![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা দেশের কথা ভাবছেন তারা নিশ্চিন্ত থাকবেন আর যারা ভাবছেন একটা সময় দেশ অনেক ভাল অবস্থায় ছিল তারা আবার ও দেশকে সে অবস্থায় দেখতে পাবেন। কারন সরকার খুব শিঘ্রই এর সুষ্ঠ বিচার নিশ্চিত করে নজির স্থাপন করবে। দ্বিতীয়বার এই অন্যায় আর কেউ করার সাহস করবে না। সরকার প্রধান বিষয়টি এমনভাবে প্রতিরোধ করবেন যেন তার নিজের মেয়ে ধর্ষিত হয়েছেন। খুশিতে কাদতাম এমনটি হলে।
আমি কোন কারন ,কোন অজুহাত বা কোন কমিটি গঠনের জটিলতা বুঝিনা। আমি এই অমানবিক আচরনের অমানবিক বিচার, আদালতের মাধ্যমে হোক তা চাই। পাকিস্থান আমাদের ওপর ওপর একবার অন্যায় করেছিলর ১৯৫২ তে। খুন করেছে অামাদের ভাইদের আর তার প্রতিফলনে গড়ে ওঠে স্বাধীনতা আন্দলন। তবে বিগত ২০ বছরের বেশি চলছে খুন, চলছে ধর্ষন এবং তা হচ্ছে আমাদের নিজেদের সরকারের উপস্থিতিতে। তারা আজও ঘুমিয়ে রয়েছে।
তনু আজ আমাদের মধ্যে এখনও জাগ্রত তবে তা অন্য তনুদের মতই সময়ের সাথে হারিয়ে যাবে। আর ঐ জানোয়ার গুলো সমাজে নির্দিধায় অবস্থান করবে। তনুদের তালিকা দিনের পর দিন বড় হতে থাকবে। তবু আমাদের শাসন ব্যবস্থা বহাল থাকবে একইভাবে । তারা বুঝবেনা এক-একটি ধর্ষনের অর্থ ধর্ষন সমগ্র সমাজের, ধর্ষন সরকারের, ধর্ষন মন্ত্রিপরিষদের, ধর্ষন সংসদের, ধর্ষন পুলিশ বিভাগের তথা সমগ্র প্রশাসনের। আপনারা কেন কোন পরিবর্তনের সূচনা করছেন না এখনও? আর কতগুলে খুন, ধর্ষন আর পাশবিক অত্যাচার সংঘটিত হওয়া প্রয়োজন আপনাদের বোধ উদয়ের জন্য?
না, সাধারন মানুষের দোষ দিয়ে বলবেন না যে কেন তারা প্রতিরোধ করছে না ? তাদের সে উপায়ও নেই, আপনাদের তৈরী দেশের প্রশাসনের জঘন্য পরিবেশে সাহায্য করতে গেলে মূল সমস্যা তার জায়গায় থাকবে বরং তারা ব্যক্তিগত সমস্যায় পড়বে। দয়া করে দেশটিকে বাচাঁন। আপনাদের হাতের ইশারায় তা হয়ে যাবে বলে বিশ্বাস করি। কিছু ত্যাগ স্বীকার করে হলেও তা করেন।
©somewhere in net ltd.