নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

গুনদা (কবি নির্মলেন্দু গুন) - -

২৬ শে অক্টোবর, ২০২২ রাত ১১:০৩

গুনদা (কবি নির্মলেন্দু গুন) খুব উচ্চ রসবোধসম্পন্ন মানুষ।

২০১৬ এর একুশে বইমেলা হতে নতুন লেখকদের কয়েকটা বই তিনি সংগ্রহ করলেন। প্রতি বছরই নাকি তিনি এ কাজটি করেন। বইগুলোর মধ্যে আমার গল্পগ্রন্থ 'কচি চেহারার বিড়ম্বনা'ও ছিল।

বইটির কিছুটা পড়ে দেখতে গিয়ে তিনি নাকি পুরোটাই পড়ে ফেলেছিলেন। এটি কিন্তু ২৫০ পৃষ্ঠার এক মোটাসোটা বই। পড়া শেষ করে তিনি বিড়বিড় করে বলতে লাগলেন, এই বইটি পুরস্কারের যোগ্য মনে করি।

বাকিটা ইতিহাস। আমার সেই বই ২০১৬ এর ঢাকা একুশে গ্রন্থমেলার পুরস্কার পাওয়া বইগুলোর অন্যতম। গুগল সার্চ করলে বইটি পাওয়া যায়। - -

কবি নির্মলেন্দু গুন বর্তমানে পদক বেচে দেবেন বক্তব্য দিয়ে আলোচনায়। এর আগে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্বাধীনতা পুরস্কার দাবি করেও তিনি বেশ আলোচিত হয়েছিলেন।

কবি আমার খুব প্রিয়জন হলেও কেবল পদকধারীদের গ্যাস-বিদ্যুৎ ইত্যাদির সংযোগ প্রদানে অগ্রাধিকার দেবার যে দাবি তুলেছেন তা আমার পছন্দ হয়নি। তাঁর অবস্থান হতে জনগণের সার্বিক কল্যানে কাজে লাগে এমন বড়ো দাবি প্রত্যাশা করি। আমার ধারণা তিনি রসিকতা করেই পদক বিক্রির কথাটা বলেছেন।

সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি দেশবরেণ্য এ কবির।

FaceBook: ML Gani

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:২৫

শেরজা তপন বলেছেন: তাঁর মত বিজ্ঞ ম্যাচিউরড একজন জনপ্রিয় ব্যক্তির মজা করেও এমন কথা মিডিয়ায় বলা উচিৎ হয়নি।
চেয়ে নিয়ে ফের বেঁচে দিবেন বলে হুমকি দেন- সরকার যদি বলে; ঠিক আছে বেঁচেন তখন তাঁর ইজ্জত নিয়ে টানাটানি হবে।

২| ২৭ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: কবিতা লিখে ভাত জুটছে না, ওনি এখন গ্যাস-বিদ্যুৎ চাচ্ছেন।

৩| ২৭ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: উনি একজন লোভী কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.