নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুসিলিম,আমি মুমিন,এড়াই আমার বড় পরিচয়।

বাইতুল্লাহর মুসাফির

মানুষ কে ভালোবাসুন জীবন সুন্দর হবে।

বাইতুল্লাহর মুসাফির › বিস্তারিত পোস্টঃ

মায়ের অপুরন্ত ভালোবাসা

১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩

undefined একদা একটি বাঘ হরিণকে দৌড়াচ্ছিল।
হরিণটি দৌড়তে দৌড়তে তার বাচ্চাদের
কাছাকাছি চলে যায়।
.
বাঘটি হরিণকে ধরতে না পেরে তার
বাচ্চা দুটোকে ধরে ফেলল।
.
বাঘ চিৎকার করে বলল,
.
-তুমি যদি ধরা না দাও, তাহলে তোমার বাচ্চা দুটোকে খেয়ে ফেলব।
.
-না,ওদের দয়া করে খাবে না।
.
-খাব না,কিন্তু শর্ত আছে।
.
-কি শর্ত?
.
-ওদের বিনিময়ে আমি তোমাকে খাব,রাজী?
.
অতঃপর হরিনটি হাসিমুখে বাঘের কাছে গিয়ে বলল,
.
-আমি রাজী।
.
আমাকে খেয়ে নাও,আমার বাচ্চা দুটোকে ছেড়ে দাও।
অতঃপর বাঘটি বাচ্চাদের ছেড়ে দিল।তারপর বাঘটি হরিনকে বলল,
.
তোমার শেষ ইচ্ছা কি?
উত্তরে হরিনটি বলল,
.
-আমার বাচ্চাদের যদি একটু দুধ খাওয়াতে পারতাম,
.
তবে মৃত্যুকালেও শান্তি পেতাম।
.
হ্যাঁ এটাই হচ্ছে মায়ের ভালবাসা,যে সন্তানকে মৃত্যুকালেও ভালবেসে যায়।মৃত্যুর আগ পর্যন্ত ওদের অভাব পূরন করতে চায়।
.
সন্তানের জন্য নিজের জীবন দিবার জন্য বিন্দুমাত্র বিচলিত হয়না।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩

জাহিদ হাসান মিঠু বলেছেন: সুন্দর।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫

বাইতুল্লাহর মুসাফির বলেছেন: ধন্যবাদ

২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: মায়ের ভালোবাসার কোন বিকল্প নাই

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫

বাইতুল্লাহর মুসাফির বলেছেন: ধন্যবাদ

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:


মা জাতীয় পশু আক্রান্ত হলে, বাচ্ছাদের অবস্হানের দিকে পালায় না; চারিপাশকে বুঝুন, তারপর লিখুন।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১

টয়ম্যান বলেছেন: মায়ের চেয়ে আপন কেহ নাইরে দুনিয়ায় -------

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

আমি মিন্টু বলেছেন: ভালো লেগেছে । ;)

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১০

কথাকথিকেথিকথন বলেছেন: মায়ের ভালবাসা কখন শেষ হয় না সন্তানের জন্য ।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭

বাইতুল্লাহর মুসাফির বলেছেন: ধন্যবাদ সবাই কে Thanx

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.