নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেখ মা দাশেরে মনে/ এই মিনতি করি পদে

বাংলা মোদের সোনার বাংলা/নুরের বাংলা হয়ে যায়/বাংলা ভাষা অজানা মোর/ দিলে কিছু কয়ে যায়।।

আবুল মোকারম

নিজের সম্পর্কে তেমন ধারণা নেই। পড়ি, লেখতে ভালবাসি।

আবুল মোকারম › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষায় নয় প্রতীক্ষায় আছি

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৮

তোমার জন্য প্রতীক্ষায় ছিলাম, প্রতীক্ষায় আছি



প্রথমে প্রথমে দিন গুনতাম, একদিন দুইদিন তিনদিন

তারপর থেকে সপ্তাহ গুনি, এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ

তারপর শুরু হল মাস গুনা, এক মাস দুই মাস তিন মাস

মাস গুনতে গুনতে বছর এসে হানা দেয় আমার গণনার অভিসারে

সেইসব আঠারো মাসের বছর-

গুনতে তবুও ক্লান্তি আসে না, আমি গুনে যেতে চাই দশক,যুগ এইভাবে

শতকের পরিধি পুরোতে পুরোতে আমি তুমি আর থাকবো না বলে

সে হিসাবে না গেলেও ক্ষতি নেই-

কিন্তু আমার প্রতীক্ষার প্রয়ন কক্ষনই ফুরাবে না, কখনো না!



এই যে যৌবনের প্রথম প্রহর থেকে শুরু...

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২১

প্রোফেসর শঙ্কু বলেছেন: সে হিসাবে না গেলেও ক্ষতি নেই-
কিন্তু আমার প্রতীক্ষার প্রয়ন কক্ষনই ফুরাবে না, কখনো না!

অপেক্ষা থেকে প্রতীক্ষা ভালো তো বটেই!

২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৯

আবুল মোকারম বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ ও শুভকামনা

২| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০১

মরে যওয়া স্বপ্ন বলেছেন: "অপেক্ষা........................................................................... একটি চলমান এবং সর্বপেক্ষা আনন্দদায়ক বিষয়, এবং ক্ষনিক আভায় দূ্ঃখদায়কও বটে।"

-----------------------জৈনক অপেক্ষমান প্রেমিক

২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৯

আবুল মোকারম বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ ও শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.