নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্য মানব

রহস্৪২০

কিতা কইতাম , অতি নিরহ মানুষ । আর কিছু কইলেই কয় তুই নাস্তিক ।

রহস্৪২০ › বিস্তারিত পোস্টঃ

আপনি হুনছুইন কি

১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৯

* স্বাভাবিক জীবন বেঁচে থাকলে মানুষ সাধারণত ২,৫০,০০,০০০ বার কাঁদে।



* জন্মের প্রথম বছরে একটি মানব শিশুর মুখ থেকে প্রায় ১৪৬ লিটারের সমপরিমাণ লালা নিঃসৃত হয়।



* একজন মানুষের হৃৎপিন্ড তার মুষ্টিবদ্ধ হাতের সমান। হৃৎপিন্ড যেমনটা ভাবা হয় বুকের বামদিকে আসলে তা নয়। এটা মাঝখানেই, তবে বামদিকে এক-তৃতীয়াংশ প্রসারিত।



* মানুষের শরীরে গিরার পরিমাণ ১০০টি।



* জন্মের প্রথম দুই বছরে একটি মানব শিশু হামাগুড়ি দিয়ে প্রায় ১৫০ কিমি দূরত্ব অতিক্রম করে।



* নীল রঙ দেখলে আমাদের প্রশান্তি লাগে। এর কারণ আমরা যখন নীল রং দেখি তখন আমাদের মস্তিষ্ক এক ধরানের প্রশান্তির রস ছাড়ে, যা আমাদের রক্তের সঙ্গে মিশে যায়।



* মায়ের গর্ভে থাকাকালীন সময়ে বাচ্চারা লবণ এবং পানির মধ্যেই বসবাস করে।



* একটি শামুক একটানা ৩ বছর ঘুমিয়ে কাটিয়ে দিতে পারে ।



* পিঁপড়া কখনোই ঘুমায় না, দিন রাত ২৪ ঘণ্টাই এরা কোন না কোন কাজে নিজেদের যুক্ত রাখে ।



* লবস্টার বা সামুদ্রিক গলদা চিংড়ির একটি চোখ নষ্ট হয়ে গেলে ঐ স্থানে অন্য একটি চোখ গজায়



সংগ্রহ ঃ ইন্টারনেট

মন্তব্য ১১ টি রেটিং +৫/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৭

সোহেল মাহমুদ বলেছেন:
দারুণ তথ্য শেয়ারে ধন্যবাদ ।

১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১২

রহস্৪২০ বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ

২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩০

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল লাগল তথ্যগুলো পড়ে। ধন্যবাদ।

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৯

রহস্৪২০ বলেছেন: ধন্যবাদ।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২২

আমি অথবা অন্য কেউ বলেছেন: ভালো পোস্ট

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১০

রহস্৪২০ বলেছেন: ধন্যবাদ।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

তূর্য হাসান বলেছেন: আপাতত আপনার কথা বিশ্বাস করা ছাড়া উপায় নাই। কারণ আমি কয়বার কানছি গুনি নাই। কয় কিলো হামাগুড়ি দিছি মাপি নাই। কয় লিটার ঝোল ফেলছি মাপি নাই। B-)) B-)) B-))

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১০

রহস্৪২০ বলেছেন: :P =p~

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৩৭

Shahrukh Parvez Shourov বলেছেন: তূর্য হাসান বলেছেন: আপাতত
আপনার কথা বিশ্বাস করা ছাড়া উপায় নাই।
কারণ আমি কয়বার কানছি গুনি নাই। কয়
কিলো হামাগুড়ি দিছি মাপি নাই। কয় লিটার
ঝোল ফেলছি মাপি নাই।
জটিল মন্তব্য!!

৬| ২০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩৭

কলমের কালি শেষ বলেছেন: বেশ মজার কিছু তথ্য ।

৭| ২০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৩৮

রিয়াদ হাকিম বলেছেন: স্বাভাবিক জীবন বেঁচে থাকলে মানুষ সাধারণত ২,৫০,০০,০০০ বার কাঁদে। --

একজন মানুষ যদি ৬৮ বছর বাঁচে, তাকে ডেইলি ১০০০ বার কাঁদতে হবে - এটা কি সম্ভব ? একটু বুদ্ধি খাটান এমন তথ্য দেবার আগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.