নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

\'ম্যাডাম\' সম্বোধন করলে চেয়ারের অসম্মান হয় কি করে?

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৫:৫৭

হাসিনা আমলে মহিলা কর্মকর্তাদেরও 'স্যার' সম্বোধন করতে হতো। এর মুলে ছিল, হাসিনা নিজে 'স্যার' ডাক শুনতে চাইতেন।

এক সচিব এর ব্যাখ্যা দাঁড় করিয়েছিলেন এভাবে: 'You are addressing the chair, not the person.' অর্থাৎ, আপনি চেয়ারকে 'স্যার' সম্বোধন করে সম্মান জানাচ্ছেন, ব্যক্তিকে নয়।

এ প্রসঙ্গে আমার প্রশ্ন, 'স্যার' সম্বোধনে সম্মান, আর 'ম্যাডাম' সম্বোধনে অসম্মান একান্তই পুরুষতান্ত্রিক চিন্তা নয় কি? 'ম্যাডাম' সম্বোধন করলে চেয়ারের অসম্মান হয় কি করে?

বলা বাহুল্য, উন্নতদেশগুলোতে কিন্তু 'স্যার' বা 'ম্যাডাম' সম্বোধন করা হয়না কোন চেয়ার বা কর্মকর্তাকে। সচরাচর ফার্স্ট নেইম ধরেই কর্মকর্তা-কর্মচারীদের ডাকা হয়। Gen Z-কে এ বিষয়টা জানতে হবে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৫০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: Sorry to say, ওদের একটা করে পুং লিঙ্গ ছিল তাই স্যার ডাক পছন্দ করতো।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৬

পুরানমানব বলেছেন: হাসিনার শিষ্য আছিলো সবগুলা।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৪

রাজীব নুর বলেছেন: আইভি আপার অফিসে নারায়নগঞ্জ যেতাম।
সেখানে দেখতাম আইভি আপাকে সবাই স্যার বলে সম্বোধন করছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.