![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটু ভালোভাবে চিন্তা করলে আমরা কিছু অবাক করা বিষয় লক্ষ করতে পারি। অামরা যা নিয়ে বিরক্তের চরম সীমার পরবর্তি ধাপে অবস্থান করছি। তার পরও জাতি হিসেবে কখনও কখনও নিজের জাতিকে খুব সৌভাগ্যবান মনে হয়। আমাদের অন্যান্য কোন জাতির তুলনায় মেধা কম তা নয় তবে পার্থক্য মেধার ব্যবহারে। আমরা নেতিবাচক দিকে আমাদের মেধার সর্বোচ্চ ব্যবহারে সক্ষম।
রাজনৈতিকভাবে আমাদের গণতন্ত্রের পূর্বে আমাদের পরিচয় হয়েছে আরও অনেক রাষ্ট্র পরিচালনার ধরনের সাথে যখন শাসন ব্যবস্থায় আমাদের অংশগ্রহন তেমন ছিলনা। অমরা যখন এই শাসন ব্যবস্থায় ভূমিকা নেয়ার সুযোগ পেয়েছি তখন তা গণতন্ত্র এবং সাথে সাথে তার ১০০% বাঙালিকরন শুরু হয়ে গেছে। বহিঃবিশ্ব জানবে এদেশে গণতন্ত্র বর্তমান। তবে এই নাম নিয়ে অন্য সকল তন্ত্র আমাদের সরকার প্রতিষ্ঠিত করেছে বর্তমান এবং পূর্বের সকলেই।
সভ্য জাতিগুলোকে দেখে আমর শিখেছি আইন-কানুন রক্ষার্থে পুলিশ প্রয়োজন এবং সেক্ষেত্রে আমাদের সকল ধরনের প্রয়োজন মিটিয়ে আমরা পরিপূর্ণ। বাঙালিকরনে এর রুপ একটু বেশিই ভয়ঙ্কর হয়ে পড়েছে। যদি কেউ জিজ্ঞেস করে " আপনার দেশে পুলিশ নাই?" আমর উত্তরে বলি অবশ্যই আছে। তবে সাথে সাথে মনে হয় "সে তো কখনও কখনও সন্ত্রাসীদের চেয়েও ভয়ঙ্কর"।
আইনরক্ষা বাহিনীর সাথে সন্ত্রসীদের সংঘর্ষ হলে তারা নিজেদের রক্ষার্থে গুলি ছুড়তে বাধ্য হয় এতে সন্ত্রসীর মৃত্যু হলে তাকে বলে ক্রসফায়ারে সন্ত্রাসীর মৃত্যু।এর বাঙালিকরনে এক অসম্ভব ক্ষমতা আইনরক্ষা বাহিনীকে পেয়ে বসে। খুনের সভ্য ও গনতান্ত্রিক নাম হয়ে পড়ে ক্রসফায়ার।
"হরতাল" যে শব্দটি শুনলে ভয় হয়। যে সরকারই ক্ষমতায় থাকে সেই ঘৃণা করে শব্দটি যদিও কারও সফলতায় এরিয়ে যাবার মত নয়। হরতালের সাথে আমরা পরিচিত অহিংস আন্দোলন থেকে। হরতাল যে করে সে কাজ করা থেকে বিরত থাকে, যা তার প্রতিবাদ অন্যায় এর প্রতি। যদি শব্দটির বাঙালিকরন সম্পর্কে এর উদ্ভাবক জানতেন তবে জীবনে কখনও শব্দটি উচ্চারন করতেন না তিনি। অন্যায় এর প্রতিবাদে এটি তার চেয়ে অনেক অনেক বড় ধরনের একটি অন্যায়ে পরিনত হয়েছে।
গনতন্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ নির্বাচন ..........................
বড় বড় জ্ঞানী নেতারা, জননেতাদের মহান হতে শিখিয়েছেন.................................... ////!!!!*****?????//
১২ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৬
মোঃ মুনতাসির হোসেন মৃধা বলেছেন: তার আগে ফিরে অাসুক মানবতা। ভাল মানুষ না হতে পারলে সে গনতন্ত্র ধারণে ব্যর্থ হবে।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৪
বিজন রয় বলেছেন: গণতন্ত্র ফিরে আসুক।