নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্য মানব

রহস্৪২০

কিতা কইতাম , অতি নিরহ মানুষ । আর কিছু কইলেই কয় তুই নাস্তিক ।

রহস্৪২০ › বিস্তারিত পোস্টঃ

হাসুইন না ক্যারে -০৪ :-P

২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

জোকস - ১ ৬: ছাত্র-শিক্ষক!!! :)
শিক্ষকঃ বলো তো কালার টিভি আর সাদাকালো টিভির মধ্যে পার্থক্য কি?
,
,
,
,
,
,
,
,
,
ছাত্রঃ স্যার, কালার টিভিতে যেইটা গাজর। সাদাকালো টিভিতে সেইটাই মূলা।


জোকস - ১৭ : স্বামী-স্ত্রী!!!
=p~
আবুল খুব অসুস্থ। ডাক্তার আবুলকে চেক-আপ করে আবুলের বউকে বাইরে ডেকে নিয়ে বলল—
উনার হার্টের অবস্থা ভালো নয়। উনাকে প্রতিদিন ভালো-ভালো খাবার রান্না করে খাওয়াবেন। উনার সাথে ভালো ব্যবহার করবেন। শাড়ি-গয়না কেনার জন্য টাকা-পয়সা চেয়ে বিরক্ত করবেন না। বাসায় কোনো টিভি সিরিয়াল দেখবেন না। এভাবে ৬ মাস চললেই উনি সুস্থ হয়ে উঠবেন। ডাক্তার চলে গেলে আবুল তার বউয়ের কাছে জানতে চাইল যে, ডাক্তার কি বলেছে? আবুলের বউ উত্তর:
:
:
:
:
দিল তোমার বাঁচার আর কোন আশাই নেই গো।


জোকস - ১৮ : ছাত্র - শিক্ষক? :-P
ক্লাসে টিচার নান্টুকে বললো, "নান্টু, ম্যাপে আমেরিকা কোথায় খুঁজে দেখাওতো"
নান্টু: এইত্তো স্যার পেয়েছি...এখানে।
স্যারঃ ভেরি গুড। এবার ক্লাস বলোতো আমেরিকা কে আবিষ্কার করেছেন????
..
..
..
ক্লাসঃ স্যার, নান্টু।


জোকস - ১৯: গাইয়া ও শহুরে!!! ;)
হাবুল এই প্রথমবার শহরে গিয়েছে॥ শহরের বড়ো বড়ো বারি দেখে সে অবাক॥ তাই সে অবাক হয়ে বাড়ির তলা গুনতে লাগল॥ এক ব্যক্তি সেটা দেখে হাবুলকে প্রশ্ন করল, "এই তুমি এখানে কী করো"
হাবুল: "কিছু করি না আমি তো এই প্রথমবার এলাম॥"
লোক: "এখানে কী করছো জানোনা এখানে বাড়ির তলা গুনতে ও টাকা লাগে॥"
হাবুল: "ওও আমি তো জানিনা॥"
লোক: "ও ঠিক আছে॥ কতো তলা পর্যন্ত গুনেছো...?"
হাবুল: "১০ তলা॥"
লোক: "দাও ১০ টাকা দাও"
হাবুল ১০ টাকা দিয়ে দেয়॥ লোকটি দ্রুত সেখান থেকে চলে যেতেই হাবুল ফিস ফিস করে বললতে লাগল - আমি তো জানতাম শহরের লোক একটু বোকা হয় কিন্তু এত বোকা জানতাম না॥ আমি তো ১৭ তলা পর্যন্ত গুনেছিলাম॥



জোকস - ২০: দুই বন্ধু!!! B-))
১ম বন্ধু >> দোস্ত ইঁদুরের উৎপাতে ঘরে আর থাকতে পারছি না, কি করা যায় বলতো ?
২য় বন্ধু >> একটা ফাঁদ কিনে নে।
১ম বন্ধু >> অন্য কোনো উপায় নাই?
২য় বন্ধু >> কেন, কি সমস্যা?
১ম বন্ধু >> ফাঁদ কেনার টাকা নাই।
২য় বন্ধু >> ঠিক আছে, আমি একটা ফাঁদ কিনে দিচ্ছি। তুই শুধু একটা মাংসের হাড় ফাঁদে দিয়ে রাখবি।
১ম বন্ধু >> দোস্ত ঘরে মাংস নাই।
২য় বন্ধু >> তাহলে মাছের কাঁটা দিবি।
১ম বন্ধু >> মাছও নাই।
২য় বন্ধু >> এক টুকরা পাউরুটি রেখে দিস।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৩

ব্লগ ৪১৬ বলেছেন: হে হে হে। মঝারু।

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

রহস্৪২০ বলেছেন: হা হা

২| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৯

ঢাকাবাসী বলেছেন: ঠিক আছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

রহস্৪২০ বলেছেন: :P :)

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৫

অপূর্ণ রায়হান বলেছেন: ক্লাসে টিচার নান্টুকে বললো, "নান্টু, ম্যাপে আমেরিকা কোথায় খুঁজে দেখাওতো"
নান্টু: এইত্তো স্যার পেয়েছি...এখানে।
স্যারঃ ভেরি গুড। এবার ক্লাস বলোতো আমেরিকা কে আবিষ্কার করেছেন????
..
..
..
ক্লাসঃ স্যার, নান্টু।
=p~ =p~ =p~ =p~

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

রহস্৪২০ বলেছেন: :) :) :) :)

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৯

মাহবু১৫৪ বলেছেন: =p~ =p~

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

রহস্৪২০ বলেছেন: ;) ;)

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :) :D :-P

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২০

রহস্৪২০ বলেছেন: :-P :D :)

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~ =p~ |-) |-)

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

রহস্৪২০ বলেছেন: B-) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.