নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিত্র বাহিনী। ভারত। আমাদের স্বাধীনতা যুদ্ধের মিত্রবাহিনী। তারা আমাদের কী জন্য সাপোর্ট করেছিল, সেই "মিলিয়ন ডলার" প্রশ্নের উত্তর ও তার প্রাসঙ্গিকতা আলোচনা করার সামর্থ্য আমার নেই।
আমরা এ যুগের ছেলে মেয়ে। আমরা স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে পড়েছি। আমরা জেনেছি কত বড় মহান ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের অস্তিত্বে আমাদের স্বাধীনতা বিরাজমান। আমরা আমাদের দেশকে ভালবাসি। স্বাধীনতাকে ভালবাসি। স্বাধীনতা আমাদের চেতনায়।
আমার ফোকাসটা মূলত অন্য জায়গায়। সেটা হল আমাদের ক্রিকেট ও আমাদের স্বাধীনতাসৃষ্ট জাতীয়তাবোধ। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আমরা তাদের সাথে কখনই অবন্ধুর মত আচরন করিনি। কিন্তু তার বিপরীতে তারা কী করছে?
তাদের সৃষ্ট পেপসির একটা বিজ্ঞাপন দেখে আমি শিউরে উঠেছি। যে কোন বাংলাদেশীই শিউরে উঠবে। এখানে বিজ্ঞাপনের লিংকিটি শেয়ার করলাম।
আমাদের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি এখানে ফুটে উঠেছে।
বিজ্ঞাপনটি আপনারাই দেখে নিন।
অামি শুধু মাত্র একটি পুনশ্চ বলে যাই।
বিজ্ঞাপনের একটা জায়গায় লেখা আছে "India created Bangladesh"।
তো এই ভিডিওর কমেন্টে ইংল্যান্ডের একটি মেয়ে লিখেছে "I am from UK and I am saying that, us, the British created you. And we regret that you are our product. Stupid Indians"।
আবার পুনশ্চ ১ঃ কোন ধর্ম বা বিশ্বাসই "অহংকার" সাপোর্ট করে না। যারা জাতীয়ভাবে এরকম নোংরা অহংকার করতে পারে তারা মানুষ না। অমানুষ, পশু। পশু ও না। তার চেয়েও খারাপ।
আবার পুনশ্চ ২ঃ বিশ্বকাপ চাই না। ভারতকে হারাতে চাই।
১৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৪
ম্যাক্সিম বলেছেন: মূল্যবান মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ ভাই।
আমরা আমাদেরকে ভালবাসি, আমরা দেশকে ভালবাসি।
২| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৩:০৩
ডেড আকাশ বলেছেন: ভাদারা সব কই গেলি?
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ২:০৭
মুহামমদল হািবব বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য। সকলের সোচ্চার হওয়া উচিৎ দল মত নির্বিশেষে সবাইকে।