![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am nothing just a simple men. now studying LL.B(Hon's) at IIUC. To know more plz stay with or contact with me.
প্রশ্নটি বেশ কয়েকদিন ধরে আমার
মাথায় ঘোরপাক খাচ্ছে ।
প্রথম শব্দটির(যৌন) বিকল্প কোন উপযুক্ত
শব্দ পেলাম না । তাই বাধ্য হয়ে ব্যবহার
করলাম । সেজন্য দুঃখিত !
রহমত,মাগপিরাত,নাজাতের মাস পবিত্র রমজানের দীর্ঘ সিয়াম সাধনার শেষে খুশির বার্তা নিয়ে আসে 'ঈদুল ফিতর '।
মুসলমানদের সবচাইতে বড় আনন্দের,
ইসলামী শিল্প-সংস্কতি, গৌরবময় ইতিহাস-ঐতিহ্যের ধারক বাহক হলো এই
ঈদ উৎসব।
আর এই ঈদকে কেন্দ্র করে দেশের পত্র-
পত্রিকা সমূহ তথা প্রিন্ট মিডিয়া
বিশেষ আয়োজন হিসেবে তিন থেকে
চারশ' পৃষ্ঠার বের করে 'ঈদ সংখ্যা"।
প্রতি বছরের মতো এইবারও বাজারে
এসব ঈদ সংখ্যা পাওয়া যাচ্ছে ।
কিন্তু অতীব দুঃখ বিষয় হলো এইসব
বিশেষ আয়োজন সমূহ নামে 'ঈদ সংখ্যা'
হলেও বাস্তবে তার কিছুই দেখা মিলবে না ।
পুরো সংখ্যাটি সাজানো হয় যৌনতা কেন্দ্র করে !
যেখানে "ঈদ সংখ্যা" হিসেবে ভিতরের সব লেখা- ছবি বা অন্যান্য আয়োজন এমনকি বিঙ্ঘাপন সমূহ পর্যন্ত হওয়া উচিৎ ছিল ঈদ বা ইসলামিক তথা
ইসলামী শিল্প-সংস্কতি,ইতিহাস-
ঐতিহ্যের উপর ভিত্তি করে অথবা
ঈদ কী?
কোথা থেকে এসেছে?
কেন এই ঈদ উৎসব ?
কিভাবে পালন করতে হয়?
কি দায়িত্ব মুসলিমানদের ?
রমজানের শিক্ষা কি?
ঈদের তাৎপর্য কি? প্রভৃতি বদলে
সেখানে তথাকথিত সেলিব্রেটি,
নায়ক-নায়িকা মডেলদের ঈদভাবনা,
ঈদফ্যাশন, রেসিপির মতো বোরিংদ্রব্য
এবং বিভিন্ন স্টাইলে নগ্ন-অর্ধনগ্ন ছবি,
নারী দেহের শিল্পায়ন ,আর্ট,
প্রতিচ্ছবি, আলপনা ব্যবহার করে প্রেম-
ভালোবাসা, আদর্শহীন তথা রকমারি
কাহিনী নির্ভর বিভিন্ন গল্প-প্রবন্ধ-
উপন্যাস আর কবিতা দিয়ে দিয়ে ভরপুর
করে দেয়া হচ্ছে ৩০০ পৃষ্ঠটার এই ঈদ সংখ্যা পুরোটাই !
আরও হতবাক ও বিস্ময়ের সাথে লক্ষ্য
করবেন, যেখানে এসব ঈদসংখ্যার অন্তত
মলাট বা মূল প্রচ্ছদ তথা কভার পৃষ্ঠটা
হওয়া উচিৎ ছিল ইসলামের ইতিহাস সংস্কৃতি তথা ঈদ উৎসবের ভিত্তিতে ।
সেখানেও উল্টো যতসব গোজামিল
নোংরামি আর নস্টামি নগ্নতার
প্রতিচ্ছবি !
দেখতে পাবেন না 'ঈদ উৎসবের কোন প্রতিপলন। হ্যা, ঈদ কেন্দ্রীক নামমাত্র কিছুটা আয়োজন লক্ষ্য করবেন। যা আমি মনেকরে করি নিতান্ত দায়সারার জন্য।
আসল কথা হল, মুসলমানদের আবেগ অনুভূতি ও ঈমানকে পণ্য করে, নগ্ন মলাটে উলঙ্গ নারীর ছবি দিয়ে তৈরি এই শৈল্পিক ঈদ সংখ্যায় পত্রিকাওয়ালাদের
সবচেয়ে বেশি বাণিজ্যি। যা পুরো বছরে অন্য কোনভাবে আয় করা যায় না।
এসব বিবেক বর্জিত মানুষ গুলোর মাথায়
একবারও কি আসে না যে, বিশেষ
দ্বিতীয় বৃহত্তম মুসলিম প্রধান দেশ তথা
শতকরা নব্বই ভাগ মুসলিমের এই দেশের
সবচাইতে বড় এই আয়োজন কেন্দ্র করে
এসব নামকাওয়াস্তে "ঈদ সংখ্যা" কতটুকু
অনৈতিক , গর্হিত তথা বিবেকবর্জিত
কাজের সম্পাদনা ???
আল্লাহর ওয়াস্তে প্লিজ ভবিষ্যতে
বিরত থাকুন এসব, নারী দেহের ষোলকলা প্রদর্শনী তথা যৌনতাকে ফুটিয়ে তোলার কারুকার্য !
এম.আর.ওয়াজেদ চৌধুরী (রায়হান)
২| ১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৬
নিশাত সুলতানা বলেছেন: কিছু মনে করবেন না ,
মাসিক মদিনা ,
মাসিক আলকাউসার
মাসিক মঈনুল ইসলাম
মাসিক আল-আবরার
মাসিক আদর্শ নারী
মাসিক আত-তাওহীদ
মাসিক আল কাউছার
মাসিক রহমানী পয়গাম
মাসিক আল হুদা
ইত্যাদি সব ইসলামি পত্রিকা তাদের ঈদ সংখ্যা প্রকাশ করেছে , কয় কপি বিক্রি হয়েছে খবর নেন , আপনিই বা কয় কপি কিনেছেন ।
৩| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৪
গোধুলী রঙ বলেছেন: ভাই ভালো আর খারাপ যুগে যুগে সর্ব যুগে পাশাপাশি বিরাজ করেছে। দোষ ভালো বা খারাপ জিনিসের নয়, গুন বা দোষ মানুষের যে সে ভালোটা বা খারাপটা গ্রহন করছে। সুতরাং মানুষই যখন ভালোটা গ্রহন করবে খারাপ জিনিসটা আপনা আপনি বিনাশ হবে। দরকার শুধু মানবিক উন্নয়ন। কিভাবে সেটা আমরা সবাই জানি কিন্তু প্রয়োগে বাধা।
৪| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫০
ইমরান হক সজীব বলেছেন: যে যেভাবে দেখে আরকি
৫| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩৯
মামুন আকন বলেছেন: এটাই তো তাদের ব্যবসা, ,, ইসলাম দিয়ে তারা কি করবে ??
৬| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২১
মেধাহীন মেধাবী বলেছেন: নামতো একটা দেয়া লাগবো!!!
৭| ১৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২৮
আরণ্যক রাখাল বলেছেন: ভাবছি কি বলব?
সুপ্রিয়, মুসলিম ব্রাদার, আসসালামুয়ালাইকুম! ব্রো, আপনার জানা উচিৎ যে যৌনতা জীবনের অংশ। আর জীবনের অংশ নিয়েই রচিত হয় সাহিত্য। আপনার সামাজমে এসেছে?
অউর এক বাদ, মুসলিম ভাইজি, আপকে লিয়ে কুরান হ্যাঁ না? হাদিস হ্যাঁ?
অউর মাসিক আলকাউসার, মাসিক মঈনুল ইসলাম, মাসিক আল-আবরার, মাসিক আদর্শ নারী, মাসিক আত-তাওহীদ, মাসিক আল কাউছার,মাসিক ,রহমানী পয়গাম, মাসিক আল হুদা হ্যাঁ না? ঐখান পড়িয়ে!
আউর এক কতা ভাইসাব, আপ পিজ চাশ্মে পরে ঘারসে বাহার নিকাল্বেন, এই সব পচা পচা জিনিস তাহা হইলে দেখতে নেহি হোগা!
আসসালামুয়ালাইকুম ব্রো!
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৮
প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন।