নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ম্যাক্সিম

ম্যাক্সিম › বিস্তারিত পোস্টঃ

থিওরিটিকালি আমরাই জয়ীঃ কিন্তু খারাপ লাগছে টাইগারদের জন্য

১৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৩

আমরা হেরেছি তাতে যতটা না খারাপ লাগছে তার চেয়ে বেশী খারাপ লাগছে টাইগারদের জন্য, যারা এত ভাল খেলেও ইন্ডিয়ার সেমিফাইনালে যাওয়ার জন্য ICC ও ইন্ডিয়ার তৈরীকৃত চক্রান্তের একটি গুটিতে পরিণত হল। অথচ তারা আজ জেতার মতই খেলেছিল। ইন্ডিয়ার উপর যে চাপ সৃষ্টি করা হয়েছিল এরকম ব্যাটিং পিচে তাদের এরকম চাপে ফেলা সহজ নয়।


রহিত শর্মার যখন ৯০ রান তখনই সে আউট হয়ে গিয়েছিল। আম্পায়ার আউট না দেওয়ায় তারপর সে আরো ৪৭ রান করেছে।
মাহমুদুল্লাহর ঐটা ছয়ের মার ছিল। তাকে আউট দেয়া হল। পর পর দু সেঞ্চুরী করা ব্যাটসম‌্যানের আজ অন্ততঃ হাফ সেঞ্চুরী করা অস্বাভাবিক কিছু ছিল না।
রহিত শর্মা লাইফ (!) পাওয়ার পর ২৫ বলে ৪৭ রান করেছে। সে তখন আউট হলে বাংলাদেশের বোলারদের সামনে শক্ত হয়ে দাড়ানোর মত তাদের আর কোন ব্যাটসমান ছিল না।


হিসাব করলে এটা সহজেই অনুমেয়, আজ ফেয়ার খেলা হলে বাংলাদেশ খুব স্বাভাবিকভাবেই জিতে যেত।
আফটার অল, আমরা খুশী। খারাপ লাগছে টাইগারদের জন্য যারা আজ জেতার মত খেলেও হেরে গেছে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৪

সুমন কর বলেছেন: নো বলের নিয়ম আইসিসি কি পরিবর্তন করলো X( X(

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৫

ম্যাক্সিম বলেছেন: X(

২| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:০১

ম্যাক্সিম বলেছেন: সুমন কর ভাই, এইটা যদি নো বল হয় তাহলে আমরা হেরে গেছি।

৩| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৫

ম্যাক্সিম বলেছেন:

৪| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৮

মতিউর রহমান মিঠু বলেছেন: জয় চুরি করে ভারত গর্বিত হলে হোক.................

৫| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:৫১

ম্যাক্সিম বলেছেন: বিশ্ব দেখেছে।
বঞ্চনার জয় অার তার গর্ব মূল্যহীন। :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.