নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

\'পুরুষের ধাতু ঘন হয় যেসব খাবার খেলে\' শীর্ষক ভিডিওটি আপলোড করেছেন এক ধর্মপ্রাণ হিজাবি নারী!

৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:৪৫

ইউটিউবে লোভনীয়সব প্রেজেন্টেশন দিয়ে টাকা কমানোর প্রতিযোগিতায় নেমেছেন এক শ্রেণীর পেশাজীবী। তাঁদের উদ্দেশ্য যতটা না মানবসেবা, তার চেয়েও বেশি ভিউয়ার বাড়ানো। বেশি ভিউয়ার মানে বেশি আয়।

নারী ডাক্তাররাও এতে পিছিয়ে নেই। নারী স্বাস্থ্যের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর না দিয়ে বরং 'পুরুষের ধাতু ঘন হয় যেসব খাবার খেলে', 'লিঙ্গ উত্থান দীর্ঘস্থায়ী করা যায় যেভাবে,' 'স্বপ্নদোষ কিভাবে উপভোগ্য করবেন,' ... এমনসব রগরগে জিনিসই হয় তাঁদের আলোচনার বিষয়বস্তু। বিশ্বাস হতে চাইবে না হয়তো, 'পুরুষের ধাতু ঘন হয় যেসব খাবার খেলে' শীর্ষক ভিডিওটি আপলোড করেছেন এক ধর্মপ্রাণ হিজাবি নারী।

'পুরুষদের লিঙ্গ-উত্থান সমস্যা ও প্রতিকার' বিষয়ে ভিডিও আপলোড করে এক নারী চিকিৎসক মাত্র কয়েকমাসেই কামিয়ে ফেলেছেন প্রায় দুই মিলিয়ন ভিউয়ার। আরেক ভিডিওতে দেখা যাচ্ছে ছোট্ট একটা কাঁচুলি পরিধান করে গিটার বাজাচ্ছেন এক তরুণী। ভিউয়ার লাখে লাখে, যেন তাবৎ দুনিয়ার মানুষ সেই প্রথম গিটার বাজানো শুনলেন। অন্য এক ভিডিওতে দেখা গেলো এক নারী তাঁর গোসলের ভিডিও আপলোড করে তিনদিনেই পেয়ে গেছেন মিলিয়ন ভিউয়ার। ...

কেবল অর্থোপার্জনের লালসায় সোশ্যাল মিডিয়ায় এ ধরনের 'প্রশ্নবোধক' ভিডিও আপলোড করা বা রগরগে আলোচনা সুস্থ মনমানসিকতার পরিচায়ক হতে পারে না। এ বিষয়ে আপনি কি মনে করেন?

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই ধরণের ইউটিউবার অত্যন্ত নিম্ন মানসিকতা প্রকাশ করেছে। টাকা কামানোর জন্য যা কিছু করতে পারবে এরা।

২| ৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:১৯

মিরোরডডল বলেছেন:




এ বিষয়ে আপনি কি মনে করেন?

যেহেতু জানতে চাওয়া হয়েছে তাই কিছু বলতে চাই।
আগে দেখিনি, কিন্তু এই পোষ্ট পড়ে ভিডিওটা দেখলাম।
কোথাও সমস্যা দেখছি না।
Absolutely okay.

একজন ডক্টরের পরিচয়, সে একজন ডক্টর।
পুরুষ গাইনোকোলজিস্ট যেমন আছে, সেরকম নারী বিশেষজ্ঞ থাকতেই পারে যিনি পুরুষদের হেলথ টিপস দিচ্ছে।
এখন যদি অনেক ভিউ হয়, তারমানেই ধরে নিবো অন পারপাস ভাইরাল হবার জন্য?

একজন পুরুষ ডক্টরের ভিডিও আছে অনলাইনে লাইভ ডেলিভারি নিয়ে যেখানে 19M ভিউস।
কখনোই কিন্তু মনে হয়নি সেই ডক্টর ভাইরাল হবার জন্য দিয়েছে।

কেনো পোষ্টে উল্লেখিত ডক্টর একজন মহিলা, তাই এটা একটা বিগ ইস্যু।

এগুলো কি রেসিজম নাহ?


৩| ৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

নারীর মুখে এই সব শুনতে পুরুষরা বেশী বিনোদন পায়।
তাই নারীরা এগিয়ে এসেছেন।
এটা খারাপ না। মজা নিক সবাই।

৪| ৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৩১

মিরোরডডল বলেছেন:





অন্য এক ভিডিওতে দেখা গেলো এক নারী তাঁর গোসলের ভিডিও আপলোড করে তিনদিনেই পেয়ে গেছেন মিলিয়ন ভিউয়ার। ...

বলার অপেক্ষা রাখে না যে এরা এটেনশন সিকার।
ভাইরাল হওয়াই এদের উদ্দেশ্য, নো ডাউট।

কিন্তু এখানেও একটা কথা থেকে যায়।
ওদের একা দোষারোপ করে লাভ নেই।
পাবলিক খায় বলে, ওরা খাওয়ায়।
আপনারা দেখেন বলেই মিলিয়ন ভিউস হয়।
এখন থেকে এসব দেখেবন না, তাহলেই ভাইরাল হবে না।

দেখবো, উপভোগ করবো।
তাদের ভাইরাল হওয়াতে আমাদের ভাইটাল ভুমিকা রাখবো।
তারপর এসে সমালোচনা করবো।
বিষয়টা কেমন ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায় নাহ!


৫| ৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৩৫

মিরোরডডল বলেছেন:

টাইপো ***দেখবেন না***

৬| ৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমার মতে কনটেন্ট মানসম্মত হতে হবে সেটা নারী কিংবা পুরুষের হোক। কিন্তু বর্তমানে টাকা কামানোর জন্য মানুষ নৈতিকভাবে অনেক নীচে নেমে যাচ্ছে।

৭| ৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:০১

বাকপ্রবাস বলেছেন: উন্মোক্ত প্লাটফর্ম। নিয়ম মেনে রুচিসম্মত উপায়ে যে যার করতেই পারে, সে যদি সে বিষয়ে এক্সপার্ট হয়, তাহলে তার কাজ ওটাই, ভিউ আছে মানে ডিমান্ডও আছে, বিষয়গুলো মানব সম্পর্কিয়, এসবতো সবাইকে জানারও বিষয় হা হা হা
সুতরাং ভিউ বাড়তে দিন ভয় পাবেননা, যার যেটা প্রয়োজন সে সেটা খুঁজে নেবে। কারো যদি লিঙ্গ উথান সমস্যা থাকে তারজন্য মস্ত উপকারী বিষয় =p~

৮| ৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৯

ধুলো মেঘ বলেছেন: ঐ নারী হিজাবী হতে পারে, কিন্তু ধর্মপ্রাণ - এই সার্টিফিকেট আপনাকে কে দিল? হিজাবী নারীদেরকে টিকটকে নাচতে দেখেননি?

৯| ৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৪৭

সোনাগাজী বলেছেন:



আপনি বুয়েটের ইন্জিনিয়ার, থাকেন কানাডায়, এই হচ্ছে আপনার ব্লগিং'এর বিষয়?

১০| ৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:১৫

জনারণ্যে একজন বলেছেন: প্রথমতঃ যদি কেউ ইউটিউবে লোভনীয় প্রেজেন্টেশন দিয়ে ভিউ বাড়িয়ে দু'টো পয়সা উপার্জন করে, তাতে আপনার সমস্যা কোথায়?

দ্বিতীয়তঃ আপনার কেন মনে হলো নারী ডাক্তাররা (হোক হিজাব পরিহিতা কিংবা নয়)পুরুষের শারীরিক সমস্যা ((ইনক্লুডিং তাদের যৌ&ন সমস্যা) নিয়ে কথা বলতে পারবেন না? ডাক্তারের আবার নারী-পুরুষ লিঙ্গভেদ কিসের!

কোনো প্রাপ্তবয়স্কা মেয়ে কাঁচুলি পরে গিটার বাজালে তার বাথ নেয়ার ভিডিও আপলোড করলে আপনার প্রবলেম কোথায়? একজন প্রাপ্তবয়স্ক মানুষ তার ব্যাক্তিগতজীবনে কি করবেন কিংবা কি করবেন না, সেই ব্যাপারে আপনার কাছ থেকে পূর্বানুমতি নিতে হবে?

আর আপনার যদি এতটাই সুরুচি থাকে, ঐসব ভিডিও দেখতে গেলেন কেন?

দেখবেন… শুড়শুড়ি অনুভব করবেন এবং পরিশেষে নিজেকে বিশিষ্ট ভদ্দরনোক প্রমান করার জন্য অপ্রয়োজনীয় নৈতিকতার জ্ঞান দেবেন - এইসব ভণ্ডামির মুখোশ খুলে, সুস্থ্য-সুন্দর একটা জীবন যাপন করেন। শুভকামনা রইলো।

১১| ৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:২৬

শাহ আজিজ বলেছেন: ধাতু ঘন হলে সুবিধা কি আর পাতলা হলেই বা অসুবিধা কি জানতে পারলাম না ।

১২| ৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার পোস্ট পড়ে আমার ইম্প্রেশন হলো আপনি ইউটিউব দেখা শুরু করেছেন সাম্প্রতিককালে। এ ধরনের ভিডিও ইউটিউবের আদিকাল থেকেই ছিল। যে সব বিষয় আপনি বা আমি কল্পনা করতে পারি, তার চাইতেও অধিক বিষয়ের উপর ইউটিউবে কন্টেন্ট আছে। আবার, অনেক ভিডিওতে আপনি চেহারা দেখবেন একজনের, কিন্তু অন্য কারো কণ্ঠ সেখানে ঢুকিয়ে দেখা হয়েছে (লিপ্সিং), এজন্য দেখবেন, একই অঙ্গভঙ্গি দেখানো হচ্ছে বার বার। আর এখন হলো এ আই-এর যুগ, কবে দেখবেন ভিডিওতে আপনি বা আমি ঐ কন্টেন্টের উপর বক্তৃতা ঝাড়ছি, তখন যেন অবাক না হন। আবার, পুরুষ কণ্ঠকে কনভার্ট করে নারী কণ্ঠ করা যায়। সুতরাং, ভিডিওতে আকর্ষণীয় নারীকণ্ঠ শুনেই আপ্লুত হবার যথেষ্ট কারণ নেই - আমিও নিজেও কণ্ঠ কনভার্ট করার অ্যাটেম্পট নিয়েছিলাম :)

অ্যানালগ যুগে বাজারে, পথে ক্যানভাসারগণ এসব বিষয়ের উপর মলম, ওষুধ, ইত্যাদি বিক্রি করতো। এখন সেটা ইউটিউবে চলে এসেছে, অনলাইনে কেনাবেচা হয়। যেটা আপনার কাছে দোষের, সেটা অন্যের কাছে উপকারীও মনে হতে পারে।

তবে, সার্বিকভাবে ইউটিউবে ও ফেইসবুকে ভালো জিনিসের পাশাপাশি ক্ষতিকর অনেক জিনিসও ছড়িয়ে পড়ছে। সেগুলোর উপর অথোরিটির ভালো কন্ট্রোল আছে বলে মনে হয় না। নিজেকে সেইফ রাখতে চাইলে নিজের মোবাইল ও পিসিতে সফটওয়্যারের মাধ্যমে সেগুলো ফিল্টারিং করাই উত্তম পন্থা।

১৩| ৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৩

মিরোরডডল বলেছেন:




এখন যদি আমরা বলি এমএলজি বায়াসড এবং ইনফ্লুয়েন্সড এই শিরোনামে মিলিয়ন ভিউস দেখে,
আর ব্লগে ভিউস পাবার জন্য সেইম শিরোনামে পোষ্ট দিয়েছে।
নৈতিকতা প্রচারের ইচ্ছা নিয়ে পোষ্ট লিখে, এরকম বাজে ব্লেইম শুনতে ভালো লাগবে?

How would you feel?
Definitely not good.

একইভাবে এই ডক্টর ভালোর জন্য পোষ্ট দিয়ে কত বাজে অভিযোগ ফেইস করছে।
যে জায়গায় আমরা নিজেকে দেখতে চাই না, সেখানেই অন্যকে দেখতে চাই।
সমস্যা আসলে আমাদের মধ্যেই।

এই পোষ্টে যারা আসবে তারাই ভিডিও দেখবে।
ধরে নিচ্ছি যদি খারাপ কিছুও হতো, এমএলজি আলটিমেইটলি আরো প্রমোট করলো।

উন্নত বিশ্বে বসবাসরত একজন উচ্চশিক্ষিত মানুষ যদি মনের অজান্তে এভাবে প্রমোট করে,
তাহলে রাম শাম যদু মধুর আর দোষ কি! তারা জানেই না কোনটা ঠিক আর ভুল।

We have to admit, we are hypocrites.


১৪| ৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:২৩

আল ইফরান বলেছেন: আমি ব্যক্তিগতভাবে মনে করি না ডাক্তার ভদ্রমহিলা দোষের কিছু করেছেন।
এমনিতেই বাংলা ভাষায় যৌনতা নিয়ে ভালো কন্টেন্টস এর অভাব, দুই একজন শিক্ষিত মানুষ এগিয়ে আসলে আপনারা হিজাব, বাচ্চা মেয়ে (যেমন, তাসনিম জারা) ইত্যাদি বলে তাদের ব্যাকফুটে পাঠিয়ে দিতে চাচ্ছেন।
ঊনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক এবং মেডিক্যাল এথিকসের মধ্যে থেকে যে কোন বিষয়ে ওনার আলোচনা করার অধিকার ওনার রয়েছে।
আর উনি হিজাব পরিধান করেছেন না টি-শার্ট পড়ে ভিডিও দিয়েছেন সেইটা কেন আলোচনার বিষয় হবে!
আপনি খুব সম্ভবত রিনা মালিকের ইউটিঊব চ্যানেলের সাথে পরিচিত নন, এই ভদ্রমহিলা একই বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন কিন্তু ইংরেজী ভাষায়।

১৫| ৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩৫

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: ধাতু কেন ঘন হতে হবে? ধাতু পাতলা হলে সমস্যা কী?

১৬| ৩০ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:১৯

বাউন্ডেলে বলেছেন: দেহ-সৌন্দর্য-সুড়সুড়ি ব্যাবসা আদিকাল থেকেই নারীদের একাংশ করে আসছে।এটা বিবর্তিত হতে হতে বর্তমান বহুমুখী পর্যায়ে কু-রুচি সম্পন্ন পুরুষদের আনন্দ দিচ্ছে।

১৭| ৩০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৫২

রাজীব নুর বলেছেন: টাকার জন্য মানুষ কত কি যে করে!!!!

১৮| ৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:০০

কামাল১৮ বলেছেন: মিরোরের বক্তব্যের সাথে সহমত।নতুন করে বললে আরো কঠিন কিছু বলে ফেলবো।

১৯| ৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:১০

রানার ব্লগ বলেছেন: উনি হয়তো এই বিষয়ে বিশেষজ্ঞ । তাই পোস্ট করেছেন । তবে বোরকা পরলেই যে তার সাত খুন মাফ এমন ভাবনা থেকে আমরা যতো দ্রুত বের হয়ে আসবো ততই মঙ্গল । ৭১ এ দাড়ি টুপি পরেই কিছু লোক মানুষ হত্যা আর ধর্ষনের মতো কু কর্মকান্ড করেছে । আবার কিছু সত্যিকারের ঈমাম সাহেব মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করার কারনে জীবন দান করেছেন । মানুষে লেবাস তার কাজের পরিচয় বহন করে না । তার কর্মই তার পরিচয় প্রকাশ করে দেয় ।

২০| ৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:৫৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার শিরোনাম কত নোংরা সেটা কি আপনি বুঝতে পারছেন?






ডাক্তার অনেক কিছুই বলতে পারে কিন্ত আপনি সেটা পারেননা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.