নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরপেক্ষ দৃষ্টি

মোঃ মুনতাসির হোসেন মৃধা

মধ্য পথ অবলম্বনকারী একজন সাংবাদিক/ব্লগার।

মোঃ মুনতাসির হোসেন মৃধা › বিস্তারিত পোস্টঃ

আমার শত সন্তানের লাশের অবস্থান তোমার আমার বন্ধুত্বের মাঝে।

২৯ শে মে, ২০১৬ রাত ১০:২৮



সকলের জানা আছে এই বন্ধুত্বের বিষয়টি সম্পর্কে। অনেকে আখ্যায়িত করেছেন এই বন্ধুত্বকে মিছরির ছুরি হিসেবে। তবে যে যাই বলুন, ব্ন্ধুত্বের এই সম্পর্ক কারও কোন মন্তব্য অনুসরন করবে না। আমাদের দেশের সরকার ভারতের সাথে সম্পর্ক রক্ষার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে, ছিল এবং থাকবে।

কাঁটা তারে লাশ ঝুলছে একটি শিশুর, লাশ ঝুলছে একজন গরীব কৃষকের। একটি নয়, দুটি নয় শত শত লাশ। লাশ গুলোকে লাশ বললে ভুল হবে। ওগুলো বন্ধুর পাঠানো উপহার। ভারত বাংলাদেশের বন্ধুত্বের বিষয়টি, ভারত উপহার গুলো পাঠিয়ে বার বার স্বরণ করিয়ে দিতে ভোলে না। অামরা নিরুপায়, আমরা অসহায়, আমাদের কন্ঠ রুদ্ধ। এই বন্ধুত্বের মধ্যে মানবাধিকারের মত সংকীর্ণ শব্দ গুলো নেই। তবে আমাদের বিবেকের শেষ প্রান্ত থেকে, মাঝে মাঝে মনে হয়, এ কেমন মহান বন্ধুত্ব? যেখানে নিজের সন্তানর লাশ পেতে হয় উপহার হিসেবে। সেই মহান মাকে সালাম জানাই, যিনি উপহার গুলো ভালো ভাবেই গ্রহন করে চলেছেন একের পর এক।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৬ রাত ১১:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: স্বার্থসিদ্ধির এ কেমন বন্ধুত্ব । ওরা শকুনের চাইতেও নিকৃষ্ট । ৭১ এর মত বাঙ্গালিকে আবার জাগতে হবে নয়ত ব্রিটিশের মত ওদের
যাতাকলে নিষ্পেষিত হতে হবে বারবার ।

২| ৩০ শে মে, ২০১৬ রাত ১:০৯

ঘটক কাজী সাহেব বলেছেন: বাঙালি জাগার সময় হয়েছে... :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.