নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু র বয় বৃদ্ধার ব্লগ
সামহুয়ার ইন ব্লগের কবি লড়াই সিরিজ এর চতুর্থ কবিতা প্রকাশিত
জাহিদ অনিক এর "আমার মৃত্যু তোমার হাতে " এর উত্তর আমার কবিতা কবিতা "করুনা" শব্দটি আমার অধিকারে ।
প্রতি উত্তর পর্বে প্রেমিক তো ছিলাম না কোন কালেই
র পর আমার কবিতা প্রতিউত্তর !!
=======================================
একাকী পাখির ধ্যানী চঞ্চুর অভিলাষ !
কবিতার দু'চোখে বুনেছি ক্যাবল শুভ্রতায় তোমাকে
হৃদয় পোড়া হীরক জ্যোতি আমাকে তোমাতে অন্ধ করেছে ;
নক্ষত্র সে বড্ড দূরের ক্ষণিক আলো
ধ্রুবতারা শৌখিন মন ।
ভেবো না ,চোখের হাহাকার তোমার জন্যই নির্দিষ্ট করে রেখেছি যত্নে!
চোখের হাহাকার টুকু তুমি ই রেখো , বুক পকেটের নিঃশ্বাস করে
কুঁড়িয়ে নেয়া আমার নূপুরের সাথে বেশ র'বে তা ;
ভুল প্রেমের অভিধান তোমার বুক সেলফে র শোভা হয়ে উঠুক
আমি শুধু ছিলাম তোমার প্রেমিক জন্মের সার্থকতা ।
যেখানে বিচ্ছেদের একতারা সুর বাদল দিনের কদম ফোটায় !
এই মায়াবতীর রুঢ় কঠোরতার খোলস পেরিয়ে দিঘীজল কাব্যে _
কেবল তোমার ই অধিকার আজ ও ;
নিঃস্ব ঘুঘুর নিঃশব্দ নিলয়ে একনামের ই প্রতিধ্বনি
ক্যাটালিয়া তার লাবণ্য আদ্রতায় বিলায় জানো ' তো ।
সাইক্লোন সমুদ্রে ঢেউয়ের সাথে সখ্যতার অন্য নাম প্রেম !
কথা ছিল তোমাকে আমি হীনা বাঁচতে শেখাবার
সেই রেশমি সূতলিতে বেঁধেছি এই কবিত্ব আর কাব্য
মোহিনী রাতের নিস্তব্ধতার মিলন
রোদ উজ্জ্বল দিনের কোলহলে, সে 'তো ভবিতব্য ।
হলুদ সন্ধ্যায় একাকার হয় দু' জন !
তোমার কাছে কিছু চাই কী না ?
কি চাইবো ,কি দিতে পারো তুমি ;
রোদ মেঘ জল ছায়ায় জীবনদায়িনী কে
মুমূর্ষু আখ্যায়িত কবিতাগুলোই ছিলো আমার খেরো খাতার সেরা অর্জন ।
এক জীবনের পরম চরম সত্যি ই হচ্ছে " তোমাতে শুধু ই আমার অধিকার "!
অবিশ্বাস দোলাচলের আশ্চর্য ভুলভুলাইয়াতে বাস তোমার
ক্ষমার্হ নও তুমি ;
অযাচিত কোন তেজী নক্ষত্র আছড়ে পরা দেখার দুঃসাহস
আজ ও তোমাকেই মানায়
সূর্যমুখী র উল্লাস সূর্য কে ভালোবেসে !
তবু বেচে থাকা
আশা বুকে বাঁধা
তারাদের ডাক শোনা
চুপিচুপি প্রেমিকার ডাক ।
সব টুকু আয়োজন নিষ্প্রভ হবে একটি একাকী পাখির ধ্যানী চঞ্চুর অভিলাষে !!!!!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০
মনিরা সুলতানা বলেছেন: কি লিংক দিয়েছ ওপেন হচ্ছে না ___
এই নাও ক্যাটালীয়া
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১০
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৬
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ !!
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৮
শাহরিয়ার কবীর বলেছেন: ব্লগের কবি লড়াই তাহলে পালাই !!
দারুণ লিখেছেন আপা !
শুভ কামনা ।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৮
মনিরা সুলতানা বলেছেন: পালাবার পথ নাই কবি ,পরবর্তী পর্বে আপনাকে চাই হয়ত অন্য কারো সাথে যুগলবন্দী কবিতায় ।
ধন্যবাদ পাঠে এবং ভালোলাগা প্রকাশে; শুভ কামনা কবীর !
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯
জাহিদ অনিক বলেছেন: একাকী পাখির ধ্যানী চঞ্চুর অভিলাষ ! - ৪র্থ পর্বে পড়ে আমি কিছুটা ভয়ে আছি।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৯
মনিরা সুলতানা বলেছেন: বলে কী ?
আমি থাকতে ভয় কিসের
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫
প্রামানিক বলেছেন: দারুণ
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রামানিক ভাই !!
শুভ কামনা অনিঃশেষ ।
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২
ভ্রমরের ডানা বলেছেন:
চোখের হাহাকার টুকু তুমি ই রেখো , বুক পকেটের নিঃশ্বাস করে
কুঁড়িয়ে নেয়া আমার নূপুরের সাথে বেশ র'বে তা ;
ভুল প্রেমের অভিধান তোমার বুক সেলফে র শোভা হয়ে উঠুক
আমি শুধু ছিলাম তোমার প্রেমিক জন্মের সার্থকতা ।
যেখানে বিচ্ছেদের একতারা সুর বাদল দিনের কদম ফোটায় !
অপূর্ব...... এবার কবি অনিকের প্রতিউত্তরের অপেক্ষায়....
প্রানবন্ত লেখার উপভোগ্য কাব্য!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
মনিরা সুলতানা বলেছেন: প্রিয় কবির উপস্থিতি লেখায় সব সময়ের মত আনন্দদায়ক ;
আপনার মূল্যায়ন পরবর্তী লেখার অনুপ্রেরণা হয়ে রয় ।
"অপূর্ব " শব্দটি এই লেখার অনন্য প্রাপ্তি নিঃসন্দেহে !
৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০
রেহান শুভ বলেছেন: অসাধারণ
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত রেহান শুভ !!
মন্তব্যে ভালোলাগা প্রকাশ করছি
শুভ কামনা ।
৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০১
নীলপরি বলেছেন: কবিতার দু'চোখে বুনেছি ক্যাবল শুভ্রতায় তোমাকে
হৃদয় পোড়া হীরক জ্যোতি আমাকে তোমাতে অন্ধ করেছে ;
কবিতা খুবই ভালো লাগলো । +++++++
শুভকামনা ।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
মনিরা সুলতানা বলেছেন: নীলপরি নিলাঞ্জনা এত্তগুলো +++++++ এ সম্মানিত
ভালোলাগার প্রকাশ দীর্ঘ হোক !
৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫
চাঁদগাজী বলেছেন:
শক্ত ভাষায় প্রেমিকার আত্মবিশ্বাসকে জানিয়ে দেয়া হয়েছে
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
মনিরা সুলতানা বলেছেন: যথার্থ অনুমান আপনার
একেবারেই লবঙ্গ ফুলের ঝাঁজ !!
১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
জাহিদ অনিক বলেছেন: লেখক বলেছেন: বলে কী ?
আমি থাকতে ভয় কিসের - আপনি আছেন বলেই তো বেশি ভয়
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
মনিরা সুলতানা বলেছেন: আমিও কবি জাহিদ অনিকের ভক্ত ক্লাবের সদস্য
১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২
জাহিদ অনিক বলেছেন:
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৩
মনিরা সুলতানা বলেছেন: সত্য বচন কবি !!!
১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৭
সোহানী বলেছেন: অাচ্ছা অাচ্ছা চলুক কবি লড়াই...... আমরা দর্শকরা চারপাশে বাশীঁ, ঢোল নিয়ে অপেক্ষায় আছি.........
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৯
মনিরা সুলতানা বলেছেন: আপু সাথে আছেন বলেই এতটুকু পেরেছি ;
অনেক অনেক ধন্যবাদ
১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতায় ভালোলাগা।
অনেকটা পালাগানের আসরের মত জমছে। আশা করি পাঠক ধরে রাখতে পারবেন।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৫
মনিরা সুলতানা বলেছেন: আপনার শুভকামনায় আপ্লুত শাহাদাৎ হোসাইন !!
অনেকটা সেই থিম এ শিরোনাম করেছি কবি গান / কবি লড়াই ।
আমাদের যুগল পর্ব শেষ ,দেখি অন্য কোন যুগলের দেখা মিলে কিনা ।
অনেক অনেক ধন্যবাদ ,শুভ কামনা
১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৩
জাহিদ অনিক বলেছেন: শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতায় ভালোলাগা।
অনেকটা পালাগানের আসরের মত জমছে। আশা করি পাঠক ধরে রাখতে পারবেন।
আমিও সেটাই ভাবছিলাম। অনেকটা আগেরকালের কবিগানের আসরের মত।
সোহানী বলেছেন: অাচ্ছা অাচ্ছা চলুক কবি লড়াই...... আমরা দর্শকরা চারপাশে বাশীঁ, ঢোল নিয়ে অপেক্ষায় আছি.........
সোহানী আপুর প্রতি আবারও কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
লেখক বলেছেন: সত্য বচন কবি !!! - সত্য বচন! কবিদের আবার সত্য কথা। কবিদের কথায় আস্থা রাখতে নেই।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৫
মনিরা সুলতানা বলেছেন: কবিদের কথায় আস্থা রেখেই ,মানুষ বেঁচে আছে , ভাল থাকে
১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই পর্বে এসে আপুনি কবি অনিকে যে ছাড় দিতে চাচ্ছে তার প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে! চলতে থাকুক না এমন আরো কয়েকটি পর্ব। বেশতো জমেছে। অনেক সুন্দর বাক্য বিন্যাস আর কাব্যর ঝংকারে যোগল রচনার অপূর্বতা ফোটে উঠছে মাত্র এখানে শেষ হলে চলে কেমন করে!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৪
মনিরা সুলতানা বলেছেন: শেষ না করে উপায় আছে সুজন ?
তোমারা সবাই মিলে দেখলাম অনিকের কোঠর হস্তে দমন নীতি সাপোর্ট করে গেলা ,তাই আমি ও এখন সেই দলে ।
তোমার প্রশংসা বাক্য মন ছুঁয়ে গেলো ; শুভ কামনা !
১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৩
জাহিদ অনিক বলেছেন: মাহমুদুর রহমান সুজন ভাইয়া,
অনেক ধন্যবাদ আপনার চমৎকার ও আন্তরিক মন্তব্যের জন্য। মনিরা আপু আমাকে মোটেই ছাড় দিচ্ছেন না। তিনি উলটো গুরু দায়িত্বটা আমার কাধে দিয়েছেন। অন্তিম রেখা টানার দায়টা তিনি আমার কাধে রেখেছেন।
বেশতো জমেছে। অনেক সুন্দর বাক্য বিন্যাস আর কাব্যর ঝংকারে যোগল রচনার অপূর্বতা ফোটে উঠছে মাত্র এখানে শেষ হলে চলে কেমন করে! - পর্বগুলো আপনাকে টেনেছে জেনে খুবই আনন্দিত লাগছে।
আর এক পর্বে শেষ করে ফেললেও মনে হয় অপূর্নতা থাকবে না।
আপনাদের ভালবাসা পেয়েছি এটা অনেক বড় অর্জন।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৬
মনিরা সুলতানা বলেছেন: ছাড় দিলাম না বাহান্ন নম্বর পাতায় ঝরা বকুলের বুক মার্ক রেখে দিলাম !
শুভ কামনা ।
১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:১২
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা খুব সুন্দর হয়েছে
দৃঢ়তার একটি সুর এর
প্রতিটি তন্ত্রে ফুটে উঠেছে । তবে
কবিতা বুঝতে আমার অনেক সময় লাগে
আরো কয়েকবার করে পড়তে হবে
দেখার অপেক্ষায় আছি এর প্রেক্ষিতে
কি রকম কবিতা আসে ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪২
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার বলেছেন আলী ভাই দৃঢ়তা ; এই শব্দটা অনেকেই ইগো নামে অভিহিত করেন আর তখন ই ভুল বোঝা বুঝি র সমন্বয় । লেখায় ব্যক্তি মনিরা সুলতানা র চাইতে সার্বজনীন ভাবে মেয়েদের বক্তব্য কে তুলে ধরার চেস্টা করেছি ;আবার এ ও ঠিক সব মেয়ে ই সমান ভাবে চিন্তা করে না । ভালোবেসে প্রেমিকা হিসেবে হোক , স্ত্রী হিসেবে হোক অথবা হোক না সে নিছক বন্ধুতা নিজস্বতা টুকু রাখতেই হয় । ভালোবেসে সর্বস্ব ত্যাগ এবং আজীবন ভালবাসার যত্ন নেয়ার যে ভরসা টুকু পুরুষ পেতে চায় ,তার বিনিময়ে নারী ক্যাবল প্রিয়জনের কাছে নারী শ্রেষ্ঠা র আসন টুকুর অভিলাষী ;
অনেক কথা বলে ফেললাম ,সবই কবিতায় বলা অবশ্য ___
কবিতা বুঝতে আমার অনেক সময় লাগে
আরো কয়েকবার করে পড়তে হবে
দেখার অপেক্ষায় আছি এর প্রেক্ষিতে
কি রকম কবিতা আসে ।
আপনার এই মন্তব্য আমাকে লজ্জিত করলো , আমার পূর্বের সব কবিতায় আপনার সূক্ষ্মাতিসূক্ষ্ম বিশ্লেষণে আপনার কবিতা বোঝার দক্ষতা প্রস্ফুটিত ,এই কবিতা লেখার বেলায় অবশ্যই আমার বাক্য বিন্যাস ,উপমা ব্যবহার অথবা শব্দ চয়নে ত্রুটি রয়ে গেছে বিধায় আপনার প্রতিবারের চাইতে বেশি সময় নিচ্ছে বুঝতে ; আপনার মুল্যবান সময় এর অপচয়ে আমি দুঃখ প্রকাশ করছি ভাইয়া ।
আমার এই পর্বের কবিতায় আগের কবিতায় শুধু একটা কথায় বোঝাতে চেয়েছি ,"সবকিছু র পর ও আমি আছি " এর পর আসলে খুব কিছু বলার থাকে না ,আশা করছি প্রতি উত্তর ও সহজিয়া হবে ।
শুভ কামনা ভাইয়া ।
১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আজকে আপনার কবিতাও খুব সুন্দর হয়েছে। অনেক কথা বলা হয়েগেছে কবিতায়।
মুগ্ধতা জানাতেই মন্তব্যের ঘরে ঢোকা, নয়তো লড়াই শব্দডা আমাকে খুব ভীতু করে তুলে, ভয় পাই খুব।
ভেবো না ,চোখের হাহাকার তোমার জন্যই নির্দিষ্ট করে রেখেছি যত্নে! - এই লাইনটি পড়ে মনে হয়েছিল খুব স্বার্থপর। কিন্তু পরের লাইন গুলো মুগ্ধ করেছে। ভালোবাসার জয় হয়েছে।
ভালোবাসা এভাবেই জয়ী হয়, হবে পৃথিবীর শেষদিন পর্যন্ত।
শুভকামনা রইল প্রতিযোগিদের প্রতি।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০০
মনিরা সুলতানা বলেছেন: এ লড়াই সৃষ্টিশীলতার লড়ায় নাঈম এই লড়াই তে ধবংস নয় শুধু ই সৃষ্টির উল্লাসে মাতে সবাই ; আর যে কোন সৃজনশীলতাই সুন্দরের জয়গান ,আশা করছি পরবর্তী কবি লড়াই আপনাকে প্রথম সারিতে দেখব ।
আপনার মুগ্ধতা র প্রকাশে বিনম্র ধন্যবাদ ।
ভালোবাসা তো স্বার্থপর ই , ভালোবাসার ভাগাভাগি চায় না ,ভালোবাসার মানুষের চোখে কেবল নিজের ছায়া দেখতে চায় এর ব্যাতয় হইলে সর্বনাশ ,হুম সেটাই ভালোবাসার জয় হয়েছে। ভালোবাসা এভাবেই জয়ী হয়, হবে পৃথিবীর শেষদিন পর্যন্ত।
চমৎকার গোছানো মন্তব্যের জন্য ধন্যবাদ শুভাশিস রইলো !
১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:০০
জাহিদ অনিক বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ভাই, আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাকে আজকে এখানে পেয়ে ভাল লাগছে।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৩
মনিরা সুলতানা বলেছেন: নাঈম নয়ন সৃষ্টিশীল একজন ব্লগের যে কোন ভালো উদ্যোগে উনি থাকবেন আশা করাই যায় ।
২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:০০
রাবেয়া রাহীম বলেছেন: চোখের হাহাকার তোমার জন্যই নির্দিষ্ট করে রেখেছি যত্নে!
আহা!! কথার যাদুতে আমাকে ভুলালে মেয়ে! এত সুন্দর করে কেউ লিখে!
দারুণ জমানো লেখায় মুগ্ধ হলাম। শুভ কামনা রইল দুজনার জন্য।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৩
মনিরা সুলতানা বলেছেন: ভালোবাসা তোমার জন্য বুবু !!!
তোমার মুগ্ধতা লেখায় ফুলচন্দন ছড়িয়ে দিক ।
২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ উদ্যোগে ও আয়োজনে ধন্যবাদ আপনাকে। সুন্দর ।+++
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২০
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই ,আপনার সাধুবাদ আমাদের প্রচেষ্টায় অনন্য হয়ে রইলো ।
২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৪
নীলপরি বলেছেন: আপনার সুন্দর প্রতিউত্তরে আমি সম্মানিত । তবে প্রকাশ যে এতো পরবর্তনশীল হতে পারে তা ধারনার বাইরে ছিল । তাই প্রকাশে এখন ভয়ভীত !
শুভকামনা ।
ভালো থাকবেন ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৬
মনিরা সুলতানা বলেছেন: ফিরে আসায় শুভেচ্ছা নীলপরি , অনেকদিন সাথে আছেন হয়ত একটু বেশি হৃদ্যতা প্রকাশ ছিল মন্তব্য প্রতিউত্তরে ___
অবশ্যই আপনার ভয়ের কারন নেই ; এখন থেকে নিয়ম মেনেই হবে প্রকাশ ।
অনেক অনেক ভালো থাকার শুভ কামনা !!
২৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫
নীলপরি বলেছেন: আমি বোধহয় ঠিক বোঝাতে পারিনি ! আপনি তাই আমাকে ভুল বুঝেছেন ! সরি । প্রকাশ সম্পর্কে মন্তব্যটা আপনার উদ্দেশ্যে বলিনি । আমার অন্য কোথাও কিছু অভিব্যক্তি প্রকাশ সুখকর হয়নি! সেই কথাই শেয়ার করেছি । কিন্তু ঠিকমতো গুছিয়ে বলতে পারিনি ! আমার সাথে এমনই হয় । সময় বড্ড বিরূপ যাচ্ছে !
এখন থেকে নিয়ম মেনেই হবে প্রকাশ । -- এই লাইনটা মন থেকে মুছে ফেলার অনুরোধ থাকলো । কারণ আমি কারো সাথেই মেকানিক্যালি মিশতে পারিনা । হয়তো একটু বেশী ইমোশোনাল । এটা আমার দূর্বলতা । কিন্তু নিজেকে বদলাতেও পারিনা ।
আপনাকেও শুভকামনা ।
ভালো থাকবেন ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১০
মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা আচ্ছা সকল ভুল বোঝাবুঝির অবসান হোক , মুছে ফেললাম লাইন ;
সব সময়ের মত আমার লেখায় উইথ ইমোশন স্বাগত ,আপনার অন্য কোথাও অভিব্যক্তির প্রকাশে সৃষ্ট পরিস্থিতি হয়ত আমার চোখে এরিয়ে গেছে বিধায় বুঝে উঠতে পারি নাই ,আমার ক্ষুদ্র চিন্তা শক্তি মার্জনীয় ।
ব্লগে যে কোন ধরনের প্রকাশ সবসময়ের মত আনন্দময় হোক ,সেই শুভ কামনা !
২৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০২
উম্মে সায়মা বলেছেন: আপনাদের কবিতার লড়াইতো দারুন জমেছে। অনিক ভাইয়ার প্রতিউত্তরে এ কবিতাটা অসাধারণ হয়েছে আপু।++++
শুভ কামনা।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১২
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ উম্মে সায়মা আপু !!
আপনাদের আগ্রহে বেশ ক'দিন আনন্দে কাটলো লেখালিখি তে কবিতা উত্তর প্রতিউত্তরে ।
ভালো থাকার শুভ কামনা ।
২৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮
নীলপরি বলেছেন: ভুল বোঝাবুঝির অবসানে ভালো লাগা । মার্জনীয় শব্দটা আমায় লজ্জা দিল ! উল্টে আপনার আন্তরিকতায় আমি মুগ্ধ ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
মনিরা সুলতানা বলেছেন: ব্লগিয়তা ভরে থাক আন্তরিকতায় !!
শুভ কামনা নীলপরি !
২৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভেবো না ,চোখের হাহাকার তোমার জন্যই নির্দিষ্ট করে রেখেছি যত্নে!
যেখানে বিচ্ছেদের একতারা সুর বাদল দিনের কদম ফোটায় !
সাইক্লোন সমুদ্রে ঢেউয়ের সাথে সখ্যতার অন্য নাম প্রেম !
হলুদ সন্ধ্যায় একাকার হয় দু' জন !
এক জীবনের পরম চরম সত্যি ই হচ্ছে " তোমাতে শুধু ই আমার অধিকার "!
সূর্যমুখী র উল্লাস সূর্য কে ভালোবেসে !
সব টুকু আয়োজন নিষ্প্রভ হবে একটি একাকী পাখির ধ্যানী চঞ্চুর অভিলাষে !!!!!
সার কথাগুলোইতো দেখি আরেক দারুন কাব্যময়তায় বিচ্ছুরিত হচ্ছে অনন্য প্রভায়
মুগ্ধতায় ভাল লাগা একরাশ
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৩
মনিরা সুলতানা বলেছেন: বিদ্রোহী নামের অন্তরালে কবি তো দেখছি কবিতার সারগুলো একটানে তুলে নিয়েছে ;
মুগ্ধ হলাম আপনার বিদগ্ধ পাঠে ।
সব সময়ের মত লেখায় পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে ।
শুভ কামনা !!
২৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৫
নক্ষত্র নীড় বলেছেন: "নক্ষত্র সে বড্ড দূরের ক্ষণিক আলো" - আমরা যেভাবে এগুচ্ছি -্ একদিন কাছের আলো মনে হবে না কি!
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৯
মনিরা সুলতানা বলেছেন: নক্ষত্র যত কাছেই আসুক , হৃদয় পোড়া হিরক জোত্যির চাইতে বেশি কাছে না অবশ্যই !!
তবে আপনার কথা আলাদা
মন্তব্যে পাঠে ধন্যবাদ নক্ষত্র , ভালো থাকার শুভকামনা ।
২৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২
মলাসইলমুইনা বলেছেন: ব্লগে আমি এখনো আগুন্তক | কবিতার সাথে সম্পর্ক ? খুব ভালো বুঝি কবিতা সেটা বললে দুঃসাহসিক মিথ্যে বলা হয়ে যায় | ভালো বুঝি কবিতা সেটা বললেও কম্প্রোমাইজ করা হবে সত্যির সাথে | তাই একটু দূরে দূরেই থাকি আপনার ব্লগ থেকে | পুরোই আমার দায় এটা | শুধু বলি, এই কবিতাটা চমৎকার হয়েছে |
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৪
মনিরা সুলতানা বলেছেন: এই আপনাকে পেলাম , শখের লিখিয়ের জন্য ঢেরবেশি , অনেক কিছু !
আমার লেখায় স্বাগত " মলাসইলমুইনা"
আশাকরছি আনন্দময় ব্লগ ভ্রমনের !!
২৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১১
মলাসইলমুইনা বলেছেন: অন্ধ বধির নই | কিন্তু প্রচন্ড অশিক্ষিত ভালোবাসার কবিতায় | খুব ভয়ে ভয়েই ভালোবাসার শক্ত কবির ব্লগে মন্তব্য | ভেবেই নিয়েছিলাম কঠিন এক ধমক অপেক্ষা করছে | আপনার ধমকহীন মন্তব্যের চমকে কিন্তু অনেক সাহস পেলাম আবার আপনার ব্লগে আসবার | মন্তব্য করবার সাহসও পেলাম | কিন্তু কবিতা পড়ার সাহসের সাথে সেটা বোঝার অনায়াস দক্ষতা যোগ হলে দ্রুত হয়তো মন্তব্যে করতে পারতাম,আর ভালোও লাগতো | সেটা নেই দেখে মন্তব্যে একটু হয়তো পিছিয়েই থাকবো কিন্তু সব কবিতার জন্যই অগ্রিম শুভেচ্ছা তাই জানানোই থাকলো আর সেটা কিন্তু অকৃত্তিম |
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২২
মনিরা সুলতানা বলেছেন: হাহাহা আমার শেষ কবিতা দু'টি ভালোবাসার ঠিক তার আগেরটার ই আলাদা ;
আর কবি হিসেবে আমি দুই দিনের বৈরাগী , প্রথমত পড়ুয়া এরপর কোন মতে দেখে দেখে লেখা শুরু ।
ব্লগ ভ্রমনের আশ্বাস পেয়েছি হয়ত মন্তব্য ও একদিন পেয়ে যাব নিশ্চিত ,আমি ধৈর্য ধারনে বিশ্বাসী ।
মন্তব্য অবশ্যই মন ছোঁয়া _
আপনার লেখার জন্য ও অনেক অনেক শুভ কামনা ,ভালোথাকা হোক নিরন্তর !!
৩০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩
নক্ষত্র নীড় বলেছেন: চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোnআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি !!! - মানে কী! সু.?
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২১
মনিরা সুলতানা বলেছেন: অপরূপ বাগান – আবুল হাসান
চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবো
আমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি।
জল নেমে গেলে ডাঙ্গা ধরে রাখে খড়কুটো, শালুকের ফুল :
নদীর প্রবাহ পলি, হয়তো জন্মের বীজ, অলঙ্কার- অনড় শামুক !
তুমি নেমে গেলে এই বক্ষতলে সমস্ত কি সত্যিই ফুরোবে ?
মুখের ভিতরে এই মলিন দাঁতের পংক্তি- তা হলে এ চোখ
মাথার খুলির নীচে নরম নির্জন এক অবিনাশী ফুল :
আমার আঙ্গুলগুলি, আমার আকাঙ্ক্ষাগুলি, অভিলাষগুলি ?
জানি কিছু চিরকাল ভাস্বর উজ্জ্বল থাকে, চির অমলিন !
তুমি চলে গেলে তবু থাকবে আমার তুমি, চিরায়ত তুমি !
অনুপস্থিতি হবে আমার একলা ঘর, আমার বসতি !
ফিরে যাবো সংগোপনে, জানবে না, চিনবে না কেউ;
উঠানে জন্মাবো কিছু হাহাকার, অনিদ্রার গান-
আর লোকে দেখে ভাববে- বিরহবাগান ঐ উঠানে তো বেশ মানিয়েছে ।
আমার প্রিয় কবি আবুল হাসানের কবিতার ততোধিক প্রিয় এই দুই ছত্র ;
মানে যেমন লেখক চলে চলে গেলেও রয়ে গেছে তার লেখা, কবিতা পাতায় পাতায় ভালবাসার ,বিদ্রোহের শৈশবের সুর !
তবে নক্ষত্র নিজের মত করে ভেবে ও নিতে পারে ।
৩১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬
মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় স্বাগত মো: মাইদুল সরকার !!!
মুগ্ধতা লেখার অনুপ্রেরনা করে রাখলাম ।
শুভ কামনা আপনার জন্য
৩২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৮
শাহেদ খান বলেছেন: চমৎকার! অনেক ভাল লাগা জানবেন, কবি!
মাঝে শুধু কয়েকটা শব্দঃ "রোড মেঘ জল" হয়ত "রোদ মেঘ জল" হবে। আর "ক্ষমার্য" বোধহয় "ক্ষমার্হ"।
সবসময়ের শুভকামনা!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:০৮
মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ গল্পকার !!!
ভালোলাগার প্রকাশ অমলিন থাক ...।
অনিচ্ছাকৃত ত্রুটিগুলো ধরিয়ে দেয়ার জন্য কৃতজ্ঞ ;
শুভকামনা !!!
৩৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৫
মোঃ সুমন বাবু বলেছেন: [email protected]
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪২
মনিরা সুলতানা বলেছেন: লেখায় স্বাগত ;
আশা করছি পরেরবার অবশ্যই কবিতা পড়ে মতামত লিখবেন ।
৩৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০২
খায়রুল আহসান বলেছেন: কবিতার শেষ লাইনটি অত্যন্ত সুন্দর! সেটার একাংশ উঠে এসেছে কবিতার শিরোনামে, তাই শিরোনামটিও সুন্দর হয়েছে।
ভেবো না, চোখের হাহাকার তোমার জন্যই নির্দিষ্ট করে রেখেছি যত্নে! - কবিতার আরেকটি চমৎকার চরণ।
কবিতায় ত্রয়োদশতম ভাল লাগা + +
২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩১
মনিরা সুলতানা বলেছেন: আপনার মুগ্ধপাঠে আমার ভালোলাগা সব সময় ই !
অনেক অনেক ধন্যবাদ "খায়রুল আহসান " আমার লেখার সাথে থাকার জন্য।
©somewhere in net ltd.
১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৮
শায়মা বলেছেন: ওহ ক্যাটালিয়া আপুনি!!!!!!!!
https://www.youtube.com/watch?v=29h3JvNRoUY