![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাশিয়া ২০১৮ বিশ্বকাপের সবচেয়ে আলোচিত দর্শক ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার কিতারোভিচ। পোস্টের প্রথম ছবিটিও তাই তাঁর।
এরপরের ছবিগুলো দেশওয়ারী দর্শকদেরঃ
আর্জেন্টিনাঃ
অস্ট্রেলিয়াঃ
বেলজিয়ামঃ
ব্রাজিলঃ
কলম্বিয়াঃ
কোস্টারিকাঃ
ক্রোয়েশিয়াঃ
ডেনমার্কঃ
মিশরঃ
ইংল্যান্ডঃ
ফ্রান্সঃ
জার্মানীঃ
আইসল্যান্ডঃ
ইরানঃ
জাপানঃ
কোরিয়াঃ
মেক্সিকোঃ
মরক্কোঃ
নাইজেরিয়াঃ
পানামাঃ
পেরুঃ
পোল্যান্ডঃ
পর্তুগালঃ
রাশিয়াঃ
সৌদি আরবঃ
সেনেগালঃ
সার্বিয়াঃ
স্পেনঃ
সুইডেনঃ
সুইজারল্যান্ডঃ
তিউনিসিয়াঃ
উরুগুয়েঃ
বোনাসঃ
এ পর্যন্ত যদি এসে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি সৌন্দর্যের পূজারী এবং ফুটবলের পাঁড় ভক্ত। তাই যদি হয়, তবে এই লিঙ্কে ঘুরে আসুন।
২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
এম এম করিম বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
শুভকামনা।
২| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৭
এম এম করিম বলেছেন: ২. ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:১২ ০
ভ্রমরের ডানা বলেছেন:
এতো নারী লইয়া ব্লগ কি করিবে...
২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
এম এম করিম বলেছেন: কি জানি......
৩| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৭
এম এম করিম বলেছেন: ৩. ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:২১ ০
আমর বলেছেন: হাহাহা আপনার চালাকি ধরে ফেলেছি।
২৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৫
এম এম করিম বলেছেন: কাউকে বলবেন না যেন।
৪| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩২
শিহাবমু বলেছেন: মনোমুগ্ধকর।
২৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৪
এম এম করিম বলেছেন: ধন্যবাদ।
৫| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৭
তুতুহিন বলেছেন: সুন্দরীদের মেলা বসিয়ে দিয়েছেন দেখছি।
২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৩
এম এম করিম বলেছেন: না রে ভাই।
মেলা বসেছিল।
আমি মেলার ছবি দিয়েছি মাত্র।
৬| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৩
ইনফোক বলেছেন: বিশ্বকাপে আপনি খেলা দেখছেন তো!!!
৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:০০
এম এম করিম বলেছেন: হ্যা ভাই, দেখেছি।
এগুলো বিশ্বকাপের পর ইন্টারনেট ঘেঁটে বের করা।
৭| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৮
শরাফচৌ বলেছেন: হায় রে
৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪০
এম এম করিম বলেছেন: কি হোল ভাই!
৮| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫৩
জহুরল হক বলেছেন: বিশ্বকাপের রেশ কাটতেই চায় না যেন।
আবার চার বছর।
৩০ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৬
এম এম করিম বলেছেন: সত্যি কথা বলেছেন।
৯| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫৬
রবিন বোস বলেছেন: ভাল তো, ভাল না?
১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
এম এম করিম বলেছেন: আমার তো ভালই লাগলো।
১০| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:২৩
কাওসার চৌধুরী বলেছেন:
"দি গ্রেটেস্ট শো অন আর্থ".... বিশ্বকাপ ফুটবল; আর এ আসরেই বসে পৃথিবী সেরা সুন্দরীদের হাট বাজার, মিলন মেলা। বাছাই করে পৃথিবীর বিভিন্ন দেশের এসব সুন্দরীদের তুলে ধরেছেন; ভাল লাগলো। তবে ২-১ টি ছবি একটু বেশি..,.....!!!
৩০ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৮
এম এম করিম বলেছেন: আমারো মনে হয়েছে ক্রেজ এর বাড়াবাড়ি রকমের প্রকাশ হয়েছে কিছু ছবিতে। কিন্তু কি আর করা! বিশ্বকাপের সেরা আর আলোচিত ছবিগুলোই দিতে চেয়েছি।
১১| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৩:০৫
অনল চৌধুরী বলেছেন: দর্শক তো দর্শকই ।এর আবার ছেলে মেয়ে কি?
সেইসব মেয়েদের ছবিই তো বেশী যাদের চেহারা অার শরীর অাকর্ষণীয়।
অাফ্রিকান মেয়ের ছবি দেখলাম মাত্র একটা।
একজনের অাবার পোষাকও নাই।
এখানে তো মেয়েদের পণ্য বানানো হয়েছে।
ব্লগেও ফরিদ,সিরাজ,মাফুজ,কাজী হায়াত অার ডিপজল মার্কা লম্পট কাম্য না।
৩১ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৫
এম এম করিম বলেছেন: দেশভিত্তিক ছবি দিয়েছি। অনেক দেশের দর্শকের ছবি পেতে ঘর্মাক্ত হতে হয়েছে। যার পোষাক নেই তিনি একজন আর্কিটেক্ট। এবং এবার রাশিয়ার সবচেয়ে আলোচিত দুই ফ্যানের একজন।
শ্লীলতা/ অশ্লীলতা নিয়ে বিতর্কে জড়ানোর ইচ্ছে নেই। নগ্নতা মানেই অশ্লীলতা নয়। বরঞ্চ আপনার মন্তব্যটি আমার কাছে অশ্লীল মনে হয়েছে।
যাই হোক, ভাল থাকবেন। শুভকামনা।
১২| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
ছবি গুলো সুন্দর।
১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৭
এম এম করিম বলেছেন: ধন্যবাদ।
১৩| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৫
হাঙ্গামা বলেছেন:
উফ মাইরি !!
রাশিয়া তো দেখি নিজেরে উজাড় কইরা দিছে।
বোনাস সহ রাশিয়া চাই !!
১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
এম এম করিম বলেছেন: ভাই অনেক কষ্ট হইছে ছবি ব্লগটি করতে। আর না !
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৬
এম এম করিম বলেছেন: ১. ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৫ ০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুনিয়াতে নারীরা সবচেয়ে বেশি ভাগ্যবান, তাদের সবাই ভালোবাসে, আমিও।
সুন্দর সুন্দর সব ছবি একসাথে দেখানোর জন্য ধন্যবাদ।
হ্যা, আমিও সুন্দরের পূঁজারী, তবে কালো মেয়েদের মর্যাদাই আমার কাছে বেশি সবসময়।