![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিয়ত টানে পেছন থেকে,
যায় না যে এড়ানো তাকে।
কি নাম বল এর?
অদৃশ্য বাঁধন তবু
বাস্তবেতেই ঢের।
চেষ্টা করি কিংবা করি না
বুঝতে কিংবা এড়াতে,
জেরভার হই শুধুশুধু
নিজেই নিজের জেরাতে।
যার জন্য আছি টিকে,
বর্তমানটা হলদে আর
অতীতটা যে ভীষণ ফিকে।
জীবনে যা বহমান
এটাই কি সেই পিছুটান?
©somewhere in net ltd.