নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
""মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব ও ভারপ্রাপ্ত সচিবেরা মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা করে পাবেন। এত দিন এ জন্য তাঁরা ১৫ হাজার টাকা পেতেন। এ ছাড়া তাঁদের ফোন ব্যবহারের কোনো নির্ধারিত সীমা রাখা হচ্ছে না। যত খরচ হবে, তত টাকা সরকার থেকে দেওয়া হবে।""
এটা প্রথম আলোর খবর। জয় গুরু।
যে দেশে চার কোটি লোক বেকার, যে দেশের মন্ত্রণালয় গুলোতে ৩ লাখের বেশি পোস্ট ভ্যাকান্ট হয়ে আছে যার মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেনী অলমোস্ট দেড় লাখ এবং এই সব পোস্টে চাকরি করার যোগ্যতা অর্জন করতে বিসিএস দিয়ে তিন হাজার ছেলেমেয়ে নন ক্যাডার হয়ে আছে যাদের মধ্যে অনেকের বয়স শেষ হওয়ার পথে, তারপরও তারা বিভিন্ন কৃত্রিম জটিলতার কারনে চাকরি পাচ্ছেনা, যেই দেশে ২৪ শতাংশ লোক দারিদ্র সীমার নিচে বসবাস করে, যেই দেশের রাস্তাগুলো সারাবছর খোড়াখুড়ি করা হয় শুধুমাত্র বাজেট নিয়ে লুট করার জন্য, যে দেশের রাজধানীতে ১ কিমি পথ যেতে ২ ঘন্ট গাড়ির মধ্যে বসে থাকতে হয়, যেই দেশে নির্বাচন দিলেই সেই নির্বাচন সরকারী দলের কুকুররা নিজ দায়িত্বে সবার ভোট দিয়ে দেয়
সেই দেশের মন্ত্রীরা ৭৫ হাজার টাকা পায় ফোন কেনার জন্য, আর অগনিত টাকা পায় ফোন ব্যবহারের জন্য।
আর এইসব আপনি বলতে গেলেই আপনার চাকরী থাকবে না।
রোজা রেখে মুখ খারাপ করতে পারলাম না।
আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম......
২| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: পবিত্র রমজান মাসে ও
খাদ্যে ভেজাল রোধ করা যাচ্ছে না!
৩| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৪
কাওসার চৌধুরী বলেছেন: টাকার অঙ্কটা ১ লাখ করা হোক। সামনে নির্বাচন।
৪| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৭
ব্লগার_প্রান্ত বলেছেন: কাওসার ভাইয়ের সাথে একমত
৫| ২১ শে মে, ২০১৮ বিকাল ৫:০১
শামচুল হক বলেছেন: বস্তির পোলাপানে এক লাখ টাকার মোবাইল চালায় সেইখানে মন্ত্রীরা ১৫হাজার টাকার মোবাইল পকেটে রাখে বড়ই মানসম্মানের ব্যপার।
৬| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
যবড়জং বলেছেন: সব কিছু ******মধ্যে দিয়ে দেওয়া হোক !!!! ঘৃণা !!!!
৭| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আহ এ যেন রাজতন্ত্রে আছি...
৮| ২১ শে মে, ২০১৮ রাত ১০:২৬
আলআমিন১২৩ বলেছেন: এটা কি নিবাচনী মেনিফেষ্টোতে ছিল? এতই যদি সখ তবে কেও ব্যত্তিগতভাবে Gift করুক।সরকারি অথে কেন? কাউকে একটু ইশারা আর সাথে দু একটা টেন্ডার/কোটেশন দান করলেইতো হয়ে যায়।
৯| ২২ শে মে, ২০১৮ ভোর ৪:৫৭
স্ব বর্ন বলেছেন: কর্তার ইচ্ছায় কীর্ত্তন । তবে পরিমানটা ১ লাখ করলে ভাল হত সামনে ঈদ বলে কথা।
১০| ২২ শে মে, ২০১৮ সকাল ৯:৫৮
হাঙ্গামা বলেছেন: আফসোস ঐ লেভেলে আমার কোন পরিচিত জন নাই, থাকলে ফোন ব্যবহারে আর টাকা খরচ করা লাগতো না।
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:২১
কাইকর বলেছেন: ভাই দেশটাই তো তাদের হাতে। আমরা বলে কি করবো