![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিলিস্তিন
তুমি জেগে থাকো
ঘুমিওনা একটুকও।
তোমার শিশুর রক্তে লাল দেহ
অথবা হাসপাতালে
আহত শিশুর আহাজারি
আমাকে নির্ঘুম করে রেখেছে।
আমিও জেগে আছি
চেয়ে আছি তোমার দিকে।
জায়নদের আগ্রাসী বোমা, বুলেট
যেন বুমেরাং হয়ে ফিরে যায়,
তুমি জেগে থাকো
তুমি জেগে উঠো।
ফিলিস্তিন
তুমি ঘুমিওনা একটুকু।
জিততে হবে তোমাকে
অন্যায় অসম এই যুদ্ধের জন্য,
তুমি দায়ি নও।
যুদ্ধটা তোমার উপর চাপানো হয়েছে।
বিশ্বের শান্তিকামী মানুষ
তোমার সাথে
তোমাকে জিততেই হবে।
©somewhere in net ltd.