নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবীর মামুন

কবীর মামুন › বিস্তারিত পোস্টঃ

দ্বিতীয় কাব্যগ্রন্থ “আমি জাতিস্মর”

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৭

"আমি জাতিস্মর"
ভালোবাসা লুকিয়ে থাকে প্রতিটি মানুষের হৃদয়ের গহীন কোণে। সে ভালোবাসা মানুষ বয়ে বেড়ায় জন্ম-জন্মান্তরে।
বিবেকর টান কিংবা লড়াইয়ের ময়দান, ভালোবাসা ছাড়া মানুষ প্রাণী থেকে জড়তে পরিণত হয়। প্রতিদিন স্বার্থের টানে, বেঁচে থাকার সংগ্রামে মানুষ ভুলে যাচ্ছে ভালোবাসা। কিন্তু মানুষে মানুষে শ্রদ্ধা আর ভালোবাসাই পারে মানুষকে আরো মানবিক করতে। তাইতো বুকের ভেতর লালিত স্বপ্ন নিয়ে মানুষ ফিরে ফিরে আসে জাতিস্মর হয়ে সভ্যতা থেকে সভ্যতায়। মানুষ এগিয়ে যায় পূরণ না হওয়া স্বপ্নের বাস্তবায়নে, এগিয়ে যায় সভ্যতা।
আমি জাতিস্মর লেখকের দ্বিতীয় কাব্য গ্রন্থ। এই গ্রন্থে মানব প্রেম ও দেশপ্রেমের কবিতাসমূহ স্থান পেয়েছে। মূলতঃ মানব প্রেম আর দেশ প্রেমকে উপজীব্য করে রচিত হয়েছে এই কাব্য গ্রন্থের ৪৩ টি কবিতা যা আমাদের কথা, মানুষেরই কথা। ভালোবাসায় ভরে উঠুক পৃথিবী।

এবারের বইমেলাতে প্রকাশিত হলো আমার এই দ্বিতীয় কাব্যগ্রন্থ “আমি জাতিস্মর”।
প্রকাশ করেছে: জাতীয় সাহিত্য প্রকাশনী (বইমেলার স্টল # ৬১৭)
প্রচ্ছদ এঁকেছেন: রাজীব দত্ত
মূল্য: ১০০ টাকা মাত্র (বইমেলার ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে ৭৫ টাকায়)
বুকের ভেতর যত্নে লুকিয়ে থাকা প্রেম আর জীবনের বারুদের সংমিশ্রণে ৪৩টি কবিতা রয়েছে এই কাব্য গ্রন্থে। পাবেন প্রেম ও দ্রোহের স্বাদ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ বইটি সংগ্রহ করবো। পড়বো এবং ব্লগে রিভিউ দিব।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৯

কবীর মামুন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.