নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গানের কোকিল যেমন আমাকেও সেরকম ভাবতে পারেন তবে দুইটা পার্থক্য আছে কোকিলের সাথে,১।কোকিল এর গান সুমিষ্ট আর আমার গান সায়ানাইড এর মত বিষাক্ত২।কোকিল শুধু বছরে নির্দিষ্ট একটা সময় গান করে, আর আমি সারা বছর করি।আশা করি এই অধৈর্য প্রাণীটি সম্বন্ধে জানতে পেড়েছেন

কালের বলয়

যারা যা জানে এবং অপরকে জানাতে চায়,সমাজের সকল অসংগতিকে তুলে ধরতে চায়, আমি তোদের ই একজন,বয়স খুব বেশী না হলেও নজরুলের যৌবনের গান নিয়ে এখনি ভাবি যেন ঐ বয়সে ঠিক ঐরকম করে বাচতে পারি।

কালের বলয় › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২২

অর্থের বিজ্ঞান

আমি বিজ্ঞানী নই বিজ্ঞান, ডাকে আমায়
পড়ুয়ারা ভয় দেখালেও ডাকে ইশারায়।
অর্থ করি,মহাভারী, রুদ্ধকরা বাধার সারি।
পলটের অভিলাসে,,স্বপ্নেরা পাহারায়
আশাহত হয়েও, আশা যেন ফিরে পায়।
আমি নোংড়া পরিচ্ছদে,আসি চারুপুরু কাননে
মিলতে নাপারি কভু,ষোলশ্রী এনে
-তোমাদের সনে
বলি মনোভিলাসে, কভু অগ্রাহ্য করোনা মোরে
বারে বারে দেখে পাগলেও ভালো হতে পারে
দুর্ভাষা দাও দূরে,ভালোবেসে নাও বুকে
স্বপ্নের অবনী, গড়ে তোল এখনি,ভাবো সময়টাকে।

হারালে হারাবে জীবন,চাই লক্ষ্যের প্রতিফলন।
বদ্ধ হওয়া, রুদ্ধ শ্বাসে,
আজ এই হওয়া চাই পণ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:৫০

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ

২| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৮:৪০

সোহাগ সকাল বলেছেন: ভালো হয়েছে কবিতা

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:১৩

কালের বলয় বলেছেন: ধন্যবাদ #প্রামানিক ভাই ও #সোহাগ সকাল ভাই

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৮

আদি বিনতে শাতিল বলেছেন: ভাল লিখেছেন, চমৎকার

৫| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১:৫৬

কালের বলয় বলেছেন: ধন্যবাদ আপনাকে #আদি_বিনতে_শাতিল

০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১:৫৭

কালের বলয় বলেছেন: ধন্যবাদ আপনাকে #আদি_বিনতে_শাতিল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.