![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন হাঁসি কান্না হতাশার সংমিশ্রণ এর মাঝে হতাশার ভাগটা একটু বেশি .
প্রিয় বঙ্গবন্ধু আপনার প্রতি সম্পুর্ণ শ্রদ্বা রেখেই বলছি আপনার প্রিয় দলটি আজ ক্ষমতার লোভে সাম্প্রদায়িক, জঙী মৌলবাদী মোল্লাদের কাছে পাছা ভাড়া দিয়ে ক্ষমতায় যেতে মরিয়া। আপনার বংশধরেরা আর কত লুটপাট করলে আপনার প্রতি জাতির ঋন শোধ হবে ? আপনি যেমন দিল্লিতে টেবিল থাপড়িয়ে ওআইসিতে যোগ দিয়েছিলেন। ইসলামি ফাউন্ডেশন ধর্ম মন্ত্রনালয় প্রতিষ্ঠা করেছিলেন। সেকুলারের পোশাকে দাউদ হায়দারকে দেশ ছাড়া করেছেন। আপনার শরীরে লুকিয়ে থাকা সাম্প্রদায়িক ভাইরাস আপনার কন্যার হাতধরেই দেশের স্বাধীনতা, মুক্তচিন্তাকে চোবল মারছে ৩২.৫৭.২৯৮ ধারা হয়ে। আজ দেশ নুরনবীর নৌকায় ছড়ে মদিনায় যাওয়ার স্বপ্নে বিভোর আপনার কিছু কুলাংগার বংশধরের হাত দরে। আর দেশকে সোনার মদিনায় নিয়ে যাওয়ার জন্য কান্ডারি হয়ে হাল ধরেছে আপনার মতো ক্ষমতালোভী নব্য বাকশালের রুপকার আপনারই এক কুসন্তান। তাকে আপনি সুশিক্ষা দিতে ব্যর্থ হয়েছেন। তাকি শিখিয়েছেন কিভাবে শেয়ার বাজার, ব্যাংক লুটপাট করতে হয়। উন্নয়নের নামে লুটপাট করে সংবাদ শিরোনাম পাল্টাতে কিভাবে বস্তিতে আগুন দিতে হয়। কাউকে ড্রেনে ফেলে মিডিয়া লেলিয়ে দিয়ে পাবলিক সেন্টিমেন্ট পরিবর্তন করতে হয়। ২৫ই মার্চ রাতে গোপনে সবাই ভারতে গিয়ে যুদ্বে অংশগ্রহন করার জন্য প্রস্তুতি নিলে ও ভুট্রোর সাথে গোপন সমজতার অংশ হিসেবে আপনি পায়জামা পান্জামি পরে প্রস্তুত থেকেছেন জেলে যেতে। ভুট্রোর সাথে এত মাখামাখি দেখেই বুজা যায় পাকিস্তানি জেলে আটক থাকাকালীন আপনার উপর নির্মম নির্যাতনের যেইসব কাহিনি প্রচলিত আছে সবগুলোই লীগের দালালদের তৈরী আপনাকে যুদ্বে অংশগ্রহন না করে জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকার প্রশ্ন থেকে দায়মুক্তি দেয়ার জন্য। আপনার সরকারের সীমাহীন দুর্নিতি ব্যর্থতা গোপন সমজতার ধারাবাহিকতা বর্তমানে আপনার পরিবার বজায় রেখেছে সীমাহীন লুটপাট রাজনৈতিক ক্রিমিনালি বদমাইসি করে। চেতনার নামে লীগযে একটা ভন্ড প্রতারক সেকুলারিজমের আড়ালে তারা যে সত্যিকারের সাম্প্রদায়িক মৌলবাদি জঙীর দোশর তা ছোট বাবুটাও এখন বুজে। আপনার পূর্বপুরুষ ইয়েমেন থেকে লাথিগুতা খেয়ে পালিয়ে আসা ক্ষমতালোভি শান্তির নামে জঙী বকধার্মিক ডাকাত মোহাম্মদের ভাইরাসে আক্রান্ত সেটা সবার সামনে এখন পরিস্কার। স্বাধীনতার ৫০ বছরে জাতি হয়তো ১৫ই আগস্টের নেতৃত্বদানকারী দেরকে নতুন ভাবে মুল্যায়ন করবে। অনুভূতির দোহাই দিয়ে সত্যের মুখ বন্ধ রাখা যায়না সাময়িক হয়তে চাপে রাখা যায়। কারন সময়ের ব্যবধানে অনেকের লেজ বের হওয়া শুরু হয়েছে।সত্য একদিন প্রতিস্ঠিত হবেই, গায়ের জোরে আপনি ও ক্ষমতা চিরস্থায়ী করতে সফল হতে পারেন নি আপনার চামচাগুলো ও পারবেনা।
২| ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: খাইছেন কিছু??
চীন, রাশিয়াকে দেখুন কী হচ্ছে। বাকশাল ছাড়া দেশ আগাবেনা। জয় হোক বাংলার।
৩| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:০১
আল ইফরান বলেছেন: কিছু কথা একেবারে ফেলে দেয়ার মত না, হিউয়্যারিস্টিক এনালিসিসে গেলে সবারই এমন কিছু না কিছু সীমাবদ্ধতা বের হবে।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৪
শাহিন বিন রফিক বলেছেন: বঙ্গবন্ধুকে এত ছোট করা কি ঠিক? উনার বাকশাল ভুল ছিল, বর্তমান সরকার লুট মাফিয়া তবুও স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদান এত ছোট করা ঠিক নয়।