![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার স্বাধীনতা
মানে তোমার পায়ে বেড়ি।
তোমার স্বাধীনতা
মানে আমার সাথে আঁড়ি।
তোমার অংশগ্রহণ
মানে শুধুই বাড়াবাড়ি।
তন্ত্র মন্ত্র ভুলে যাই
এসো হাতে হাত ধরি।
তোমার আমার সমতা
মানে মমতায় সমাজ গড়ি।
(২৮.০৮.২০১৬)
©somewhere in net ltd.