![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগার আসিফ আর হাসপাতালে কাতরানো আসিফ এক নয়। জন্মের পাশাপাশি প্রতিটা মানুষকে একবার মৃত্যুর স্বাদ নিতে হয়।আসিফ সেই মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছে।ব্যক্তি হিসাবে যে কেউ এমন জঘন্য হামলার শিকার হতে পারে।আসিফ ব্লগ লিখে কার মনে কতটুকু স্হান করে নিয়েছে সেটা যার যার মনের ব্যাপার।কিন্তু সবার আগে ভাবতে হবে আমরা মানুষ।ব্যক্তি আসিফের প্রতি করুণা দেখানো আর তার জন্য দোয়া চাওয়া মানবতার দাবি।সামু পোস্টটি স্টিকি করে সেই চাওয়াটি পূরণ করেছে।হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান নয় মানব চরিত্রের শত ধারার মাঝে প্রত্যেকটি মানুষও তেমনি একজন আরেকজন থেকে আলাদা।আর এই আলাদাটাই সৃষ্টির বিশেষত্ব।প্রত্যেকটা মানুষের মাঝে একটা সুন্দর মন থাকে।পছন্দ মনের চাহিদা পুরণ করে।একজন পিপাসার্তের কাছে যেমন এক গ্লাস পানির উপযোগিতা রয়েছে তেমনি একজন মাতালের কাছেও এক গ্লাস মদের সমান উপযোগিতা থাকে।পার্থক্য চেনা জানার জন্য রয়েছে আমাদের বিবেক।
আসিফ আস্তে ধিরে সুস্থ হয়ে উঠছে।কিন্তু এখনও কেন সামু পোস্টটি স্টিকি করে রেখেছে সেটা হয়ত প্রশ্ন জাগাতে পারে।কিন্তু ঘটনাটা যে একটি জঘন্যতম বর্বরতা সেটা বোঝাতেও প্রচারণা চাই।সামু সেটিও করছে। ধন্যবাদ সামুকে।বাবার সাত সন্তান সাত ধরণের হয়।কিন্তু আদর স্নেহ কারও প্রতি কমবেশি থাকে না।সামুতেও রয়েছে ব্লগারদের মতের বিচিত্রতা।আমরা সবাই সামু পরিবার।সামু ইমন জুবায়েরের মৃত্যু,আসিফের দূর্ঘটনার পোষ্ট স্টিকি করে পরিবার প্রধানের দায়িত্ব পালন করছে।আবারও ধন্যবাদ সামুকে।
আসিফ মহিউদ্দিন কে নিয়ে স্টিকি পোস্টের অবসান চাই
লিখেছেন সানড্যান্স, ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮
আপনার পোস্টের বিপরীতে পোস্টটি করলাম--এম এস আই জুয়েল
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫
এম এস আই জুেয়ল বলেছেন: গোলাম আযমের বয়সের বিচার হচ্ছে না হচ্ছে অপরাধের বিচার।আর অপরাধের বয়স থাকে না।পাপকে ঘৃণা করি পাপিকে নয়।পাপের বিচার করলে পাপীর জন্ম কমে যাবে।
২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩
বাঙলি বলেছেন: ঘটনাটা যে একটি জঘন্যতম বর্বরতা সেটা বোঝাতেও প্রচারণা চাই।সামু সেটিও করছে। ধন্যবাদ সামুকে।
সমর্থন করলাম
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮
এম এস আই জুেয়ল বলেছেন: ধন্যবাদ,আপনাকেও।
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬
বাঙলি বলেছেন: জঘন্য অভিযোগে অভিযুক্ত গোলাম আযমের জন্য মায়াকান্না কাঁদতে হলে আদালেত গিয়েই কাঁদা উচিৎ, তাই নয় কি?
১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২
এম এস আই জুেয়ল বলেছেন: ক্ষুদ্র জ্ঞানে আপনার বক্তব্যটি বুঝলাম না।
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
মহান প্রকৃতি বলেছেন: আচিফের মত পাপাচারী বিকৃত মানসিক রোগীদেরও রাজাকারদের সাথে বিচার চাই............
আপনার সাথে তাল মিলালে বলতে হপে---গো আযমরা ভালো, কিন্তু তাদের রাজাকারগিরি ভালো না!
১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১
এম এস আই জুেয়ল বলেছেন: লিখতে বসেছি আসিফকে নিয়ে।এসে গেছে গোলাম আযম ।গোলাম আযম কি আমার খালাতো ভাই?
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
ব্লাক সেপ্টেম্বর বলেছেন: সবাই জানে আসিফ একজন বদ লোক-তার জন্য পোলাডারে অত্তগুলা কোপ দিতে হইবে? একটা দিলেইতো হইত অথবা ঠাইস্যা ধইরা পেট ভইরা গু খাওয়াইয়া দিলেইতো হইত
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
এম এস আই জুেয়ল বলেছেন:
একজন মানুষ কত দিনই বা বাঁচে ?এমন কোটি কোটি মানুষ মানব পিতার পর থেকে আসছে যাচ্ছে।এই পৃথিবীতে কত মহাপরাক্রমশালী মানুষ এলো গেল।কত কিই না করল।তাতে কি সৃষ্টিকর্তার কোন সৃষ্টির চলার পথে ছন্দের ব্যবচ্ছেদ ঘটেছে ? চন্দ্র,সূর্য,গ্রহ,নক্ষত্র সেই পৃথিবী সৃষ্টি লগ্নে যেমনটি ছিল এখনওতো তারা যে যার যার কক্ষ পথে ঘুরে বেড়াচ্ছে।এতটুকু ব্যত্যয় হলে তো সব শেষ।তবে মানব চরিত্রের ছন্দে বার বার এই ব্যত্যয় কেন ?
কলম তরবারী অপেক্ষা শক্তিশালী।কারও লেখা পড়ে আহত হলে লেখার মাধ্যমেই তার জবাব দেয়া উচিৎ।মানুষ এমন একটি জীব যাকে সৃষ্টিকর্তা আপন মমতায় সৃষ্টি করেছেন।সকল সৃষ্টির মহত্ব এই মানবকে নিয়েই আবর্তিত।অথচ আমরা এতটাই বোকা যে সেই মানুষের মৃত্যুর জন্য বিপরীত মতের লোকেরা কিনা করি !
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২
মহান প্রকৃতি বলেছেন: আমরা চাই অসুস্থ রাজাকার গো আযমকে এই বৃদ্ধ বয়সে মুক্তি দিয়ে তাকে সুযোগ দেয়া হোক!!
/
এই বৃদ্ধ বয়সে এই গো আযম দেশের আর কীইবা ক্ষতি করবে, তার মেশিনতো দুর্বল, তাকে দিয়েতো আর কোন ধর্ষণ হপে না!!!
/
বাবার সাত সন্তান সাত রকম হতে পারে। জাশির বাচ্চারাও বাংলার সন্তান। আমরা আচিপের সাথে সাথে তাদেও সুস্থতা ও বৈধতার দাবি জানাই