![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা জাতি হিসেবে আজ অনেক সচেতন। আমরা কোন বিষয়ে মন্তব্য করার আগে চিন্তা করতে হয় তা আমাদের জন্য নিরাপদ কি না।
আমাদের বসবাস আজ একটি স্বাধীন রাষ্ট্রে যেখানে আমরা সত্য কথা বলার অধিকার রাখি না।
অনেক গুলো খুনের বিচার আজও রহস্য। সাগর-রুনির সন্তান আজও উপলব্ধি করতে পারেনি তার সাথে কি অন্যায় করেছে তার জাতি। যেদিন সে তা উপলব্ধি করতে সক্ষম হবে সেদিন তার চোখে জলে উঠবে ঘৃণার আগুন যা লাভা অপেক্ষা অধিক দহনের তাপ ধারন করবে।
জানি অনেক পুরাতন কথা বলছি। এভাবেই অনেক কিছুই অনেক পুরাতন হয়ে যাবে তবু বিচার হবে না, তবু আমরা অভিশ্প রয়ে যাবো। তবে আমদের সরকার ব্যবস্থা আজ অবহেলা করে বা ইচ্ছা করে যে অন্যায় করছে তা ভবিষ্যতের অনেকগুলো অন্যায় এর বীজ বপন করে চলেছে তাদের নিজেদের অজান্তেই।
সাগর-রুনিসহ আরও যাদের সাথে এমন অবিচার হয়েছে, যারা তাদের আপন কারো জন্য আজ আর চোখের জল ফেলার কথা ভুলে গেছেন তবু বিচার হয়নি তাদের প্রতি হয়ে যাওয়া অন্যায়ের। হয়ত আর কখনও হবেও না। তাদের কাছে জতির হয়ে ক্ষমা চাই যদিও আমি জানি এ ক্ষমা প্রার্থনা অর্থহীন।
সরকারের প্রতি আহবান জানাই ফিরে আসার ন্যায় এর পথে যার প্রতিশ্রুতি তারা প্রতি নির্বাচনের পূর্বেই করে থাকেন।
২| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৩
মহা সমন্বয় বলেছেন: আচ্ছা ওনারা কি দোষ করেছিল যে একেবারে খুন করে ফেলত হবে !!!!
৩| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৪
বিজন রয় বলেছেন: বিচারের বাণী কাঁদে!!
৪| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০০
কালনী নদী বলেছেন: কে বা কারা মারলো? কেনই বা মারলো এই ভালো দম্পত্তিকে? কারো স্বর্থ জড়িত এতে, ক্ষমতাসনদেরও হাত আছে। যে সরকারের কাছে বিচার চাওয়া হচ্ছে সেও তো নির্লিপ্ত। তার মৈাণতাই কি সম্মতি দেয় না এই সব কর্মকান্ডের?
বা এমনওতো হতে পারে হত্যাগুলো নিছক একটা গিাষ্টি বা জাতির উপর চাপিয়ে দিতে যে দিকে আমরা আঙ্গুল ঈশারা করছি।
সবই রাজনীতি,
আর সে দিক দিয়ে আমাদের দেশটা পঙ্গু
এখানকার জনগন অন্ধ
আর সরকার বদির!
বধির হওয়ার সুবিধা ভোগ বিলাস, পঙ্গু আর অন্ধরা ডিসিস!
৫| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা জাতি হিসেবে আজ অনেক সচেতন। আমরা কোন বিষয়ে মন্তব্য করার আগে চিন্তা করতে হয় তা আমাদের জন্য নিরাপদ কি না।
আমাদের বসবাস আজ একটি স্বাধীন রাষ্ট্রে যেখানে আমরা সত্য কথা বলার অধিকার রাখি না।
সুশীল অনুরোধে ঢেকি গিলবে না..
চাই বিপ্লবের শক্ত ঝাকুনি!
৬| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৯
মোঃ মুনতাসির হোসেন মৃধা বলেছেন: আমি অাপনি যদি বিপ্লবের পথ বেছে নিই তাতে অামরা হয়ে পড়ব বিচ্ছিন্ন ঘটনা। আপনি সমগ্র জাতিকে সচেতন করে তোলার আগে যে বিপ্লব করবেন তা ভাল কোন ফলাফল নিয়ে আসতে ব্যর্থ হবে। পলাশীর যুদ্ধে যদি এর দর্শকরা একটি করে পাথর ছুড়তে পারত তাহলে সেদিনই হত ইংরেজ শাসনের শেষ দিন।পরের ২০০ বছেরে অত্যাচারের পথ বন্ধ হত। তবে তা হয়নি। যখন ২০ কোটি মানুষের মধ্যে একজন বিপ্লবী হয়ে ওঠে তখন সে সন্ত্রাসী হিসেবে বিবেচিত হয়।
৭| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪১
একুশে২১ বলেছেন: নিজের দিকে তাকিয়ে দেখলাম আমি কতটা অসহায়। কবে এসবের শেষ দেখব। আদৌ কি দেখব? জানিনা। শুধু ভেতরে ভেতরে একটা হতাশা। অনেকের মত আমিও একজন পরাজিত স্বাধীন রাষ্ট্রের বাঙালী।
৮| ১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
সোজোন বাদিয়া বলেছেন: হ্যাঁ মুখ খোলার আগেই নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হয়। শত-সহস্র সাগর-রুনি, ত্বকী-সাজেদুলকে দিয়ে ওরা দেখিয়ে দিয়েছে। আমাদের মুখ সামলে চলতে হবে। অদ্ভূত আমাদের স্বাধীনতা, অদ্ভুত আমাদের সভ্যতা! তবুও বলার উপায় বের করতেই হবে, বলে যেতেই হবে। ক্রীতদাসের মতো তো বাঁচা যায় না।
অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা রইল মনে করিয়ে দেবার জন্য।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৭
মহা সমন্বয় বলেছেন: এত প্রাণবন্ত একটা ছবি আথচ......
ভাবতেই কেমন জানি লাগে.... 