![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জোকস - ০১ : ইন্টারভিউ!!!
ইন্টারভিউ বোর্ডে এক যুবককে প্রশ্ন করা হলো, বল তো "ডাক্তার আসিবার
পূর্বে রোগী মারা গেল" এর ইংরেজি কি হবে?
: এটার ইংরেজি পারি না স্যার | আরবিটা পারি |
আরবিটা পার ? ঠিক আছে বল |
: ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন!!!
জোকস - ০২ : ছাত্র-শিক্ষক!!!
ছাত্র :- জুন আই কাম ইন স্যার।
শিক্ষক :- এই নতুনইংরেজী কবে আমদানী করলে?
ছাত্র :- গতমাসে আপনিই তো ক্লাশে ঢোকার সময় বলেছিলেন।
শিক্ষক:- আমি তো বলেছিলাম "মে আই কাম ইন"।
ছাত্র :-কিন্তু স্যার মে মাসতো শেষ এখন জুন মাস!!!
জোকস - ০৩ : দৈত্যকে হুকুম করা!!!!
জ্বিনঃ হুকুম করুন মালিক।
কামাল: আমাকে আমার বাসা থেকে নিউইয়র্ক পর্যন্ত হাইওয়ে রাস্তা বানিয়ে দাও।
জ্বিনঃ মালিক ইহা অসম্ভব!
কামাল: তাহলে আমাকে মেয়েদের মন বোঝার ক্ষমতা করে দাও।
.
.
.
.
.
.
.
.
.
জ্বিনঃ মালিক রাস্তা সিঙ্গেল লেনের করব, নাকি ডাবল??
জোকস - ০৪ : ভালবাসার ওজন কত?
স্যারঃ বলতো ভালবাসার ওজন কত কেজি??
বল্টু: ৮০ কেজি স্যার!!!
স্যারঃ হা হা হা.!! কিভাবে??
বল্টুর উত্তর,,
,
,
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ভালবাসা হচ্ছে ২টি মনের মিলন| আর আমরা জানি যে..."১মন=৪০কেজি"
সুতারাং ২মন=৪০+৪০কেজি=৮০ কেজি (প্রমাণিত)
জোকস - ০৫ : চাকরি পেলে শিখে নিব!!!
মাইক্রোসফটের চেয়ারম্যান বিল গেটস; তুরস্কের নতুন অফিসের জন্য একজন কাবিল এমপ্লয়ি খুঁজছেন। প্রায় ২০,০০০ আবেদনপত্র জমা পরল
এই ২০,০০০ জনের মধ্যে, ‘তরফদার’ নামের এক বাংলাদেশীও আছেন।
বিল গেটস, ২০,০০০ আবেদনকারীকেই এক সাথে একটা বড় হল রুমে ডাকলেন।
…বিল গেটস বললেন, এখানে যারা ‘জাভা প্রোগ্রামিং’ পারেন, শুধু তারা থাকবেন। বাকিরা, দয়া করে আসতে পারেন। ২০,০০০ এর মধ্যে ১০,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেব মনে মনে ভাবলেন, আমি বরং থেকেই যাই এখানে… হারানোর তো কিছু নাই আমার…আর ‘জাভা প্রোগ্রামিং’ এমন কি জিনিষ!! চাকরিটা পেলে, দুই দিনে না’হয় শিখে নিব।দাড়িয়েই থাকি বরং
বিল গেটস এবার বললেন, এখানে যাদের ‘নেটওয়ার্কিং এ দক্ষতা আছে, শুধু তারা থাকবেন। বাকিরা, দয়া করে আসতে পারেন। ১০,০০০ এর মধ্যে ৫,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেব মনে মনে ভাবলেন, ‘নেটওয়ার্কিং’ আর এমন কি জিনিষ!! চাকরিটা পেলে, দুই দিনের মামলা এটা!
বিল গেটস এবার বললেন, এখানে যাদের ‘ইউন্ডোজ ও ইউনিক্সএ দক্ষতা আছে’, শুধু তারা থাকবেন। বাকিরা, দয়া করে আসতে পারেন। ৫,০০০ এর মধ্যে ৩,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেব মনে মনে ভাবলেন, ব্যাপার না… চাকরিটা পেলে, দুই দিনে শর্ট কোর্স করে নিব।
বিল গেটস এবার বললেন, যারা তুরস্কের ভাষা ফ্লুয়েন্টলি বলতে পারেন… তারা থাকবেন… আর বাকিরা, দয়া করে আসতে পারেন। ২,০০০ এর মধ্যে ১,৯৯৮ জন হল ত্যাগ করলেন… দুইজন দাড়িয়ে রইলেন; তরফদার আর আরেক ভদ্রলোক
বিল গেটস বললেন, “গুড, তোমরা দুইজন আমাদের সকল ক্রায়টেরিয়া ফুলফিল করেছো। তোমাদের এখন আমি টেস্ট নিব। তবে তার আগে আপনারা দুইজন একে অপরের সাথে তুরস্কের ভাষায় কিছু কথা বলুন তো দেখি”
তরফদার সাহেব পাশের ভদ্রলোককে আমতা আমতা করে বললেন, ‘ভাইজান, কেমন আসুইন’
পাশের ভদ্রলোক দাঁত বের করে বললেন, ‘এই তো, বালাই আছি… আফনে?’
১৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১
রহস্৪২০ বলেছেন:
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৮
নির্বোধ পাঠক বলেছেন: ইট্টু হাসলাম........ ভালা কইরা হাসাইবার পারুইন না?
সামনের বার আরো ভালা কইরা হাসনের যোগাড় করুইন য্যে, ক্যামুন?
১৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১
রহস্৪২০ বলেছেন:
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২০
রহস্৪২০ বলেছেন:
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১২
জনাব মাহাবুব বলেছেন: =p
২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২০
রহস্৪২০ বলেছেন:
৫| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৬
ইমরান আশফাক বলেছেন: এই পর্বের জন্য আপনাকে একাধিক প্লাস।
২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৮
রহস্৪২০ বলেছেন: ধইন্ন বাদ
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫২
ঢাকাবাসী বলেছেন: বেশ মজার।