নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মস্তিস্কের তাড়নায় ভাসানির ভাবনায়

এম এস আই জুেয়ল

সরল গল্প

এম এস আই জুেয়ল › বিস্তারিত পোস্টঃ

গাজীপুর সিটি নির্বাচনেও হেরে গেল আওয়ামীলীগ

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৪



চট্রগ্রামের পর সম্প্রতি অনুষ্ঠিতব্য সিলেট,রাজশাহী,বরিশাল ও খুলনা সিটি নির্বাচনে অত্যন্ত লজ্জাজনকভাবে হেরে যায় আওয়ামীগ।দেশের চারকোণ থেকে হেরে সরকারী দল গাজীপুরকে চ্যালেন্জ হিসেবে নিয়েছিল।কারণ রাজধানীর সন্নিকটেই গাজীপুর।ঢাকা থেকে নিঃশ্বাস নিলে টঙ্গী-গাজীপুর থেকে তার উষ্ণতা পাওয়া যায়।মাত্র একদিন আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছিলেন, গাজীপুর আওয়ামী লীগের দুর্গ। গোপালগঞ্জের পরে এই দুর্গে কেউ আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না।বিগত দিনগুলিতে অধ্যাপক এম এ মান্নান ছাড়া এর ব্যতিক্রম হয়ে বিএনপির ভাগ্যে কেউ জোটেনি।গাজীপুর সিটি নির্বাচনে জয়ী হয়ে অধ্যাপক এম এ মান্নান আবার সেই কথার প্রমাণ দিলেন।সর্বশেষ পাওয়া খবরে স্পষ্টতই বোঝা যাচ্ছে কাদের সিদ্দিকীর কথামত এম এ মান্নান বিপুল ভোটে জয়ী হয়েছেন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৪

ই এইচ মানিক বলেছেন: দুর্গের ই যে অবস্থা !!!!!!!!!!!!!!!!!!!
সারাদেশে তো হয়নাই......।

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৯

এম এস আই জুেয়ল বলেছেন: জয় হোক সত্যের;জয় হোক জনতার।

২| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৭

হাসান কালবৈশাখী বলেছেন: সিটি নির্বাচনে ফলাফল এরকমই হবে।
সাধারনত মানুষ মনস্তাত্তিক ভাবে চাইবে ক্ষমতাসিন সরকারের বলয়ের বাইরের কোন লোক। যে দুর্নিতি করলে সরকার নিজেই চেপে ধরবে। এতে সিটি কর্পোরেশন অনেকটা দুর্নিতি মুক্ত থাকবে বলে ধারনা জন্মেছে!
চট্টগ্রাম, নারায়নগঞ্জ ও গত ৪ টি বিভাগে ও আজ গাজিপুরে এই মনস্তত্তই কাজ করেছে।
বিএনপি ক্ষমতায় থাকলে উল্টাটাই দেখতেন।
ঢাকায়ও এই রকম ফলাফলই দেখা যাবে।
সিটি নির্বাচনে মানুষ চাইবে ক্ষমতাসিন সরকারের বলয়ের বাইরের কোন লোক.
কারন সরকার ও মেয়র একই দলের হলে দুর্নিতী ধরবে কে?

সাধারন নির্বাচনে এই ইশুটি থাকবেনা নিশ্চিত থাকেন।

৩| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:১০

একিউমেন০৮ বলেছেন: নিজ কেন্দ্রে হারলেন আজমত
Link

৪| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৮

হাসির মানুষ বলেছেন: হাকা সাহেব, জনগনযে সবখানে আলীগের মুখে মুতে দিচ্ছে সেটা কেন স্বীকার করছেননা। সামনে আপনাদের আরও খারাপ দিন আসতেছে। পেমেন্ট মনে হচ্ছে কমে যাচ্ছে। তাই এখন নিরপেক্ষ সাজার ভান করতেছেন????? সব পোস্টে গিয়ে আপনি একই কমেন্ট করতেছেন আর পিঠ বাচানোর চেষ্টা করতেছেন???? পিঠ হয়তো বাচবে কিন্তু পাছা তো বাচতেছেনা ভাইজান.........

৫| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৪

কফি হাউজের আড্ডা বলেছেন: আবাল বালবৈশাখী বলদ ডারে কেউ বান্দেন ত ভাই। বেড়াবুড়া ভাইঙ্গা ক্ষেতক্ষুত নষ্ট কইরা ফালাইতাছে, হালা বলদের ঘরের বলদ কোনহানকার।

ঐ বলদ, সারা দেশের মানুষ একজোগে মিল্লা মনস্তাত্তিক ভাবে চাইছে
ক্ষমতাসিন সরকারের বলয়ের বাইরের কোন লোকরে নির্বাচিত করতে, যেন দুর্নিতি করলে সরকার নিজেই চেপে ধরতে পারে। এতে সিটি কর্পোরেশন অনেকটা দুর্নিতি মুক্ত থাকবে বলে ধারনা জন্মেছে! কোন লেভেলের বলদ হইলে এমন যুক্তি দিবার পারে !!!

হালারেত বলদ কইলেও বলদে শরম পাইব। এই বলদের মাথা স্ক্যান করলে দেহা যাইব, মগজের জাগায় কুত্তার দুডা বিচি ঝুলতাছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.