নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

লাইফ অব Dুবাই যাপিত জীবন-২ (বৈশাখ আমার আঙিনায়)

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২৭

সূর্যোদয়ের ভেলা

কাছের কাঁটা আপন জন(ক্যাক্টাস) আমার জানালা থেকে সবচাইতে বেশী দেখা যায়

উদাস দুপুড়

একলা ঘুঘু

দেব খোপায় তারার ফুল

আমি মেলবো না আর স্বপ্নডানা, ঐ নীল মেঘেদের ছোঁয়ায়..

আকাশ এত্ত বড়

গর্বিত কৃষানী

করলা ফুলে রোদের আভা

চা

বৈশাখী পিঠা

ঝুমক জবা কানের দুল

নিঃসঙ্গ ছায়া

কাছের প্রিয় চেনা গুচ্ছ

কাছের প্রিয় চেনা গুচ্ছ

নয়ন তারা

ক্যাকটাস

স্পর্ধিত বেড়ে উঠা

আকন্দ আমার আকন্দ

বাগান বিলাস

ফুলে ও ফলে

হলদে পরী

চা এর বিকেল

আমি লিখবো না আর কাব্য কোনো, স্মৃতির ছেড়া পাতায়

ফিরে চলা

সন্ধ্যার ও ছায়া নামে এলোমেলো হাওয়া ভাল লাগে জীবনের এই গান গাওয়া



প্রতিদিনের পথচলার সময় এর কিছু ছবি আমার মোবাইল ক্যামেরায় :)

মন্তব্য ১১৪ টি রেটিং +২৩/-০

মন্তব্য (১১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৩

ইমরাজ কবির মুন বলেছেন:
১ ম্যাসমারাইজিং।
৩ সুন্দর।
গোলাপ পিঠা খাইতে খুব মজা লাগে।
গুচ্ছ১ চমৎকার লাগসে।
বাকিগুলাও কম-বেশি ভাল ||
:)

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩০

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মুন
ম্যাসমারাইজিং এক এর সিরিজে দশ টার মত ছবি আছে ,আপলোড করতে যেয়ে দেখি সব চাইতে সাধারন টা আসছে ..
গোলাপ পিঠা আসলে ও অনেক মজার :P
গুচ্ছ ১ কে চমৎকার আর বাকিগুলি কে কম বেশি ভালো বলার জন্য মি আনন্দিত :)

২| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৭

ফয়সাল রকি বলেছেন: উদাস দুপর-টা বেশী ভাল লেগেছে।

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩১

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রকি...
আশা করছি ভালো আছেন , অনেক অনেক শুভ কামনা :)

৩| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪১

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক সুন্দর ছবিগুলো, সেই সাথে ক্যাপশন!!!!
অনেক শুভেচ্ছা আপু!

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৩

মনিরা সুলতানা বলেছেন: আপনার জন্য ও অনেক শুভকামনা বীথি আপু
অনেক অনেক ধন্যবাদ পোস্ট দেখার জন্য :)

৪| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সন্ধ্যার ও ছায়া নামে এলোমেলো হাওয়া ভাল লাগে জীবনের এই গান গাওয়া

:)

++++++++++

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৫

মনিরা সুলতানা বলেছেন: ওরে বাবা এত এত প্লাস ...
শুভ কামনা এবং ধন্যবাদ বিদ্রোহী ভাই :)

৫| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৩

পুলহ বলেছেন: ক্যাকটাসের ফুল আগে দেখি নি, খুব ভালো লাগলো দেখে...
ঐদেশে গাওয়া/ ক্বাওয়া চলে না আপু? আব্বুর চাকরির সুবাদে আমার কয়েকবার আরব দেশে যাওয়া হয়েছিলো, সেখানে তো দেখতাম ওরা গাওয়া খায়...
আরব আমিরাত দেশটাকে নিয়ে সিরিজ লেখা শুরু করতে পারেন, ওদের সংস্কৃতি, ওদের দেশ, মূল্যবোধ, সমাজ...
আমার কাছে 'স্পর্ধিত বেড়ে ওঠা' আর 'আমি লিখবো না আর কাব্য কোনো, স্মৃতির ছেড়া পাতায়' ছবি দু'টো অন্যরকম লেগেছে। অন্যরকম ভালো!!
দেশ থেকে দূরে আপনার যারা আছেন, তারা ভালো থাকুন, সুস্থ থাকুন সব সময়- এই শুভকামনা!

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৫

মনিরা সুলতানা বলেছেন: ক্যাক্টাসের যে কত রকম কত সুন্দর আর বিচিত্র ফুল আছে মরুভূমি তে না আসলে দেখা হত না ...

কাহাবা উচ্চারন টা একেকজন একেক রকম করে ,তবে এদের আপ্যায়নে আরোবিয়ার টি আর খেজুর দিতে দেখেছি



সিরিজ আর আমি ? আমি আসলে কোন কিছুতেই সিরিয়াস না ,অনেক অলস :(

অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য , প্রিয় দেশে প্রিয় প্রিয়সব মানুষ গুলো আপনারা ও অনেক ভালো থাকুন :)

৬| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৭

এডওয়ার্ড মায়া বলেছেন: ক্ষুদ্র কথামালায় এবং ছবিতে দারুন ভাল লাগা !
উদাস দুপুরের ছবিটা বেশি ভাল্লাগছে

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৮

মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় স্বাগত এড্‌ওয়াড মায়া ...
আপনার দারুন ভালোলাগা নিজের করে রাখলাম
অনেক অনেক বেশী ভালো ,থাকবেন শুভ কামনা :)

৭| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৪

ডি মুন বলেছেন:
ছবিগুলো সুন্দর, স্নিগ্ধ।

করল্লার ফুল দেখতে খুব সুন্দর। বলতে গেলে, বেশিরভাগ সবজিরই ফুলগুলো দারুণ বর্ণীল হয়।

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৭

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ডি মুন
হুম সত্যি ই তাই কুমড়ো ফুল, জিঙ্গে ফুল ও আমার প্রিয় ।
শুভ কামনা :)

৮| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৩

আরাফআহনাফ বলেছেন: দারুন লাগলো ছবিগুলো, হারিয়ে গেলাম পুরোনো স্মৃতিতে।
২০০৯ এ ৯ মাস ছিলাম শারজায়- অনেক স্মৃতি জাগানিয়া জায়গা আরব-আমিরাত।

++++
ভালো থাকবেন নিরন্তর।

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৩

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত আরাফআহনাফ
++++++ গুলওর জন্য অনেক অনেক ধন্যবাদ ,শুভ কামনা আপনার জন্য :)

৯| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯

হাসান মাহবুব বলেছেন: মরু দেশে এত সুশ্রী ফুল-মূল! :-/

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৬

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা এরা আসাধ্য সাধন করছে ভাইয়া
ইয়ে মানে মরিচ,আর করলা আমার নিজের হাতের চাষাবাদ :``>>

শুভ কামনা :)

১০| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগা রইল ছবি পোষ্টে।

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৪

মনিরা সুলতানা বলেছেন: ভালো লাগা প্রকাশের জন্য কৃতজ্ঞতা সুজন
অনেক অনেক ধন্যবাদ :)

১১| ১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৫

শামছুল ইসলাম বলেছেন: সূর্যোদয়ের ভেলায় চড়ে সন্ধ্যায় নীড়ে ফেরা,
মাঝের সময়টায় মোবাইল বন্দী কিছু অসাধারণ ছবি।

//আমি লিখবো না আর কাব্য কোনো, স্মৃতির ছেড়া পাতায়//
--- ছবির সাথে মনটাও খারাপ হয়ে যায়।

ভাল থাকুন। সবসময়।

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০১

মনিরা সুলতানা বলেছেন: হ্যা কিছু কিছু কবিতা , লেখা যেমন মন খারাপ করে তেমনি কিছু মুহূর্তের ধারণকৃত ছবি ও বিষণ্ণতায় ভরা থাকে.
অনেক অনেক ধন্যবাদ শামছুল ইসলাম , আপনি ও অনেক ভালো থাকবেন :)

১২| ১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

আপু, এই ফুল ও গাছ গুলো কি দু-ভাই (পোষ্টের টাইটেল পড়ে সেটাই ভেবেছি প্রথমে) এর। সেখানেও কি কৃষ্নচুড়া ফুটে? ছবি গুলো কিন্তু দারুন হয়েছে। কোন ক্যামেরা ক্যানন না নাইকন?

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৫

মনিরা সুলতানা বলেছেন: জি ভাইয়া ডুভাই এর ।
চমৎকার কৃষ্ণ চুড়ার ছবি আছে আমার কাছে মোবাইলে তোলা ,আমার সোসাইটিতেই অসংখ্য নিম আর কৃষ্ণচূড়া গাছ ।
অনেক ধন্যবাদ ছবি দারুন বলছেন তাই :``>>
মোবাইল ক্যামেরা ভাইয়া :)

১৩| ১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৬

মুসাফির নামা বলেছেন: অসাধারণ সব ছবি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৭

মনিরা সুলতানা বলেছেন: ইয়ে মানে এত ধন্যবাদ পেলে তো প্রতিদিনের সব ছবি ই আপলোড দিয়া শুর করব #:-S

অনেক অনেক ধন্যবাদ মুসাফির ,শুভ কামনা থাকল :)

১৪| ১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

ফেরদৌসা রুহী বলেছেন: বাহ মোবাইলে অনেক সুন্দর এসেছে ছবিগুলি।

ছবির সাথে ক্যাপশন ও চমৎকার সাজিয়েছেন।

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৯

মনিরা সুলতানা বলেছেন: ফেরদৌসা রুহী আপু অনেক অনেক ধন্যবাদ দেখা এবং মন্তব্যের জন্য
সুন্দর বলেছেন এই জন্য আনন্দিত ... :)

১৫| ১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

সাহসী সন্তান বলেছেন: মনিরাপু, আপনি কোন ব্রান্ডের মোবাইল ফোন ব্যবহার করেন? এত সুন্দর ছবি, সত্যিই খুব ভাল লাগলো! আপনার যে ছবি তোলার হাত, ভাবতেছি আপনার কাছে ফটোগ্রাফিংয়ের ক্লাস করবো..... ;)

চমৎকার ছবি ব্লগে অনেক অনেক ভাল লাগা রইলো! শুভ কামনা আপু!

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৩

মনিরা সুলতানা বলেছেন: জি ভাই আমার ছবি তোলার হাত আছে বলছেন ধন্যবাদ ধন্যবাদ আমি আধা লজ্জিত ও :`<
তবে আপনার আধা বন্ধ চক্ষু দেখেই বুঝতে পারছি আপনার ছবি তোলার চোখ আছে B-))

ছবি গুলো বেশির ভাগ ই ব্ল্যাকবেরী জেড-১০ এ তোলা ..

দারুণ মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ সাহসী সন্তান ভাই :)

১৬| ১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর ছবি ব্লগে +++

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৫

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মানুষ ভাই
++++ এর জন্য কৃতজ্ঞতা :)

১৭| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০২

নীলপরি বলেছেন: খুব সুন্দর ছবিগুলো । সাথে লেখাটাও ।
পিঠেগুলো কি আপনি বানিয়েছেন ?

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৭

মনিরা সুলতানা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ পরি
কয়েকজন মিলে বানানো পিঠে ....

শুভ কামনা তোমার জন্য :)

১৮| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৭

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: মনোমুগ্ধকর! সত্যিই বেশ ভালো লাগলো।

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৮

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ ভালোলাগা প্রকাশের জন্য শামীম ।
ভালো থাকবেন শুভ কামনা :)

১৯| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০১

সুমন কর বলেছেন: চমৎকার !!

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সুমন কর
শুভ কামনা :)

২০| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৩

জুন বলেছেন: মনিরা প্রতিটা ছবি দেখে কিছুক্ষন তাকিয়ে থাকলাম। আকন্দ ফুল দিয়ে মালা গাথার কথা মনে পড়লো।
নয়ন তারার নীচে যে ক্যকটাস যা ডেজার্ট রোজ নামে পরিচিত তা সত্যি দেখার মত। আমার গাছে ফুটে থাকা ফুলের ছবি দেবো কাল তোমাকে।
অনেক অনেক ভালোলাগা জানিয়ে দিও তোমার মোবাইলকে :)
+

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৬

মনিরা সুলতানা বলেছেন: জুন আপু তুমি আসলেই অনেক মায়াবতী
এত চমৎকার বল , মন ভালো হয়ে যায়....

হাহাহা জানলাম ভাংগা মোবাইল কে বেশ পুরনো মডেল এটা ,বাসায় পরে ছিল আমি ইউস করা শুর করেছি ছবি ভালো উঠে তাই ।
তোমার গাছে ফুটে থাকা ফুলের অপেক্ষায় রইলাম :)

অনেক অনেক শুভ কামনা আপু ...

২১| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩০

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,



গর্বিত কৃষানীর স্পর্ধিত মোবাইলের কাজ, করলা ফুলে রোদের আভার মতোই মিষ্টি । ++

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১

মনিরা সুলতানা বলেছেন: আপনার মন্তব্য যে কোন পোস্ট এর অলংকার ...
অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা আমার পোস্ট এর শোভা বর্ধনের জন্য ।

শুভ কামনা আপনার জন্য :)

২২| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪২

কেএসরথি বলেছেন: উদাস দুপুর - ছবিটা খুব ভালো লেগেছে। মনে হয় যেন রাজ্যের সব নিঃসন্ঙতা এসে ভীড় করেছে।

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৯

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত কেএসরথি
হ্যাঁ সময়টাই ঐ রকম থাকে ....

ধন্যবাদ মন্তব্যের জন্য ,শুভ কামনা :)

২৩| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৬

জেআইসিত্রস বলেছেন: ছবি গুলো মন কেড়েছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০১

মনিরা সুলতানা বলেছেন: আপনাকে ও ধন্যবাদ আমার লেখায় মন্তব্য করার জন্য
অনেক অনেক শুভ কামনা :)

২৪| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০২

রফিকুজজামান লিটন বলেছেন: মনোমুগ্ধকর ছবি সাথে চমৎকার সব ক্যাপশন !! পিঠা খেতে মুন চায় B-) অনেক অনেক শুভেচ্ছা আপু! ভালো থাকবেন !

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৩

মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর লিটন ,আশা করছি ভালো ছিলেন !
পরের পিঠা বরই মিঠা গুনি জনেরা বলে গেছেন ,সো মুন তো চাইবেই :P

ধন্যবাদ মন্তব্যের জন্য ,আপনি ও ভালো থাকবেন
শুভ কামনা :)

২৫| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০২

প্রামানিক বলেছেন: চমৎকার ছবি। মুগ্ধ হয়ে দেখলাম। শুভ্চেছা রইল।

২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৭

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ছড়াকার ভাই
শুভ কামনা :)

২৬| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ২:১৮

ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লেগেছে সাথে ফুলের নাম ।

২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫০

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত ডঃ এম এ আলী ...
ভালো লাগা নিলাম :)

২৭| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: চোখে ঘুম থাকায় একটি ছবি এটাচ করতে গিয়ে ভুল বাটনে চাপ লাগায় লিখা শেষ না হতেই আগের লিখাটি পোষ্ট হয়ে যায় । তাই দ্বিতীয়বার লিখতে হলো । পোষ্টের ছবিগুলো সাথে তার নাম, মরুভুমির বিচিত্র সব গাছ গাছালী , ফলবান খেজুরগাছ সবকিছু মিলে দুবাইএর ইকুলজির একটি সামগ্রিক চিত্রই ফুটে উঠে মানষপটে । আরো আছে চা সাথে পিঠাপুলির মুখরোচক আয়োজন । শুধু কি এখানেই শেষ , এর সাথে রয়েছে যে ছন্দময় কবিতার অংশ বিশেষ । চিত্রগুলুর সাথে ছোট ছোট কথামালার সমাহারে বিষয়বস্তুর প্রাঞ্জল উপস্থাপনা দিয়ে দর্শককে মন্ত্রমুদ্ধের মত পোষ্ট এর শুরু থেকে শেষ পর্যন্ত টেনে নেয়া সে যে কম কথা নয় । শুধু প্রসংসা বার্তাই যধেষ্ট নয় তাই সাথে ঠান্ডার দেশে গ্রীন হাউজে ফোটা একটি ক্যাকটাস ফুলও এ সাথে রইল ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা থাকল ।

২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০২

মনিরা সুলতানা বলেছেন: অসাধারন মন্তব্য ভালো লাগা ...
সাথে অসম্ভব সুন্দর গ্রীন হাউজে ফোটা ক্যাকটাস ফুল এর জন্য অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ আপনাকে
আমার পোস্ট আমার চাইতে চমৎকার ভাবে মন্তব্যে উপস্থাপন করছেন আপনারা পাঠক সবাই ,আমি কৃতজ্ঞ ।

শুভ কামনা , অনেক ভালো থাকবেন :)

২৮| ২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৫৬

কালনী নদী বলেছেন: অসাধারণ ছবি ব্লগ হয়েছে আপুনি! মনের সব কথা ডঃ এম এ আলী ভাই বলে ফেলেছেন। তাই আপাতত লেখাটি প্রিয়তে ও সংগ্রহে গেল। অনেক অনেক ভাল থেক বোন, আনি যে ডোবাই থাকেন সেটা জানতাম না! শহরের সুন্দর্যই ফুটে উঠেছে আপনার পোস্টে অন্যরকম শিল্পীর আচরে। শুভেচ্ছা রইল।

২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৬

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নদী ...
হাহাহা তাহলে ডঃ ভাই কে জা বলেছি সেটা আপনার জন্য ও প্রযোজ্য , যেমন কোন ফর্ম পুরন করতে যেয়ে একই ঠিকানা দুইবার লিখতে গেলে পরের বার ঐ লিখতাম ছোট বেলায় ঠিক তেমনি ই ;)

মজা করলাম ভাইয়া , আপনার জন্য ও অনেক অনেক শুভেচ্ছা চমৎকার মন্তব্যের জন্য ।
শহর টা অনেক অনেক সুন্দর ,এর সুন্দর করেছে,সুন্দর করে রেখেছে যত্ন করেই কারন এদের অন্যতম প্রধান ব্যাবসা পর্যটন ছোট্ট একটা শহরকে দেখার মত করে রেখেছে ড্রয়িং রুমের মত করে ।

খুব বেশী ভালো থাকবেন নদী :)

২৯| ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩২

জুন বলেছেন:

আমার টবে ফুটে থাকা মরু গোলাপ তোমার জন্য মনিরা :)

২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৯

মনিরা সুলতানা বলেছেন: ওরে জুনাপ্পি দারুন তোমার ছবি তোলার হাত ও চমৎকার ।
মন ভালো হয়ে গেলো আপু :)

৩০| ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২১

আরজু পনি বলেছেন:
স্পর্ধিত বেড়ে উঠা কথাটা মনে ধরেছে ।

ছবি ব্লগ আর সাথে ছোট ছোট কাব্য ঢঙয়ে বর্ণনায় অনেক ভালো লাগা রইল।

চায়ের ছবি দেখে বিশেষ করে মাটির গ্লাসে চা খেতে মন চাইছে ! /:)

২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৫

মনিরা সুলতানা বলেছেন: সত্যি বলছি ছবি তুলতে যেয়ে ঠিক এই লাইনটাই মনে হয়েছে কেবল ...
এই মাটির গ্লাসে চা নিয়ে এক বিশাল গদ্য রচনার চিন্তায় আছি , চার বছরের ব্লগিং এ বহুবার ভেবেছি কিন্তু কর্মে দেখাতে পারি নাই ভাবছি এবারে লিখে ফেলব মনের মত করে ;)

শুভ কামনা :)

৩১| ২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার যতসব ছবি।

২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৪

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ বাঙালী আপনাকে
আমার লেখায় স্বাগতম :)

৩২| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৫

জেন রসি বলেছেন: বাহ! চমৎকার!

শুভকামনা রইলো। :)

২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০০

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ রসিভাই
আপনার জন্য ও শুভ কামনা :)

৩৩| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৪

হাসান রাজু বলেছেন: হুম ! ফটো ব্লগ । আমার ফটোব্লগ ভালো লাগে । সুন্দর ।

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৯

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ হাসান ...
শুভ কামনা আপনার জন্য :)

৩৪| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫০

এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল :)

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২৯

মনিরা সুলতানা বলেছেন: আপনার জন্য ও শুভেচ্ছা সাবির ..
শুভ কামনার জন্য ধন্যবাদ ,আশা করছি অনেক ভালো ছিলেন :)

৩৫| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৯

সচেতনহ্যাপী বলেছেন: অনেক দেরীতে...।। কাওয়াহ, গাওয়া, যে নামেই ডাকা হোক, এটাকে আরবী চা ও বলা চলে।। এলাচ এবং জাফরানের সাথে এর রূপ-গন্ধ আর স্বাদও আলাদা।। সাথে অবশ্যই খেজুর বা চকলেট জাতিয় কিছু।।
ক্যাকটাস অনেক দেখেছি কিন্তু এর ফুল দেখি নি।। ধন্যবাদ ।।
এখানেও প্রতিবছরই মেলা হয় বলে শুনেছি, কিন্তু যাওয়া হয় নি কোনদিনও।। বলা যায় ঘরকুনো ব্যাঙ।।

২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৩

মনিরা সুলতানা বলেছেন: হুম আরবী চা বলে ,আপনার আমার চাইতে ভালো জানার কথা ,আমি তো মাত্র এলাম তাছাড়া ঘড় কুনো খুব কমই দেখি ,জানি ।
আমার মেলায় ঘুরতে অনেক ভালো লাগে ,খবর পেলে মিস করি না ।

ভালো থাকবেন ভাইয়া শুভ কামনা :)

৩৬| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৮

উল্টা দূরবীন বলেছেন: ফুলের ছবিগুলো বেশ ভালো লাগলো। আর পিঠার ছবি দেখে খিদা লাগছে।

২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৫

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ দূরবীন
ফুল এর ছবি তোলা আমার নেশা , সেটা কে কেউ ভালো বললে মন ভালো হয়ে যায় আমার ।

শুভ কামনা :)

৩৭| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৪

বিজন রয় বলেছেন: সুন্দর। আপনিও কি ভ্রমণ যাযাবর? জুন আপার মতো?

২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৯

মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর রয় ,ক্যামন আছেন আপনি ।

সুন্দর বলার জন্য কৃতজ্ঞতা সহ ধন্যবাদ ।
না না আমি এত ঘুরতে পারি না ,আশে পাশে যা দেখি তাই মাঝে মাঝে তুলে ধরি ।

ভালো থাকবেন ,শুভ কামনা :)

৩৮| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১০

আমিই মিসির আলী বলেছেন: ছবি দেইখ্যা চোখ জুড়াইলো আপু।।

++

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৮

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ মিসির আলী
আর মন্তব্যে আমার মন ভরল :)

৩৯| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৮

বিপ্লব06 বলেছেন: ছবি ব্লগ!!! ভাল লাগছে!!!

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২১

মনিরা সুলতানা বলেছেন: :) :)

৪০| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৩

হুকুম আলী বলেছেন: খুব সুন্দর ছবি।

২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৫

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আলী
আমার লেখায় আপনাকে স্বাগত :)

৪১| ২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

মহামহোপাধ্যায় বলেছেন: আফা গো এইডা কি দেহাইলেন?? :|| দুবাই দ্যাশেও ঘুঘু আছে?? আমি তো জানতাম ঘুঘু খালি আমাগো ভিটাতেই চড়ে :(


হা হা হা কেমন আছেন আপু?? আশা করি এই বৈশাখে দারুণ আছেন। অনেকদিন পর আপনার ব্লগে এলাম। চমৎকার লাগল ছবি ব্লগ। জবা, কৃষ্ণচূড়া দেখে খুব কাছেই মনে হলো :)


ভালো থাকুন। শুভেচ্ছা রইলো :)

৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৩

মনিরা সুলতানা বলেছেন: হ বাই দুবাই দেশে ও ঘুঘু আছে ,তয় এরা আমাগো দেশের মত ভিটা পায় না বইল্লা রাস্তায় চড়ে ;)

আলহামদুলিল্লাহ ভালো আছি , আশা করছি আপনি ও ভালো ছিলেন !
মিস করি আপনাদের লেখা অনেকদিন কোন পোষ্ট দিচ্ছেন না :(

একদম ধু ধু মরু ছাড়া এরা অনেকটাই গ্রিন করে ফেলেছে ,তাছাড়া টুরিস্ট প্রধান দেশ এটা এদের সেজেগুজেই থাকতে হয় সারা বছড় ।

অনেক অনেক ভালো থাকুন ,শুভ কামনা :)

৪২| ০১ লা মে, ২০১৬ সকাল ৮:৫২

ইসমাইলহোসেন০০৭ বলেছেন: অসাধারণ। আমি মুগ্ধ। ++

০১ লা মে, ২০১৬ রাত ৯:৫৩

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ইসমাইল হোসেন ++++ এর জন্য
শুভ কামনা :)

৪৩| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:২৯

রোদেলা বলেছেন: উদাস হয়ে গেলা্ম .।।।

০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:৪১

মনিরা সুলতানা বলেছেন: ভালো জিনিস ;)

৪৪| ০৬ ই মে, ২০১৬ রাত ১২:০০

গুলশান কিবরীয়া বলেছেন: বেশ সুন্দর থিম দিয়ে সাজিয়েছেন আপনাকে ছবি ঘর । দারুণ সুন্দর বর্ণনায় ছবি গুলো ভীষণ আকর্ষণীয় লাগছে । অনেক অনেক ভালো লাগা । :)

০৬ ই মে, ২০১৬ রাত ১২:২২

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ গুলশান মন্তব্যের জন্য
শুভ কামনা :)

৪৫| ০৭ ই মে, ২০১৬ রাত ১২:৫৭

পবন সরকার বলেছেন: দারুণ ছবি। খুব ভাল লাগল।

০৭ ই মে, ২০১৬ দুপুর ১২:১৫

মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত পবন সরকার !!!
আপনার ভালো লেগেছে জানতে পেরে খুশি হলাম ।
অনেক ভালো থাকবেন শুভ কামনা :)

৪৬| ০৭ ই মে, ২০১৬ রাত ২:৫১

আনু মোল্লাহ বলেছেন: ছবি আর ক্যাপশন দারুণ উপভোগ করেছি। শুভেচ্ছা প্রিয় আপু।

০৭ ই মে, ২০১৬ দুপুর ১২:১৭

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আনু মোল্লাহ
ভালো থাকবেন :)

৪৭| ০৮ ই মে, ২০১৬ রাত ১২:১০

স্নিগ্ধ শোভন বলেছেন:
ছবিগুলো ভালো লাগলো আপু। ++

কেমন আছেন সবাই?

০৮ ই মে, ২০১৬ রাত ১২:১৪

মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে বাহ
বহুদিন পর দেখলাম , সত্যিই খুব খুব ভালো লাগছে ব্লগে দেখে !!!!
আলহামদুলিল্লাহ ভালো আছি ।
অনেক অনেক শুভ কামনা :)

৪৮| ০৮ ই মে, ২০১৬ সকাল ৭:৫৮

শায়মা বলেছেন: আপু তোমার না চারিদিকেই ক্যাকটাস!!!!!!!!!

বাংলাদেশে আসলে একশোটা বেবি ক্যাকটাস নিয়ে আসবে আমার জন্য!!!!!

০৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

মনিরা সুলতানা বলেছেন: :) :) :)
তাহলে
আমাকে
কি
দিবা?

৪৯| ০৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:০১

শায়মা বলেছেন: কি আবার!

টেরারিয়াম!!!!!

মাছের তেলে মাছ ভাজবো বুঝলে না!!!!! :P

০৮ ই মে, ২০১৬ রাত ৯:২৮

মনিরা সুলতানা বলেছেন: তাইলে আর কি অন দ্যা ওয়ে ধরে নাও ;)

৫০| ০৯ ই মে, ২০১৬ বিকাল ৫:০১

খায়রুল আহসান বলেছেন: খুবই ভালো লাগলো আপনার ছবি ব্লগ, সেই সাথে "প্রতিদিনের পথচলার" মনের কিছু অনুভূতি। বিশেষ করে এই ক'টা ছবিঃ
৩ (উদাস দুপুর), ৪ (একেলা ঘুঘু), ৯ (করলা ফুলে রোদের আভা), ১৩(নিঃসঙ্গ ছায়া), ২৫(ফিরে চলা) আর ২৬ (সন্ধ্যার ও ছায়া নামে এলোমেলো হাওয়া ভাল লাগে জীবনের এই গান গাওয়া) মন এ গেঁথে র’লো।
আপনি দুবাই এ থাকেন?

০৯ ই মে, ২০১৬ রাত ১০:৫৫

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ খায়রুল আহসান ভাই
চমৎকার করে গুছিয়ে মন্তব্য করার জন্য ,আমার অতিসাধারন প্রাত্যহিক জীবনের কিছু ছবি কে আপনাদের মন্তব্যগুলি তে অনন্য সাধারন মনে হয় ।

জি ভাইয়া এখন আছি দুবাই তে ।
শুভ কামনা আপনার জন্য :)

৫১| ১০ ই মে, ২০১৬ বিকাল ৫:৪২

আমিই মিসির আলী বলেছেন: নতুন লেখা পাই ন কেন??

১০ ই মে, ২০১৬ রাত ১০:০২

মনিরা সুলতানা বলেছেন: চেস্টায় আছি ভাই :)

৫২| ০১ লা জুন, ২০১৬ ভোর ৪:২২

গেম চেঞ্জার বলেছেন: অসাধারণ ছবি ব্লগ!!!

০৩ রা জুন, ২০১৬ রাত ১:০৩

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ :)

৫৩| ০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

আরমিন বলেছেন: দারুন সব ছবি!!
পৃথিবীর দুইটা জিনিস আমাকে ভীষণভাবে টানে, আকাশ আর সমূদ্র!!
আকাশের ছবিগুলোতে তাই বেশী ভালোলাগা! :)

০৩ রা জুন, ২০১৬ রাত ১:০৫

মনিরা সুলতানা বলেছেন: আমার অরন্য ও ভালোলাগে!!!!!
অনেক ভালো থেকো :)

৫৪| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪৪

আমি তুমি আমরা বলেছেন: ছবিগুলো সুন্দর।ভাল লেগেছে :)

২১ শে জুলাই, ২০১৬ রাত ১২:২৯

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ :)

৫৫| ০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি লিখবো না আর কাব্য কোনো, স্মৃতির ছেড়া পাতায়
দারুণ ক্যাপশন।
ছবিগুলোও সুন্দর।

ভাললাগা আর ভালোবাসা যেন পু। শুভসকাল।

০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:০৫

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ !!!!!
শুভ দুপু্র ভাই :)

৫৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০৭

বিলিয়ার রহমান বলেছেন: অসাধারণ সব ছবি ।

পোস্টে লাইক।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৩

মনিরা সুলতানা বলেছেন: লাইক এর জন্য কৃতজ্ঞতা রহমান!!!
অনেক অনেক ভালো থাকবেন :)

৫৭| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৪

অতঃপর হৃদয় বলেছেন: অসাধারণ ছবি ব্লগ, মুগ্ধ করলো আমায়।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩২

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ হৃদয় ; অনেকদিন পর কেউ দেখলো পোস্ট ।
শুভ কামনা তোমার জন্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.