নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরপেক্ষ দৃষ্টি

মোঃ মুনতাসির হোসেন মৃধা

মধ্য পথ অবলম্বনকারী একজন সাংবাদিক/ব্লগার।

মোঃ মুনতাসির হোসেন মৃধা › বিস্তারিত পোস্টঃ

সামপ্রদায়িক দাঙ্গার আগুন ধেয়ে আসছে বাংলাদেশের দিকে, দেশের অস্তিত্ব রক্ষার্থে সচেতনতা আবশ্যক

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৪



আমার ছেলেবেলার কথা বলছি। আমাদের বন্ধুদের মধ্যে কে হিন্দু, কে খৃষ্টান, কে বৌদ্ধ, কে আদিবাসি, কে সুন্নি, কে শিয়া তা আমাদের বন্ধুত্বের মধ্যে উল্লেখ করার মত কিছু ছিল না। শিয়া সম্প্রদায়ের একটি মিছিল মুহাররম এ বের হত এবং তা দেখতে আমরা উপস্থিত হতাম নির্ধারিত একটি স্থানে। কখনও নিজ ভিন্ন অন্য কোন সম্প্রদায়ের প্রতি কোন শত্রুতামূলক আচরন অামি আমার পরিবারের কাউকে করতে দেখিনি।

সাম্প্রতিক কতগুলো ঘটনা যা বাংলাদেশের ইতিহাসে প্রথম তা বাংলাদেশকে ঠেলে দিচ্ছে ধ্বংসস্তুপে পরিনত হওয়া দেশগুলোর দিকে। দেশগুলোর এই অবস্থার মূলে সাম্প্রদায়িক বিদ্বেষ। জানিনা এর পিছে কোন ধরনের রাজনীতির অবস্থান, জানিনা সরকার কেন এই মারাত্মক সমস্যাগুলো সমূলে কেন শেষ করছেন না?

খুনের বিচার হবে আইন অনুযায়ী, সে কোন সম্প্রদায়ের বা কোন গোত্রের তা সেখানে বিবেচ্য নয়। দেশে প্রথম আত্মঘাতি বোমা হামলা হল একজন চিকিৎসক খুন হল যে শিয়া সম্প্রদায়ের। সরকার তার আইন শৃঙ্খলা রক্ষা খাতে দেশের জনগনের যে অর্থ ব্যয় করেন অন্তত নিশ্চিত করুন দেশ সেই সেবাটুকু পাচ্ছে।

আমি আমার দেশের রক্তাত্ব অবস্থা দেখতে চাইনা। তবে যদি আমরা ব্যর্থ হই আজ আর লালন পালন করতে থাকি এই সমস্যাগুলো তাহলে হাতে আর বেশি সময় নেই। বার্মার পরে বাংলাদেশ...

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৭

বিজন রয় বলেছেন: আমারো ভয় হয়। গত ১৫ বছর ধরে আমি এসব চিন্তা করি।

ধন্যবাদ লেখার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.