![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাহিনী খতম হয়ে যাবার
আগেই হবে শেষ,
বাড়ি ফিরে যাবার পথে
বলবে সবাই বেশ।
এমন ছবি বানিয়েছি ভাই
আশা মনে জাগে,
এমন ছবি বানায়নি আর
কেউ কোনদিন আগে।
ফাইটিং আছে, রোমান্স আছে
আরো আছে ডান্স,
না দেখলে এমন ছবি
মিস করবেন চান্স।
মুক্তিযুদ্ধ টাচ করেছি
রাজনীতিও আছে,
ইতিহাস নয় নাইবা জানি
কে আর ক’দিন বাঁচে?
কোটি টাকা খরচ করে
বানিয়েছি যে ছবি,
ব্যবসা নয়তো এটা আমার
পুরোদমেই হবি।
ছবি দেখবেন সবাই মিলে
আসুন দলে দলে,
ভাল ছবি হয়না হেথায়
কোন পাগলে বলে?
সিনেমা মুভি বানাতে কি আর
লেখাপড়া লাগে,
শিক্ষিতেরা বেকার তারা
হাল ছাইড়া ভাগে।
আমরা আছি বলে এখনো
এফডিসিটা চলে,
সংস্কৃতির বারোটা বাজাই
দেশের কথা বলে।
©somewhere in net ltd.