নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মস্তিস্কের তাড়নায় ভাসানির ভাবনায়

এম এস আই জুেয়ল

সরল গল্প

এম এস আই জুেয়ল › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে সত্য বললে দুর্যোগ নেমে আসে : এটিএন চেয়ারম্যান

১৮ ই মে, ২০১৩ দুপুর ১:৫০

নিউ ইয়র্ক, ১৮ মে,২০১৩ (জাস্ট নিউজ) : যুক্তরাষ্ট্র সফররত এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান বলেছেন, আমি এখন আর সত্য কথা বলি না। কারণ বাংলাদেশে সত্য কথা বলতে গেলে দুর্যোগ নেমে অসে। এ সময় ইতিপূর্বে তিনি লন্ডনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি সত্য বলার বিষয়কে ইঙ্গিত করেন।



শুক্রবার বিকালে নিউ ইয়র্কের উড সাইডের কুইন্স প্যালেসে এটিএন বাংলার আয়োজনে সাভারে ভবন ধসে হতাহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানে ফান্ড রাইজিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



ড. মাহফুজুর রহমান বলেন, বাংলাদেশের মিডিয়া স্বাধীন বলা হলেও স্বাধীনতা নেই। এখানে যদি সত্য বলা হয় তাহলে উপর মহল থেকে চাপ আসে।



এ প্রসঙ্গে তিনি এটিএন নিউজের মুন্নি সাহার একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেন, সাভারের ধসে পড়া ভবন রানা প্লাজার নিচে গিয়ে মুন্নি সাহা দেখতে পান যে, সেখানে কোনো ফায়ার ব্রিগেড বা সেনাবাহিনীর উদ্ধার কর্মী ছিলেন না। শুধু মাত্র কয়েকজন স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মী সেখানে ছিলেন। অথচ উপরে প্রেস ব্রিফিং করে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের উদ্ধার কর্মকান্ড জাহির করছিলেন।



এ রিপোর্টটি এটিএন নিউজে প্রচার করার পর বিভিন্ন মহল থেকে চাপ আসতে থাকে। এ হলো বাংলাদেশের গণমাধ্যম ও সংবাদ পত্রের স্বাধীনতা।



ড. মাহফুজুর রহমান বলেন, গার্মেন্টস মালিকদেরকে ঢালাওভাবে দোষ দিয়ে লাভ নেই। হাতে গোনা দুয়েক জন অসাধু গার্মেন্ট ব্যবসায়ী নানা অসদুপায় অবলম্বন করে অর্থ বানালেও অধিকাংশ গার্মেন্টস মালিককে কষ্ট করে এই ব্যবসা টিকিয়ে রাখতে হয়। তার ওপর ষড়যন্ত্রকারীদের নানা চক্রান্তের কারণে এই শিল্পে আজ দুর্দিন নেমে আসছে। বাংলাদেশের প্রধান রপ্তানী আয়ের এই শিল্প বাঁচাতে তিনি সকল মহলের সহযোগিতা কামনা করেন। সাভারে রানা প্লাজা ধ্বসের ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।



উল্লেখ্য, কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সারা বছর সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকান্ড নিয়ে প্রতিবাদমুখর হলেও এদিন তারা এ বিষয়ে নিশ্চুপ ছিলেন।



এটিএন বাংলা ইউএসএর পরিচালক মাসুম মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে ও ভাইস প্রেসিডেন্ট ফখরুল আলমের তত্ত্বাবধানে ফান্ড রেইজিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস আহমেদসহ বিভিন্ন পেশাজীবিরা। সাভার ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সংগৃহীত অর্থ এটিএন বাংলার মাধ্যমে সরাসরি ক্ষতিগ্রস্তদের হাতে প্রেরণ করা হবে।



বাংলাদেশে সত্য বললে দুর্যোগ নেমে আসে : এটিএন চেয়ারম্যান



একটু আগে “আমাদের সময়ও একই নিউজ উদ্বৃত করেছে



Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৩ দুপুর ২:০৩

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: :-B :-B :-B :-B কেমনে কি হাগোল হইছে নি কুনাই

২| ১৮ ই মে, ২০১৩ দুপুর ২:০৮

চানাচুর বলেছেন: বাংলাদেশে সত্য বললে দুর্যোগ নেমে আসে : এটিএন চেয়ারম্যান

ডায়লগটা ভালো!! :D

৩| ১৮ ই মে, ২০১৩ দুপুর ২:০৯

খাটাস বলেছেন: ভুতের মুখে রাম নাম। সম্ভবত সত্যি কথা বলে সততা জাহির করে নতুন কোন ইভা, টিভা পটানোর ধান্দায় আছে। /:) /:) /:)

৪| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৫:০৭

এম এস আই জুেয়ল বলেছেন:
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সুশাসনের জন্য নাগরিক-সুজন আয়োজিত ‘পোশাক শিল্পের সমস্যা ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে কিছু আলোচনা দেখু

আমাদের সময় অনলাইন সংখ্যা ১৮ই মে,২০১৩

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.