![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১)
অভ্যন্তরে
আস্টেপিষ্টে বাঁধা জীবন।
চারিদিকে শুধুই
দেয়াল আর কানাগলি।
(২)
কানাওলায় ধরা
মানুষের মতন
চেনা পথটি
ভীষন অচেনা।
(৩)
গন্ডিবদ্ধ
চাইলেই বের হতে পারেনা
যে কেউ।
(৪)
শিকল পরা
কোন ছল নয়।
শৃঙ্খলই অলংকার।
(৫)
আছে একটা বিশ্ব
আর
হারাবার আছে শুধু ভয়।
(৬)
নতজানু
আর বিভ্রান্ত।
©somewhere in net ltd.