নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

পীর সাহেবের এই \'সবাই\'টা কারা?

২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩০


'আমার খারিজ করা জমি, বাউন্ডারী ওয়াল দেওয়া, নামজারী আছে, দলিল আছে, বিগত ১১ বছরের খাজনা দেওয়া আছে (গতবছর ও খাজনা দিয়েছি), হঠাৎ করোনার লকডাউনের মধ্যে গত বছরের এপ্রিল-মে সময়ে বসুন্ধরা খেয়ে ফেলেছে। একেবারে ৪০০ জনের বাউন্ডারি দেওয়া জমি সমতল করে ফেলেছে।

বসুন্ধরার সাথে যোগাযোগ করলে বলে আমাকে ৫০% জমি দেবে যদি দলিলটা ওদের নামে দিয়ে দেই। জানিনা বসুন্ধরা এই পর্যন্ত কতগুলো জমি হালাল্ভাবে নিয়েছে। যাই হোক, এই রোজার দিনে যতই ভাবি অভিশাপ দেবোনা, কিন্তু ভুলতে পারিনা, অনেক কষ্ট করে কয়েকজন মিলে জমিটা কিনেছিলাম, কিছু একটা করবো বলে!'

- বসুন্ধরা গ্রূপের হাতে জমি হারানো বুয়েটের এক ছোটভাই আক্ষেপের সাথে উপরের কথাগুলো তার ফেইসবুক ওয়ালে লিখেছে।

আর, সেই বসুন্ধরা গ্রূপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর'এর জন্মদিন উপলক্ষে সাংবাদিক পীর হাবিবুর রহমান সাহেব তাঁর ফেইসবুকে লিখেছেন: 'দেহ থেকে মন তার এতটাই বড়ো যে সবাই বলেন মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্তই তার কলিজা।'

প্রশ্ন জাগে, পীর সাহেবের এই 'সবাই'টা কারা যারা আদপেই মনে করেন বসুন্ধরার মতো ভূমিদস্যুদের পায়ের নখ হতে মাথার চুল পর্যন্ত কেবলই কলিজা?

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


টাকার কাছে কত বড় বড় পীর আউলিয়া বিক্রি হয়ে যায় আর উনি তো এক জন সাংবাদিক মাত্র।

২| ২৮ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এরা চাল খায় ডাল খায় ভূমি জমি সব খায়
এত ক্ষুধা তোদের যদি মল কেন বাদ যায়?
ভুখা নাঙ্গা মুচিদের মল আছে বিস্তর
খেয়ে নে মজা করে জঞ্জাল দূর কর।

৩| ২৮ শে এপ্রিল, ২০২১ রাত ৮:০৫

আল ইফরান বলেছেন: অইটা পীরজাদা না, হারামজাদা।

৪| ২৮ শে এপ্রিল, ২০২১ রাত ৮:০৭

রানার ব্লগ বলেছেন: পদলেহন জাতি এরা

৫| ২৮ শে এপ্রিল, ২০২১ রাত ৮:২১

সোহানী বলেছেন: এ আর বলতে। কত মানুষ সর্বশান্ত হয়েছে এ বসুন্ধরা নামের ভূমি দস্যুদের হাতে তা কতজনেরই খবর আমরা জানি।

৬| ২৮ শে এপ্রিল, ২০২১ রাত ১১:২১

কামাল১৮ বলেছেন: আজকে যেখানে বসুন্ধরা এখানে ছোট ছোট গ্রাম ছিল।স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের হাত করে তাদের উচ্ছেদ করে।৭২ সালের পর এরা ছিল ছোট ছোট রং বাজ।আজকে তারা ফুলে ফেপে বটবৃক্ষে পরিনত হয়েছে।এদের অরিজিন ভালো না।

৭| ০৫ ই মে, ২০২১ রাত ১:৪৫

রাজীব নুর বলেছেন: চোরের দেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.