নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্য মানব

রহস্৪২০

কিতা কইতাম , অতি নিরহ মানুষ । আর কিছু কইলেই কয় তুই নাস্তিক ।

রহস্৪২০ › বিস্তারিত পোস্টঃ

হাসুইন না ক্যারে -০৯ :)

২৪ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৭

৪৪

এক ৮০ বছরের
বৃদ্ধ লোক
বিয়ে করলো এক
২০ বছরের
তরুণী কে।
হঠাৎ বৃদ্ধের শখ হইলো সে বাচ্চা
নিবে।
তাই পরামর্শের
জন্য ডাক্তারের
কাছে গেলো।
ডাক্তার কিছুক্ষণ
চেক আপ করে বললেন "না,
আপনার
দ্বারা এটা সম্ভব
হবে না"
বৃদ্ধ হতাশ গলায়
বললো "ডাক্তার, কোনো ভাবেই
কি আমি বাবা হতে পারবো না???
"
ডাক্তার বললেন
"মনে করুন
আপনি বাঘ শিকার
করতে জঙ্গলে গেলেন,
হঠাৎ
আপনার
সামনে একটা বাঘ
চলে এলো। আপনি বাঘটাকে মারার
জন্য বন্দুক
তাক করলেন,
কিন্তু বন্দুক কই
আপনার
হাতে তো ছাতা!!!!! জীবন
বাচাঁতে আপনি ছাতা দিয়েই
গুলি চালালেন,
কিন্তু একি??
গুলির
শব্দ হলো, গুলিও বের হলো, বাঘও
মরলো, এবার বলুন
এটা কিভাবে সম্ভব
হলো???
বৃদ্ধ :
এটা অসম্ভব, এ হতে পারেনা,
নিশ্চয়ই
গুলিটা অন্যকেউ
করেছিলো।
.
. .
.
.
.
.
. .
.
.
.
.
. ডাক্তার : ঠিক
এই উপায়েই
আপনি বাবা হতে পারবেন

৪৫

এক বুড়ো 'বারে' গিয়ে মদ গিলতো, আর
মাতাল হয়ে তার গায়ের চাদর
হারিয়ে আসতো।
তাই তার বউ বুড়োকে খুব ঝাড়তো।
একদিন বুড়ো ঠিক করলো আজকে 'বারে'
যাওয়ার আগে গায়ের
সাথে চাদরটা খুব টাইট করে গিট
লাগিয়ে নেবে, তাহলে আর
হারাবে না।
রাতের বেলা হেবি করে মাল টাল
খেয়ে বুড়ো বাসায় ফিরলো।
বুড়িকে টলতে টলতে বলল,
“দেখেছো, আজকে গায়ের চাদর
ঠিকঠাক আছে।”
বুড়ি বলল, “চাদর তো ঠিকঠাক আছে।
কিন্তু ,
.
.
.
.
.
.
.
.
.
.
তোমার লুঙ্গি কই...???”


৪৬

এক লোকের অনেক চেষ্টা করার
পরও
কোনো সন্তান হইনা |
তাই সে এক দরবেশ বাবার
কাছে গিয়ে সাহায্য চাইলো |দরবেশ
বলল যা এই বার তোর সন্তান হবে |
ঠিক কদিন পর লোকটার
একটা মেয়ে হল |
লোকটা খুশি হয়ে দরবেশের
কাছে গেল তার মেয়ের কি নাম
রাখবে ?? কিন্তু দরবেশ বাবা ঐ
সময়
ধ্যান করতেছিলো, আর ধ্যান
ভাঙ্গার
কারনে বিরক্ত হয়ে বলে-" দূর বাল
" |
লোক মনে করে করল ,দরবেশ তার
মেয়ের নাম বাল রাখতে বলছে | তাই
সে তার মেয়ের নাম রাখলো বাল |
কয়দিন পর আবার তার
একটা ছেলে হলো |
লোকটা খুশি হয়ে আবার দরবেশের
কাছে গেল তার ছেলের কি নাম
রাখবে ?? দরবেশ বাবা ঐ সময়ও
ধ্যান
করতেছিলো, আবার ধ্যান ভাঙ্গার
কারনে বিরক্ত হয়ে বলে-" দূর চেট "
|
লোক মনে করে করল ,দরবেশ তার
ছেলের নাম চেট রাখতে বলছে | তাই
সে তার ছেলের নাম রাখলো চেট |
কয়দিন পর আবার তার ছাগলের
একটা বাচ্চা হলো |
লোকটা খুশি হয়ে আবার দরবেশের
কাছে গেল তার ছাগলের
বাচ্চা কি নাম রাখবে ?? দরবেশ রাগ
বলল- তুই ছাগলের বাচ্চার নাম
রাখার
জন্য আমার কাছে আইসোস
তাইলে আমার পুটকি রাখ | লোক
টা তাই পুটকি নাম রাখলো |
আস্তে আস্তে তার মেয়ে বড় হল
এবং মেয়ের বিয়ে ঠিক হল | বিয়ের
দিন বর আসলে সবাই বলল - এই
বালের
জামাই আইসে ,বালের জামাই
আইসে | জামাই এ কথা শোনে রাগ
করে বিয়ে না করে চলে যাইতে চাইল
| এই সময় শশুর এসে জামাই কে বলল
-
বাবা তুমি রাগ করিও না ,
তুমি তো আমার চেটের মত | জামাই
তো আরও রাগ করে বলল
না এখনি চলে যাবো | তখন শশুর
বলল -
আমি এত কষ্ট করে আমার পুটকির
মাংস রান্না করছি আর
তুমি না খাইয়া যাইবা এইটা কিভাবে সম্ভব ??
তুমারে আমার পুটকির এক
টুকরা মাংস
খাইতে হইবই......

৪৭
স্যার
ক্লাসে সবাইকে ক্রিকেট ম্যাচ
নিয়ে রচনা লিখতে দিয়েছেন।
সবাই মন দিয়ে লিখে চলেছে।
৩-৪ মিনিট পরেই
স্যার হঠাৎ দেখেন
বল্টু জানালা দিয়ে উদাস
নয়নে বাইরের
মাঠের দিকে তাকিয়ে আছেন।
স্যার বল্টু
ঝাড়ি দিয়ে জানতে চাইলেন,
‘এই_____
তুমি লিখছো না কেন?’
বল্টু: স্যার আমার
লেখা হয়ে গেছে!
স্যারঃ মানে?
বল্টু স্যারকে খাতা এগিয়ে দিলেন,
স্যার দেখলেন খাতায়
লেখা রয়েছে –






‘বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যাক্ত
ঘোষণা করা হলো’।

৪৮

টিংকু : মা মা, প্রেগন্যান্ট কি??
মা (খুব রেগে গিয়ে) : যা এখান
থেকে ফাজিল...
টিংকু ভাবল প্রেগন্যান্ট অর্থ রাগ
করা। এরপর দিন টিংকু স্কুল
থেকে বাসায় আসার সময় তার
ক্লাসের
একটি মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে
দিল।
মেয়েটির মা (খুব রেগে গিয়ে) : :D
ফাজিল, বাঁদরামি কর? দেব এক চড়!
টিংকু (খুব অবাক হয়ে) : আরে,





যা কিছু ঘটেছে আপনার মেয়ের
সাথে ঘটেছে, প্রেগন্যান্ট
হবে আপনার মেয়ে! আপনি কেন
প্রেগন্যান্ট হলেন!

৪৯

এক মোটকা মহিলা ওজন মাপতে মেশিন
এ উঠলো। দেখল ৭৬ কেজি ওজন হলো।
তাঁরপর জুতা খুলে উঠলো, দেখল ৭৫
কেজি ওজন। তাঁরপর জ্যাকেট
খুলে উঠলো দেখল ৭৪.৬ কেজি ওজন। বাস
কয়েন শেষ। তখন এক ভিক্ষুক বলল "আফা,
আপনে চালাইয়া যান, কয়েন
লাগলে আমি দিমু।"

৫০


গেদি: তোর বাবা তোর নাম
রুমালি রাখলো কেনো?
রুমালি: কারণ, আমার
বাবা আগে রুমালে ব্যাবসা করতো।
,
,
,
,
,
,
,
গেদি: তোর ভাগ্য ভালো। তোর
বাবা যদি আগে প্যান্টের
ব্যাবসা করতো, তখন তোর নাম কি হতো!!

সংগ্রহ ঃ ইন্টারনেট

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৫

সুখেন্দু বিশ্বাস বলেছেন: :D

অনেক মজার কৌতুক

শুভেচ্ছা সতত

২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:২৩

রহস্৪২০ বলেছেন: ধন্যবাদ

২| ২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৫৭

আরণ্যক রাখাল বলেছেন: ৪৮,৪৯ নম্বরের কোতুকগুলো এবারেই প্রথম পড়লাম

২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:২৪

রহস্৪২০ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.