![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে না হয় কেউ নই আমি
একদিন তো ছিলাম,
হংস মিথুন ছিলাম যেথায়
নদীর নামটি ঝিলাম।
রংচঙে এই শহরটাতে
তুমি থাকো নরম আঁচে,
কাঁচামরিচ পান্তা ভাতে
খেয়ে আমার জীবন বাঁচে।
এখানে আমি ফিট নইকো
তাইতো ফিরে গেলাম,
তুমি হাঁটো তোমার পথে
প্রেমের পদে সেলাম।
©somewhere in net ltd.