নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্য মানব

রহস্৪২০

কিতা কইতাম , অতি নিরহ মানুষ । আর কিছু কইলেই কয় তুই নাস্তিক ।

রহস্৪২০ › বিস্তারিত পোস্টঃ

হাসুইন না ক্যারে(১৮+) -০৬

২৪ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

জোকস- ২৬
রোগীঃ আশ্চর্য ব্যাপার ডাক্তার, আপনার নার্সের স্পর্শেই আমি অনেকটা সুস্থ!
ডাক্তারঃ হুম, স্পর্শের শব্দ আমি রুমের বাইরে থেকেই শুনতে পেয়েছি।

জোকস - ২৭

এক পার্টিতে এক মহিলা আর পুরুষ তুমুল তর্ক করছিলেন। কোন বিষয়েই তারা একমত হতে পারছিলেন না। এক সময় মহিলা বললেন, আচ্ছা আমরা কি কোন বিষয়েই একমত হতে পারি না? পুরুষ উত্তর দিলেন, অবশ্যই পারি। ধরুন কোন এক ঝড়-বৃষ্টির রাতে আপনি কোন এক রাজবাড়িতে আশ্রয় নিলেন। যেখানে এক ঘরের এক বিছানায় রাজকুমারী শুয়ে আছে আর অন্য বিছানায় তার পুরুষ পাহারাদার। আপনি কার সাথে শোবেন? উত্তর এল, অবশ্যই রাজকুমারীর সাথে। পুরুষটি বললেন, আমিও।

জোকস- ২৮
সুন্দরী রোগীঃ ডক্টর আমি শুধু একটা জিনিসই চাই।
ডাক্তারঃ সেটা কি?
সুন্দরী রোগীঃ বাচ্চা।
ডাক্তারঃ আপনি নিশ্চিত থাকুন, এ ব্যাপারে আমি একবারও ব্যর্থ হই নি।

জোকস-২৯

স্কুলে আজ প্রথম সেক্স লেসনের ক্লাস হল আক্কাসের। বাড়ি ফেরার পর তার মা-বাবা জানতে চাইলেন ক্লাস কেমন হয়েছে। আক্কাস হতাশ গলায় বলল, পুরো সময়টাই বেকার! আজ শুধু থিওরী হয়েছে!!

জোকস-৩০

স্ত্রী তার স্বামীকে বলল, তুমি কি বলতে পার সত্য আর বিশ্বাসের মধ্যে পার্থক্য কি? একটু ভেবে নিয়ে স্বামী উত্তর দিল, অবশ্যই পারি! যেমন ধর, আবুল তোমার ছেলে এটা সত্য আর আবুল আমার ছেলে এটা বিশ্বাস।

জোকস- ৩১

চোদ্দটি সন্তান নিয়ে হুলস্থূল সংসার পেতে নিয়ে বসেছেন এক দম্পতি। থাকেন তেতলা বাড়ির দোতলায়। একদিন পরিবার পরিকল্পনার লোকজন এসে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, এ কেমন কথা! এই যুগে এতগুলো সন্তান কী করে হলো? গভীরভাবে ঈশ্বরে বিশ্বাসী স্ত্রী ছাদের দিকে আঙ্গুল তুলে বলল, উপরে একজন আছে, এ তারই দান। তখন পরিবার পরিকল্পনার লোকজন তেতলায় গিয়ে একজন অবিবাহিত যুবককে পেয়ে দ্রুত তার ভ্যাসেক্‌টমি করিয়ে ফেলল।

জোকস- ৩২

গ্রামের এক অশিক্ষিত লোক তার গর্ভবতী স্ত্রীকে শহরে নিয়ে এসেছে ডাক্তার দেখাতে। ডাক্তার মহিলাকে চেকআপ করার পরে বললেন, আপনার স্ত্রী গর্ভবতী হন নি। পেটে গ্যাস হয়েছে। লোকটি ডাক্তারের উপর ভীষণ ক্ষেপে গিয়ে বলল, ফাজলামি পেয়েছেন! আমি কি একটা পাম্পার নাকি???

জোকস- ৩৩

মেয়েঃ দেখবে কাল ডাক্তার আমাকে কোথায় ইঞ্জেকশানটা দিয়েছিল?
ছেলেঃ (অতি উৎসাহী) অবশ্যই! কোথায়??
মেয়েঃ ঐ যে ঐ হাসপাতালটায়।

জোকস- ৩৪

ছেলেঃ মা, বাবা কি খুব লাজুক?
মাঃ হ্যাঁ, উনি লাজুক না হলে তোমার বয়স আরো ছ’বছর বেশি হত।

জোকস- ৩৫

সুন্দরী এক মেয়ে, এক তরূণ উল্কি আঁকিয়ের কাছে গেল পায়ে উল্কি আঁকতে। তরুণটি আঁকতে শুরু করল, আর একটু পরপর বলতে লাগল স্কার্টটা আরেকটু উপরে উঠান। বারবার স্কার্ট উঠাতে উঠাতে বিরক্ত তরুণী জানতে চাইল, আপনি কী আঁকছেন পায়ে? উত্তর এল, জিরাফ।

জোকস- ৩৬
এক প্রফেসর তার সাইকোলজি ক্লাসে এক ছাত্রীকে প্রশ্ন করলেন, মানুষের শরীরের কোন অঙ্গটা উত্তেজিত অবস্থায় সাধারণ অবস্থার চেয়ে দশগুণ বড় হয়ে যায়? মেয়েটি লজ্জায় লাল হয়ে বলল, স্যার এটা আমার পক্ষে বলা সম্ভব না। তখন একই প্রশ্ন প্রফেসর এক ছাত্রকে করলেন। ছেলেটি দাঁড়িয়ে বলল, স্যার চোখের মণি। তখন প্রফেসর মেয়েটিকে বললেন, এক নম্বর কথা, তুমি পড়াশোনায় যথেষ্ট অমনোযোগী, দুই নম্বর কথা তোমার মনমানসিকতা অশ্লীল এবং তিন নম্বর হচ্ছে বিয়ের পর তুমি অবশ্যই হতাশ হবে। 8-

|জোকস- ৩৭
ছেলের জড়তা কাটাতে মা তার ছেলেকে বললেন, যাও তো বাবু, তোমার নতুন গভর্নেসকে একটা চুমু দিয়ে আস। ছেলে গম্ভীর চেহারায় উত্তর দিল, হুঁ, আর বাবার মতো একটা চড় খাই আর কি! |

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

নুরএমডিচৌধূরী বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহ..........ওনেক হািসলাম........

২৪ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

রহস্৪২০ বলেছেন: ;) :)

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

হুমায়ুন হানিফ বলেছেন: বেস ভালো লেগেছে :-B

২৪ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

রহস্৪২০ বলেছেন: B-)

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

তূর্য হাসান বলেছেন: ভালোই চলছে। চলুক।

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৪

রহস্৪২০ বলেছেন: আশা করব সাথে থকবেন :-B

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

শাহরিয়ার খান রোজেন বলেছেন: হুঁ, আর বাবার মতো একটা চড় খাই আর কি! |

;) ;) ;) ;) ;) ;) ;) ;)

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৪

রহস্৪২০ বলেছেন: =p~ :P

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

েনাঙর বলেছেন: হ্যা অনেক ভালো হইছে, হাসলাম, ধন্যবাদ

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৩

রহস্৪২০ বলেছেন: ;)

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৯

ঢাকাবাসী বলেছেন: বেশ ভালো, মজার।

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২০

রহস্৪২০ বলেছেন: ধইন্ন বাদ সাথে থাকার জন্য

৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৬

তার ছিড়া আমি বলেছেন: মজাই পেলাম।

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২১

রহস্৪২০ বলেছেন: B-)

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৯

অপূর্ণ রায়হান বলেছেন: হাসিচ্চি রে! =p~ =p~ =p~

তবে এবারের পর্বে ১৮+ দিলে মনে হয় ভালো হত ;)

শুভেচ্ছা ভ্রাতা :)

৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~ =p~ ;) ;) |-) |-) :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.