![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল লাগে না আকাশ দেখা
ভাল লাগে না ভোর
ভাল লাগে না চ্যাটের চ্যাটিং
ভাল লাগে না, রাস্তার মোড় !
ভাল লাগে না নিয়ন আলো
ভাল লাগে না তারা
ভাল লাগে গ্রামের বাড়ি
ভাল লাগে না, বাসা ভাড়া !
ভাল লাগে না গোমড়া মুখ
ভাল লাগে না হাসি
ভাল লাগে না তোমায় ছাড়া
ভাল লাগে না, একলা যেতে কাসি !
ভাল লাগে না, ভাল লাগে না
ভাল লাগে না সব
ভাল লাগে না, তোমার আমার
একলা থাকার রব !
৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৭
রব্বানী রবি বলেছেন: এল আর বি’র সেই তুমি !
২| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৯
রাজীব নুর বলেছেন: ভালো লাগে না-- এটা কঠিন অসুখ। ঢঙ্গের অসুখ।
৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৭
রব্বানী রবি বলেছেন: উপায় বাতলে দিন ভা্ই
৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৭
সাইন বোর্ড বলেছেন: বোঝা যাচ্ছে, দুজনকে এক জায়গায় করে দিলেই ভাল লাগা শুরু হয়ে যাবে, তখন ঐ চ্যাটের চ্যাটিং এরও একটা সুরাহা নিশ্চয় ।
৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৮
রব্বানী রবি বলেছেন: করে দিন ভাই
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৮
নজসু বলেছেন: ভালো না লাগার কারণ তাহলে সেই তুমি।
শুভেচ্ছা র'লো দুজনের জন্য।