![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জোকস - ২১: স্বামী-স্ত্রী!!!
স্ত্রী: (প্রচন্ড রেগে) এই যে, নবাবজাদা দেখি আজকেও ঘুমিয়ে পরলেন। মশারিটা কে টানাবে শুনি? আজকে আপনার এই দাসী আর আপনার কোন সেবা করতে পারবেনা, ব্লা, ব্লা, ব্লা
স্বামী:-- (ঘুম থেকে উঠে) আমার জান পাখি, ময়না পাখি, টিয়া পাখি, লক্ষী সোনা চাঁদের কনা , আজকে আমি ঘুমাই তুমি মশারিটা টানাও আর কালকে তুমি মশারি টানাবে আমি ঘুমাবো ওকে জান?
স্ত্রী: প্রমিস?
স্বামী : প্রমিস
স্ত্রী : ওকে
জোকস - ২২ : সেমিফাইলান-ফাইনাল!!
এক মেয়ের বিয়ে হচ্ছে । সেখানে তার প্রাক্তন প্রেমিকও এসেছে । তাদের ব্রেকআপ সম্পর্কে অজ্ঞ এক লোক এসে জিজ্ঞেস করল, “আপনিইকি বর?”
↓
↓
↓
↓
↓
↓
↓
প্রাক্তন প্রেমিক : “নাহ! আমি তো সেমিফাইনালেই বাদ হয়ে গেছি , ফাইনাল দেখতে আসছি!"
জোকস - ২৩ : ছাত্র-শিক্ষক!!!
আল্লু শিক্ষকের কাছে অঙ্ক শিখতে গেছে
আল্লু >> স্যার,আমি পঞ্চান্ন কিভাবে লিখব?
শিক্ষক >> দুইটা পাঁচ পাশাপাশি লিখলেই পঞ্চান্ন হয়।
খানিক পর শিক্ষক দেখলেন, আল্লু একটা পাঁচ লিখে বসে আছে!
শিক্ষক >> কী হলো, আল্লু?
.
.
.
.
.
.
.
.
.
.
.
আল্লু >> মস্ত বিপদে পড়েছি। আরেকটা পাঁচ কোন পাশে বসাবো বুঝতে পারছি না...!!
জোকস - ২৪ : বাবা-ছেলের চিঠি!!!
শ্রদ্ধেয় বাপ,
পরার বড় চাপ। ফুরিয়ে গেছে টাকা, কেমনে থাকি ঢাকা...? টাকার দরকার তাই, কিছু টাকা চাই।
--------------ইতি কানাই।
বাবা চিঠি পেয়ে উত্তর দিলেন....
জাদু কানাই, সত্য কথা জানাই। পকেট এখন ফাকা, কেমনে পাঠাই টাকা...? টাকার খুব অভাব,
------------ইতি তোর বাপ।
জোকস - ২৫ : স্মরণ শক্তির!!!
স্কুলের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান থেকে ফিরে ছেলে মা কে বলছে- মা, এবার আমি স্কুলে দুইটা পুরষ্কার পেয়েছি-
মাঃ কি কি বাবা?
ছেলেঃ একটা পেয়েছি- স্মরণ শক্তির জন্য, আরেকটা….(মাথা চুলকাতে – চুলকাতে) …এখন মনে পরছে না ..
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
রহস্৪২০ বলেছেন: ধইন্ন বাদ
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
ল্যাপটপ কম্পিউটার বলেছেন: কি কমেন্ট করবো মনে করতে পারতেছিনা। মনে পড়লে কমেন্ট করব।
মাই ওয়েবসাইট
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২২
রহস্৪২০ বলেছেন:
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০২
ছোট মন বলেছেন:
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
রহস্৪২০ বলেছেন:
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০২
ডট কম ০০৯ বলেছেন: ঠিক ই তো আরেক্টা পাচ কোথায় বসানো যায়।
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
রহস্৪২০ বলেছেন:
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১
দিশেহারা আমি বলেছেন: ভালো লাগলো।
ভালো লাগা রইল।
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
রহস্৪২০ বলেছেন: ধইন্ন বাদ
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
নির্বোধ পাঠক বলেছেন: হাসাইতে পারলে তো হাসতাম অই?
হাসাইবার পারলে লাখ ... তো পাইবাইন অই!
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২০
রহস্৪২০ বলেছেন:
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
আলাপচারী বলেছেন: +++
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
রহস্৪২০ বলেছেন: ধইন্ন বাদ
৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
রহস্৪২০ বলেছেন:
৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৫
ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে।
১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৭
ব্লগ ৪১৬ বলেছেন: আল্লু << মস্ত বিপদে পড়েছি। আরেকটা পাঁচ কোন পাশে বসাবো বুঝতে পারছি না...!
২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪১
রহস্৪২০ বলেছেন: টেনশন
১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৩
আহমেদ নিশো বলেছেন: পুরান কাসুন্দি। তারপরও মাঝে মধ্যে খারাপ লাগেনা।
১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৮
কলমের কালি শেষ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
রাখালছেলে বলেছেন: ভাল