![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ ক্রিকেটে অনেক এগিয়েছে। ক্রিকেট বিশ্বে সেরা দলের সাথে খেলে হারিয়ে দেওয়া, এটা এখন আর তেমন কিছু নয়।
ভালো পারফর্ম এর কারণে PSL এ চান্স পায় মুস্তাফিজ, মুশফিক, সাকিব, তামিম। মুস্তাফিজ যদিও ইনজুরির কারণে খেলছে না । তবে ২ ম্যাচ খেলে ফেলেছেন তামিম এবং সাকিব। নজর কেড়েছেন ক্রিকেট ভক্তদের।
প্রথম ম্যাচে সাকিবের অসাধারণ অলরাউন্ডার নৈপুণ্য এ জিতে যায় করাচি।
কিন্তুু যখন ম্যান অফ দা ম্যাচ পুরুষ্কার বিতরণী হচ্ছে তখন সাকিবের নাম উচ্চারণ না করে করলেন সিমন্স এর। পরে ভুল বুঝতে পেরে সাকিবকে ডাকা হল , কে এই লোক ?
তামিমের ২য় ম্যাচে ৪৭ বলে ৫৫ রানের ইনিংসে ভর করে জিতে যায় তার দল পেশোয়ার জামিল।
ম্যান অফ দা ম্যাচ হওয়া বাংলাদেশী ক্রিকেটারকে জিজ্ঞেস করা হয়, "তোমার ভাষা তো আমি জানি না, ইংরেজী চলবে, নাকি....?
অথচ এ লোকটি তামিমের প্রথম ম্যাচে তার সাথে অনেকক্ষণ ইংরেজীতে কথা বলেছেন, পরের ম্যাচে তামিম সাইড লাইনের পাশে ইংরেজীতে সাক্ষাৎকার দিয়েছেন।
ক্রিকেট বিশ্লেষক কি এগুলা দেখেন নি নাকি তার মেমরি শর্ট
তার নাম রমিজ রাজা। একটা কুলাঙ্গার ই বটে। এর আগেও বাংলাদেশি প্লেয়ার এবং বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে বাজে মন্তব্য করেছে।
এমন ক্রিকেট বিশ্লেষক, সমালোচিত হওয়ার আগেই, তাকে অন্যপথ বেছে নেওয়া উচিত
শুধু শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে পপুলারিটি খোয়ানোর কি দরকার
আজ ফেসবুকে তার একটি নাম দেখলাম রমিজ গাঁজা "...
©somewhere in net ltd.