নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরপেক্ষ দৃষ্টি

মোঃ মুনতাসির হোসেন মৃধা

মধ্য পথ অবলম্বনকারী একজন সাংবাদিক/ব্লগার।

মোঃ মুনতাসির হোসেন মৃধা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ পুলিশের একটি সফল অভিযানের গল্প।

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৩


আইন প্রয়োগের ক্ষেত্রে সন্ত্রাসীরা সবসময়ই সৎভাবে নিয়ম মেনে পুলিশবাহিনীকে তাদের পাওনা মিটিয়ে আসছে। এখন প্রশ্ন হছে 'তাহলে কোথাায় তারা আইন প্রয়োগ করবেন?' এই অবস্থায় খবর পাওয়া যায় একদল নার্স আন্দোলন করছে যা সম্পূর্ন অন্যায়।

তারা আজ সম্পূর্ন সৎ ভাবে এই অন্যায় প্রতিরোধ করবে বলে পন করল। তারা ডিউটিতে যাওয়ার জন্য সকালে নাস্তা না করেই বেরিয়ে পড়ল। আর সাথে নিতে ভুললনা তাদের যন্ত্র গুলো। হাজার হলেও নার্স বলে কথা। পুলিশ বাহিনীর কাছে আগেই তথ্য ছিল যে নার্সরা অনেক শক্তিশালী হয় আর তারা অস্ত্র নিয়ে প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে।

তারপর সেই সন্ত্রাসী নার্স এর দলের সাথে দির্ঘ বন্ধুক যুদ্ধে দুইজন পুলিশ এবং একজন দারগা নিহত হয়আর অনেকের অবস্থা আসঙ্কা জনক। গুলি ছুড়েছে শুধু নার্স দল । তবুও পুলিশ বাহিনীর কেউ নার্সদলের দিকে লক্ষ করে টিয়ার গ্যাসও ছুড়েনি।

ঘটনা শেষে পুলিশ অনেক চেষ্টা করে ৮ জন নার্সপ্রধানকে গ্রেফ্তার করতে সফল হয়।

পুলিশ প্রধান বলেন: 'সন্ত্রাসীদের সাথে পারিনা কারন চেইন অব কমান্ডে সৎভাবে টাকা ভাগ করে নিই। তাই সাধারন মানুষের ওপর আইনের প্রয়োগ নিশ্চিত করি।"

তোমরা আসলেই চ...........। দুঃখিত। আর পারলামনা ভদ্র থাকতে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২০

রায়হানুল এফ রাজ বলেছেন: ভাইয়া ক্ষমতায় টিকতে হলে অনেক কাঠ-খড় পোড়াতে হয়। মাইন্ড করলে চলে?????

২| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৫

বিজন রয় বলেছেন: ইচ্ছা থাকলে ানেক কিছু করা যায়।

৩| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৫

ফাহিম আবু বলেছেন: এই হল বাংলাদেশের গনতন্ত্র, এক দলকে বিরানীর প্যাকেটসহ তিন স্তরের নিরাপত্তা দেই, নিরীহ নার্সদের দেয় পুলিশের ডান্ডাবারি আর গ্রেফতার ।

৪| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৪

জিয়ানা বলেছেন: বাংলাদেশের পুলিশ বাহিনী! এরকমই জোচ্চোর। এদের সম্পর্কে সবাই জানে। কিন্তূু এরকম ভাবে যদি তাদের পেটানো যেতো, ভাল হতো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.