![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশে এমন চাঁদ
দেখিনি কখনো আগে,
ভুলে যাব সব পিছুটান
যদি সে পরশ মাগে।
আমার ঘরে আসো যদি
আলতা দেবো রাঙা পায়ে,
বসতে দেবো নরম গদি
ফুলের সুবাস দেবো গায়ে।
আকাশেতে তোমার হাসি
আঁধারে ফোটাও আলো,
ভালবাসি চন্দনিগো
তুমি থেকো ভাল।
©somewhere in net ltd.