নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিতো গিয়েছি জেনে প্রণয়ের দারুন আকালে লাল নিল বনভৃমি ভিতরে জন্মালে । তুমি ঘুমিয়েছিলে পরম সুখেএকটি লাল গোলাপ এনে রেখেছিলাম তোমার শিয়রের অতি সনণিকটে না জানি তোমার ঘুম ভেঙে যায় ।

মোহামমদ অাবুল বাশার

জীবন হাঁসি কান্না হতাশার সংমিশ্রণ এর মাঝে হতাশার ভাগটা একটু বেশি .

মোহামমদ অাবুল বাশার › বিস্তারিত পোস্টঃ

সরকারি চাকরিতে আবেদন এর বয়স ৩৫ করার দাবি

০১ লা মে, ২০১৫ রাত ২:৫৭

সরকারি চাকরীজীবি দের চাকরির মেয়াদ দুই বছর বেড়ে ৫৯ হলো নো পবলেম বলা হলো গড় আয়ু বেড়েছে কথা খারাপ না। তাহলে গড় আয়ু কি শুধুমাত্র সরকারি চাকরি জীবীদের বেড়েছে সরকারি চাকরিতে আবেদন কারীদের বাড়েনি । চার বছর ধরে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ এর বেনারে শান্তি পূর্ণ আন্দোলন হচ্ছে সরকারের মন্ত্রী উপদেষ্টারা পতিশরুতি ছাড়া কিছুই দিতে পারেনি ।বেরিসটার আমিরুল ইসলাম সার এর মাধ্যমে হাইকোটে আমরা ৩৫ জন মিলে রিট করলাম মাননীয় বিচার পতি গন জা বললেন তা এখনো লিখলে আদালত অবমাননা হতে পারে ।রিট খারিজ হয়ে গেল ।ডিসি সনমেলন এ আমরা পসতাব উপস্থাপন করলাম কোন ফিডবেক নেই । বতমান মহামাননো রাসটোপতি সংসদে ইসপিকার থাকা কালীন তিনি সংসদ এ প্রস্তাব উপস্থাপন করলেন ৩৫ করার জন্য সংসদে পক্ষে ভোট পেয়ে পাশ হলো । মন্ত্রী সভায় কোন বুজুরগো লোকের কারণে পাশ হলো না মহান রাববুল আলামিন জানেন । এটা তো সরকারের কাছে ভিক্ষা চাওয়ার কিছু না এটা একটা জাতীয় সমস্যা যার বলি এদেশের সরবোচচো শিক্ষিত ছেলে মেয়েরা ।আমরা পড়া লেখা করে তো মনে হয় মহা অন্যায় করে পেলেছি । এটা মৌলিক অধিকার হরন যা সংবিধান বিরোধী ।আমেরিকা । কানাডা ।জাপান ও বৃটেনে সরকারি চাকরি তে আবেদন এর নির্দিষ্ট কোন সীমা রেখা নেই । পাকিস্তান এ ৪৫ স্ত্রীলংকা ৫৫ আমাদের পাশবতী দেশ ভারত এ রাজ্য ভেদে ৩৫ ৪৫ একমাত্র আমাদের দেশে ৩০ ।উন্নত দেশগুলোতে তো সেশন জট নেই ।আমাদের দেশের সেশন জট আর রাজনৈতিক হানাহানির জন্য তো আমরা দায়ী না আমরা সাপারার হবো কেন ।এটাতো সরকারের বেরথোতা ।.যে দেশে ৬০ বছরেের বুড়া বুড়ি এম পি মন্ত্রী হতে পারেন সে দেশে ৩০ বছর এর একজন শিক্ষিত যুবক কেন সরকারি চাকরিতে আবেদন করতে পারবে না ? তাই সরকারি চাকরীতে আবেদন এর বয়স ৩৫ করা হোক করতে হবে

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৫ রাত ২:৪৮

চাঁদগাজী বলেছেন:


আসলে, সরকারী চুকুরীতে জয়েনের কোন বয়স থাকতে পারবে না; থাকতে পারবে অবসরে যাবার বয়স।

২| ০২ রা মে, ২০১৫ দুপুর ১২:৪৩

মোহামমদ অাবুল বাশার বলেছেন: উননত দেশগুলোতে তো কোন সিমা রাখা হয়নি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.