু?
আর আপু জবটাই আসল। জব হয়ে গেলে আর সমস্যা থাকবে না।
আম্মা বলছে ২৮ আমি বলছি ২৮ হতে আরও ৫ বছর বাকী। তাই আমি বয়সে বিশ্বাসী না, টাকায় বিশ্বাসী। টাকা আছে তো সব হবে।
তাই এতো জব জব করছি।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৩
মনিরা সুলতানা বলেছেন: তাই এতো জব জব করছি।
হু বুঝলাম, বিবেচক ছেলে ......
৪৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৫
একজন আরমান বলেছেন:
আপু ভেবে চিন্তে সামনে না আগালে তো সমূহ বিপদকে মোকাবিলা করা যাবে না !
২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৪
মনিরা সুলতানা বলেছেন:
৪৬| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
শুধু সুন্দর বললে ভুল হবে সুন্দরের চেয়েও সুন্দর
+++++++++
২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৬
মনিরা সুলতানা বলেছেন: ভাই নবাবখানা সুন্দর না হয়ে পারে
ধন্যবাদ ......।
৪৭| ১২ ই মে, ২০১৩ রাত ১২:৪৮
বাংলাদেশী দালাল বলেছেন:
সবাই কই ভাল লাগছে আমি কই হিংসা লাগছে।
সময় পেলে পুরাতন পোস্ট পড়ি ভালাই লাগে।
১২ ই মে, ২০১৩ রাত ১:২৬
মনিরা সুলতানা বলেছেন: হিংসা না থাকলে জীবনে বড় হউন যায় না , উন্নতি করা তো আসম্ভপ ......।
আমারে ই দেখেন কেউ পাত্তা দেয় না ,সবাই ছুডু মনে করে তাই আমি নিজেই লিখে রাখছি বয় বৃদ্ধা র ব্লগ
বোঝা যাচ্ছে আপনে ঘড়ের ছাঁদ ফুরে আকাশ ইস্পরশ করতে পারবেন
হাহাহাহা সত্যি কথা লুকানো যায় না বাংলা ভাই , বের হয়ে আসে, দেখছেন অবশেষে আপ্নিও স্বীকার খাইলেন ...
সময় পেলে পুরাতন পোস্ট পড়ি ভালাই লাগে।
৪৮| ১২ ই মে, ২০১৩ দুপুর ১২:৪৩
বাংলাদেশী দালাল বলেছেন: আরেকটু বৃদ্ধা হওন যায় না?
যেরাম ধরেন "সামু র নানু ব্লগ"
বাংলা ভাই!!!!! ( (চান্দিতে আর মাত্র একটা চুল অবশিষ্ট)
ভুলে আইয়া পরছি মাফ কইরা দেয়া যায় না । (
ভুলে গেছিলাম আপনে "ঘটি" বেগম।
ভুলে লেখছি "সময় পেলে পুরাতন পোস্ট পড়ি ভালাই লাগে। "
কেরে জানি ভালা পাই(হিডেন টেক্সট)
১২ ই মে, ২০১৩ দুপুর ১:২২
মনিরা সুলতানা বলেছেন: হা হাহাহাহা সো প গে ......।।
:!>
৪৯| ১২ ই মে, ২০১৩ বিকাল ৪:০১
বাংলাদেশী দালাল বলেছেন:
একটা মজার ঘটনা ঘটছে উপরের কমেন্ট টা সেলিম আনোয়ার ভাইয়ের মা কবিতার পোস্টে দিয়ে দিছিলাম। সাথে সাথেই অবশ্য ডিলিট করার অনুরোধ করায় উনি ডিলিট করে দিছেন সাথে মুল্য বান কিছু উপদেশও পাইছি। :#>
১২ ই মে, ২০১৩ রাত ১০:৪০
মনিরা সুলতানা বলেছেন: ঘুরে এসছি
উপদেশ গুল আমাদের দুই জন এর জন্যই ......।। :!> :#>
৫০| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৩:০৯
বাংলাদেশী দালাল বলেছেন:
কেমন আছেন আপু?
বাড়ির সবাই ভালো?
ছবি গুল আর অপূর্ব বর্ণনায় মুগ্ধ বিমহিত ও পুলকিত হইলাম।
শুভ কামনা নিরন্তন।
ছবি গুল আর অপূর্ব বর্ণনায় মুগ্ধ বিমহিত ও পুলকিত হইলাম।
শুভ কামনা নিরন্তন।
১৩ ই মে, ২০১৩ বিকাল ৫:১৮
মনিরা সুলতানা বলেছেন: আপনাদের মত পাঠক আছে বলেই না এই সব অখাদ্য কুখাদ্য লেখার সাহস পাই
আপনার বিমোহিত ও পুলকিত মুখচ্ছবি আমার লেখার প্রেরণা হয়ে থাকল
৫১| ১৩ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
বাংলাদেশী দালাল বলেছেন:
আমার মত পাঠক গুলা যদি সামুতে না থাকত!!!! দেশ মনে হয় জাপান হয়ে যেত। জাতির দুর্ভাগ্য।
আমার ফেবুর খবর কোন চ্যানেলে দেখাইল????
অন. টঃ দিদি ও আপনে একটা পুরাই কাজলা দিদি।
১৩ ই মে, ২০১৩ রাত ৯:০২
মনিরা সুলতানা বলেছেন: কাজলা দিদি হারিয়ে না গেলেই হয় .........।।
ইনবক্স এ আদারস অপশন চেক করেন দেখবেন কোন চ্যানেল তবে গ্যারান্টি দিয়া কইতাছি মুন্নি সাহা বা ৭১ চ্যানেল না
৫২| ১৩ ই মে, ২০১৩ রাত ১১:১৭
বাংলাদেশী দালাল বলেছেন:
ছিছি কাজলা দিদি হারাবে কেন???
কিছুই পাইলাম না আফা কি কন?
সামুর নামে কিন্তু আমার কোন ফেবু আইডি নাই।
১৩ ই মে, ২০১৩ রাত ১১:৪০
মনিরা সুলতানা বলেছেন: কস কি মমিন
তাইলে কারে কি দিলাম
৫৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৯
বিলিয়ার রহমান বলেছেন: খুব সুন্দর পোষ্ট।
ভালোলাগা++
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫০
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রহমান!!!!
শুভ কামনা আপনার জন্য
৫৪| ১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৮
খায়রুল আহসান বলেছেন: অনেক দেরীতে আপনার প্রথম ছবি ব্লগ আজ পড়লাম। দেরীর কারণে সম্ভবতঃ ছবিগুলো এখন আর দেখা যায় না। তবে লেখাটা আর অনেকগুলো মন্তব্য/প্রতিমন্তব্য ভাল লেগেছে।
শুভেচ্ছা জানবেন।
১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৪
মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগে জানেন প্রায় ভুলে যাওয়া কোন লেখায় কারো মন্তব্য পেলে !
আগের ছবি ব্লগের সবগুলোর ই এই অবস্থা ,তুগলগাবাদ দুর্গ নিয়ে আর একটা লেখা তো একদম গায়েব
তারপর ও আপনি পোষ্ট ভ্রমন করেছেন এবং মন্তব্যগুলো পড়েছেন ,কৃতজ্ঞতা জানবেন ।
শুভ কামনা
৫৫| ১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০০
খায়রুল আহসান বলেছেন: যায়গা যেমন ই হোক , প্রিয় জন সাথে থাকলে, সেটাই হয়ে যায় পৃথিবীর ভূস্বর্গ - কথাটা ভাল লেগেছে এবং কথাটার সাথে আমি একমত।
১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪২
মনিরা সুলতানা বলেছেন: আহসান ভাই সহমত প্রকাশের জন্য অনেক ধন্যবাদ !
ভালো থাকবেন শুভ কামনা
৫৬| ০৪ ঠা মে, ২০১৭ ভোর ৫:৪৭
ডঃ এম এ আলী বলেছেন: আরো অনেক বেশি ভাল লাগত ছবিগুলি দেখতে পেলে । ছবি গুলি হারাল কোথায় ।
যাহোক আমি একটা রেখে গেলাম ।
[img|[Imgur](http://i.imgur.com/u2YS989.png)]
শুভেচ্ছা রইল
১৫ ই মে, ২০১৭ রাত ৮:১৪
মনিরা সুলতানা বলেছেন: ছবিগুলো পোস্ট কে পূর্ণতা দিত ; যদিও আমার ফেসবুকে এখন ও সবগুলোই রয়ে গেছে !
শুভ কামনা ভাইয়া !
৫৭| ০৪ ঠা মে, ২০১৭ ভোর ৫:৫৭
ডঃ এম এ আলী বলেছেন: আরো অনেক বেশি ভাল লাগত ছবিগুলি দেখতে পেলে ।
ছবি গুলি হারাল কোথায় ।
যাহোক আমি একটা রেখে গেলাম ।
শুভেচ্ছা রইল
১৫ ই মে, ২০১৭ রাত ৮:১৬
মনিরা সুলতানা বলেছেন: সুন্দর ছবি র জন্য ধন্যবাদ !
আপনার জন্য ও শুভ কামনা
৫৮| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ৮:১২
মানবী বলেছেন: খুব ইন্টারেস্টিং পোস্ট, ছবিসহ আরো ভালো ছিলো মনে হয়!
ব্লগে আমার দীঘ উপস্থিতির সময় লেখাটি আসায় মিস করেছি!!
মজার পোস্টের জন্য ধন্যবাদ মনিরা সুলতানা!
১৫ ই মে, ২০১৭ রাত ৮:১৮
মনিরা সুলতানা বলেছেন: আপনাকে ও ধন্যবাদ আপু ; একটা অসমাপ্ত পোষ্ট এ চমৎকার মন্তব্য করার জন্য !
শুভ কামনা
৫৯| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩০
রাকু হাসান বলেছেন:
মনিরা আপু প্রথম পোস্টের স্মৃতিতে ভাগ বসাতে আসছি ,ব্লগ বাড়িতে ..ভাল লাগছিলো পড়তে কিন্তু ছবিগুলো দেখাচ্ছে না । আগে তো ছিলাম না ,ব্লগে তাই মনিরা আপু প্রথম পোস্টের স্মৃতিতে ভাগ বসাতে আসছি ,ব্লগ বাড়িতে ..ভাল লাগছিলো পড়তে কিন্তু ছবিগুলো দেখাচ্ছে না । আগে তো ছিলাম না ,ব্লগে তাই এক ঝুড়ি ফুলের শুভেচ্ছা জানালাম । ব্লগীয় পথচলা দীর্ঘ থেকে দীর্ঘতর হোক ।
০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৮
মনিরা সুলতানা বলেছেন: শুরুর দিকের কোন পোস্টে'ই ছবি দেখা যাচ্ছে না , নতুন করে আবার এডিট করা মানে দুই'লেখার সমান যন্ত্রণা
যাইহোক আপনাকে আমার লেখায় পেয়ে ভালোলাগলো ! আপনার ফুলেল শুভেচ্ছা ও ।
অনেক অনেক ভালোথাকার শুভ কামনা আপনার জন্য।
৬০| ২০ শে মে, ২০১৯ ভোর ৬:১৪
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার প্রথম পোস্টে কমেন্টের ছাপ রেখে গেলাম...
ছবিগুলো হারালো কোথায় ?
২০ শে মে, ২০১৯ রাত ১০:২১
মনিরা সুলতানা বলেছেন: আহা আপনার পদচারনায় ধন্য হলাম জনাব!
তবে এটা আমার প্রথম পোস্ট না, দ্বিতীয় তৃতীয় ও না মাঝে একটা দুইটা পোস্ট সেই যে ব্লগ হ্যাকিং এর কবলে গেলো; তারপর থেকে আগের পোস্টে ছবি ও গায়েব কিছু পোষ্ট ও গায়েব
আপনি ফেসবুকে থাকলে আমার আই ডি তে গেলে ছবিগুলো পাবেন, সেখানে আছে।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
৬১| ২০ শে মে, ২০১৯ রাত ১০:৪৭
আর্কিওপটেরিক্স বলেছেন: এটার কারন মনে হয় সাইটের ডেটাবেজ ব্যাক আপে ছবিগুলো ছিলো না। এরকম হ্যাকিং এর শিকার হলে সাধারণত সাইট এডমিনিস্ট্রেটররা ব্যাক আপ বা মিরোর রিস্টোর করে। অনেক সময় হোস্টিং পরিবর্তনের কারনে কিছু ডাটা হারিয়ে যেতে পারে।
আমি ফেসবুক ব্যবহার করি না। তাই নেটে বা গুগল ম্যাপ বা ৩৬০° ভিউ দেখে নিবো।
২০ শে মে, ২০১৯ রাত ১১:০১
মনিরা সুলতানা বলেছেন: দেখি মনে যথেষ্ট সাহস থাকলে পোষ্ট ছবি সহ আবার প্রকাশে হাত দিতে পারি। ইচ্ছেটাই আসল, সেটাই হয় না
৬২| ২১ শে মে, ২০১৯ রাত ১১:০০
আর্কিওপটেরিক্স বলেছেন: ইচ্ছে থাকলে উপায় হয় বটে, তবে সময়টাও বড় একটা বিষয় !
২২ শে মে, ২০১৯ রাত ১০:৪৬
মনিরা সুলতানা বলেছেন: সহমত ।
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
সবুজ মহান বলেছেন: ভাল লাগল ++