![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে কোথাও তোমার পদধ্বনি
ভেসে আসে বাতাসে
গুঞ্জন শুনতে পাই তোমার নিরুদ্দেশের
একটা দমকা হাওয়া এসে চিঁড়ে ফেলে
জীবন নৌকার পাল
নাবিক হারায় তার হাল
আমি শুনেছি তোমার গল্পগুলো
লেখা হয়েছে মনের খাতায়,
জীবন গল্পের পাতায় পাতায়।
বাতাসে ভেসে আসে তোমার শরীরের গন্ধ
পশ্চিমার পারফিউমের মনলোভা সে টান
শুধু ঘুম থেকে উঠে দেখিনি কাউকে
মনের ঘরে শুন্যতা দিয়ে
তুমি গিয়েছিলে চলে
শুধু কারণ জানতে পারিনি। দূরে কোথাও তোমার পদধ্বনি
ভেসে আসে বাতাসে
গুঞ্জন শুনতে পাই তোমার নিরুদ্দেশের
একটা দমকা হাওয়া এসে চিঁড়ে ফেলে
জীবন নৌকার পাল
নাবিক হারায় তার হাল
আমি শুনেছি তোমার গল্পগুলো
লেখা হয়েছে মনের খাতায়,
জীবন গল্পের পাতায় পাতায়।
বাতাসে ভেসে আসে তোমার শরীরের গন্ধ
পশ্চিমার পারফিউমের মনলোভা সে টান
শুধু ঘুম থেকে উঠে দেখিনি কাউকে
মনের ঘরে শুন্যতা দিয়ে
তুমি গিয়েছিলে চলে
শুধু কারণ জানতে পারিনি।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:২৪
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ স্যার
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৮
রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা দুটাই বিরক্তিকর।